TRENDING:

IRCTC Ticket Booking: বাড়িতে পারবেন তৎকালে টিকিট বুকিং! শুধু থাকতে হবে এই জিনিস, ১ অগাস্ট থেকে চালু নতুন নিয়ম

Last Updated:
IRCTC Ticket Booking: তৎকাল টিকিটে কাটার নিয়মে বড় বদল। আধার কার্ড থাকলে তবেই যাত্রীরা তৎকাল টিকিট কাটার সুযোগ পাবেন। টিকিট কাটার সময় আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে যাবে ওটিপি। সেই ওটিপি দেওয়ার পরেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা।
advertisement
1/6
বাড়িতে পারবেন তৎকালে টিকিট বুকিং! শুধু থাকতে হবে এই জিনিস, ১ অগাস্ট থেকে চালু নতুন নিয়ম
তৎকাল টিকিটে কাটার নিয়মে বড় বদল। আধার কার্ড থাকলে তবেই যাত্রীরা তৎকাল টিকিট কাটার সুযোগ পাবেন। টিকিট কাটার সময় আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে যাবে ওটিপি। সেই ওটিপি দেওয়ার পরেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা।
advertisement
2/6
১ জুলাই, ২০২৫ থেকে কার্যকর, তৎকাল ট্রেন টিকিট বুকিংয়ের জন্য নতুন নিয়ম কার্যকর হয়েছে। সংসদের চলমান বর্ষা অধিবেশন চলাকালীন, ১১ জন রাজ‍্যসভার সাংসদ — মায়া নরোলিয়া, মিথিলেশ কুমার, ড. দীনেশ শর্মা, মায়াঙ্ক কুমার নায়ক, ব্রিজ লাল, কিরণ চৌধুরী, ডক্টর সুমের সিং সোলাঙ্কি, নারায়ণ কোরাগাপ্পা, রমিলাবেন বেচারভাই বড়া, বাবুরাম নিশাদ, এবং রাবিল মন্ত্রী আশ্বিনের সঙ্গে টিকিট বুকিং সিস্টেম সম্পর্কে প্রশ্ন করেন আশ্বিন বৈষ্ণবকে।
advertisement
3/6
তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার-ভিত্তিক প্রমাণীকরণ বাধ্যতামূলক হবে কিনা এবং আধার-লিঙ্কযুক্ত আইআরসিটিসি অ্যাকাউন্টের যাত্রীরা বুকিং অগ্রাধিকার পাবেন কিনা সে বিষয়ে সাংসদরা প্রশ্ন করেছিলেন। তারা আরও প্রশ্ন তোলেন যে এই পদক্ষেপগুলি কীভাবে এজেন্ট এবং দালালদের দ্বারা তৎকাল টিকিটের অপব্যবহার রোধ করতে সহায়তা করবে।
advertisement
4/6
এর জবাবে, ১ অগাস্ট, বৈষ্ণব বলেন যে তৎকাল স্কিমের অধীনে টিকিট ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)-এর ওয়েবসাইট/এর অ্যাপের মাধ্যমে শুধুমাত্র আধার অনুমোদিত ব্যবহারকারীরাই বুক করতে পারবেন। তিনি আরও বলেন যে তৎকাল বুকিংয়ের ARP-এর প্রথম ৩০ মিনিটের মধ্যে এজেন্টদের টিকিট বুকিং করতে নিষেধ করা হয়েছে।
advertisement
5/6
তিনি আরও বলেন, ‘এই বিষয়ে গৃহীত পদক্ষেপগুলি টিকিটের তাৎক্ষণিক বুকিং হ্রাস করে বুকিংয়ের সহজতা উন্নত করেছে। জাল অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক বুকিং সীমাবদ্ধ করে সিস্টেমটিকে আরও ন্যায়সঙ্গত করা হয়েছে।'
advertisement
6/6
ভারতীয় রেলওয়ের তৎকাল টিকিট বুকিংয়ের সংশোধিত নিয়ম অনুসারে, এসি ক্লাসের জন্য সকাল ১০:০০ টা থেকে সকাল ১০:৩০ টা পর্যন্ত এবং নন-এসি ক্লাসের জন্য এজেন্টদের জন্য সকাল ১১:৩০ টা থেকে সকাল ১১:৩০ টা পর্যন্ত সময়সীমা প্রযোজ্য।
বাংলা খবর/ছবি/দেশ/
IRCTC Ticket Booking: বাড়িতে পারবেন তৎকালে টিকিট বুকিং! শুধু থাকতে হবে এই জিনিস, ১ অগাস্ট থেকে চালু নতুন নিয়ম
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল