TRENDING:

স্টেশনে নীল ড্রাম নিয়ে ঘুরছিল দুই যুবক, GRP এসে বলল 'ভিতরে কী আছে?' দেখেই অজ্ঞান কনস্টেবল

Last Updated:
কানপুর রেলওয়ে স্টেশন আর পাঁচটা দিনের মতন ব্যস্ততায় চলছিল সবকিছুই। সেই সময়েই সন্দেহজনক একটা জিনিস লক্ষ্য করেন রেলরক্ষী বাহিনী বা জিআরপি।
advertisement
1/9
স্টেশনে নীল ড্রাম নিয়ে ঘুরছিল দুই যুবক, GRP এসে বলল 'ভিতরে কী আছে?' দেখেই অজ্ঞান কনস্টেবল
কানপুর রেলওয়ে স্টেশন আর পাঁচটা দিনের মতন ব্যস্ততায় চলছিল সবকিছুই। সেই সময়েই সন্দেহজনক একটা জিনিস লক্ষ্য করেন রেলরক্ষী বাহিনী বা জিআরপি।
advertisement
2/9
এমনিতেই মিরাটের সৌরভ হত্যাকাণ্ডের পর থেকেই সবার মনেই নীল ড্রাম নিয়ে একটা ভয় কাজ করছিল। তাই নীল ড্রাম দেখা মাত্রই তাঁদের আটকায় জিআরপি।
advertisement
3/9
ড্রাম খুলতেই দেখা গেল তার ভিতরে রয়েছে ভর্তি মদের বোতল। জেনে নেওয়া যাক গোটা ব্যাপারটা
advertisement
4/9
মদ পাচার রোধ করার জন্য কানপুর স্টেশনে চলছিল অভিযান। হরিয়ানা থেকে বিহারে মদ পাচার হচ্ছে বলে খবর ছিল জিআরপি এবং পুলিশের কাছে। এরপরেই শুরু হয় অভিযান।
advertisement
5/9
শুক্রবার রাতে দুই যুবককে সন্দেহজনকভাবে দেখা যায় দুটো প্লাস্টিক ড্রামে করে হরিশগঞ্জ ব্রিজের কাছে ঝাকারকাটির কুটচা রোডের পাশে ঘোরাঘুরি করছেন।
advertisement
6/9
এরপরেই তাঁদের জেরা করতে শুরু করে জিআরপি। তারপরেই ঝুলি থেকে বেরিয়ে আসে বেড়াল। ড্রাম থেকে একে একে বেরিয়ে আসে মদ এবং বিয়ার।
advertisement
7/9
রিপোর্ট অনুযায়ী, তদন্তে মোট ১২টি মদের বোতল এবং ৫৮টি বিয়ারের ক্যান উদ্ধার হয়েছে।
advertisement
8/9
দুইজন অভিযুক্তের নাম হল রাজু দাস এবং হরেন্দ্র দাস। দুই অভিযুক্তই বিহারের বৈশালীর রাঘবপুরের মল্লিকপুরের বাসিন্দা। তাঁরা ট্রেনের মাধ্যমে মদ পাচার করার চেষ্টা করছিল।
advertisement
9/9
এই প্রসঙ্গে জিআরপি আধিকারিক ওম নারায়ণ সিং বলেন, এই বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়ার পরেই তল্লাশি শুরু হয়। এরপরেই দুইজন ধরা পড়ে। বাজেয়াপ্ত মদগুলি আবগারি দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
বাংলা খবর/ছবি/দেশ/
স্টেশনে নীল ড্রাম নিয়ে ঘুরছিল দুই যুবক, GRP এসে বলল 'ভিতরে কী আছে?' দেখেই অজ্ঞান কনস্টেবল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল