TRENDING:

Viral News: ১১ কেজির সোনার আংটি, সোনার তৈরি মদ, ভারতের ‘এই’ মিউজিয়ামের খাজানা জানেন

Last Updated:
Unique Khazana Mahal Museum Jaipur: এখানে এই সব সম্পত্তি ছাড়া ডায়নোসরের হাড়, কোহিনুর হিরের রেপ্লিকা, হাঙরের দাঁত, এবং বহু দামি দামি মূর্তি এবং গয়না রাখা হয়েছে৷ এই মিউজিয়ামের খবর এখন ভাইরাল নিউজ...
advertisement
1/7
১১ কেজির সোনার আংটি, সোনার তৈরি মদ, ভারতের ‘এই’ মিউজিয়ামের খাজানা জানেন
#কলকাতা: জয়পুর খাজানা মিউজিয়াম ৬ কোটি টাকা দিয়ে তৈরি হয়েছে৷ জুনে আমজনতার জন্য তা খুলে দেওয়া হয়ে গেছে৷ কোটি কোটি টাকার সম্পত্তি এখানে রয়েছে৷ তার জন্য সুরক্ষাবিধি অত্যন্ত কড়া রাখা হয়েছে৷ এই এলাকায় ২০ টি-র বেশি ক্যামেরা রাখা রয়েছে৷ এখানে এই সব সম্পত্তি ছাড়া ডায়নোসরের হাড়, কোহিনুর হিরের রেপ্লিকা, হাঙরের দাঁত, এবং বহু দামি দামি মূর্তি এবং গয়না রাখা হয়েছে৷
advertisement
2/7
জয়পুরের খাজানা মহল মিউজিয়ামে কোহিনুরের এক রেপ্লিকা রাখা হয়েছ৷ এরই সঙ্গে রয়েছে বহু দামি হিরে, দামি পাথর দিয়ে জুয়েলারি শোকেস করা হয়েছে৷
advertisement
3/7
খাজানা মহল মিউজিয়ামে প্রায় ১১১ কিলোর একটি আংটি রাখা হয়েছে৷ এটা প্রচুর দামি হিরে এবং জহরত দিয়ে তৈরি হয়েছে৷
advertisement
4/7
এতটাই নয় জয়পুরের জয়পুর খাজানা মহল মিউজিয়ামে বলিউড অভিনেতা এবং অভিনেত্রী দ্বারা ফেমাস ফিল্মে পরা হয়েছে জুয়েলারি শোকেজ করা হয়েছে৷ বলা হচ্ছে এখানে তৈরি হওয়া পাথর এবং অত্যন্ত দামি চুনি পাথর খাজুরাহো আর্টের মতো খুব সুন্দর জিনিস পর্যটকরা দেখতে পাবেন৷
advertisement
5/7
জয়পুরে খাজানা মহল মিউজিয়াম দামি জেমস্টোন আর দামি পাথর দিয়ে তৈরি জুয়েলারি হবে৷ বলা হচ্ছে এই মিউজিয়ামে ঘোরের জন্য কিছু লোকের একটা গ্রুপ বানাতে হবে৷ মিউজিয়ামে এন্ট্রি ফি হবে না৷ বর্তমানে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি৷
advertisement
6/7
খাজনা মহল মিউজিয়ামে দারুণ দামি স্টোনের সঙ্গে তৈরি গণেশ মূর্তি ট্যুরিস্ট দেখতে পাবেন৷ শুধু এটাই নয়, রুবি স্টোন অ্যানিমেল আর্টও আকর্ষণের কেন্দ্র হবে৷
advertisement
7/7
খাজানা মহল মিউজিয়ামে অত্যন্ত দামি হাঙরের দাঁত রাখা হয়েছে৷ বলা হচ্ছে এটা আসল দাঁত৷ এখানে ইজিপ্টের মমি-র স্টোনও রাখা হয়েছে৷
বাংলা খবর/ছবি/দেশ/
Viral News: ১১ কেজির সোনার আংটি, সোনার তৈরি মদ, ভারতের ‘এই’ মিউজিয়ামের খাজানা জানেন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল