কালীপুজোর অভিনব ভাসান, রামধনু রঙের চুলে গিরগিটি, মোরগ ছাঁট
Last Updated:
ওত পেতে বসে গিরগিটি। তবে মাঠে বা গাছে নয়। মাথায়। মোরগও ডাকছে, সেও মাথায় ।
advertisement
1/4

ওত পেতে বসে গিরগিটি। তবে মাঠে বা গাছে নয়। মাথায়। মোরগও ডাকছে, সেও মাথায় । রামধনু রং থেকে হরেক রকম জটা...সেটাও কারও না কারও মাথাতেই। প্রতিবারের মত এবারও হরেক চুলের ছাঁটে রঙিন সিউড়ির বামদেব ক্লাবের কালীপুজোর ভাসান।
advertisement
2/4
চুল দিয়ে যায় চেনা। চুলের বিচিত্র ছাঁটে নিজেকে নতুন করে চেনানো। বীরভূমের বামদেব ক্লাবের কালীপুজোর ভাসানে কুল লুক।
advertisement
3/4
গোলাপী। লাল। নীল। হলুদের যেন মেলা বসেছে। চুল না ক্যানভাস? চুলের ছাঁটে হরেক রং-ঢং। কখনও চুলে রং বদলানো গিরগিটি। কখনও মোরগের ঝুঁটি। কোথাও আবার মাথা আনারস। রয়েছে জটাজুটোও...তবে সবটাই স্টাইলে।।
advertisement
4/4
সিউড়ির বামদেব ক্লাবের কালীপুজোর ভাসানের এটাই রীতি। বিচিত্র চুলের ছাঁটের সঙ্গে ডিজে, ব্যান্ডের তাক লাগানো জৌলুস। সপ্তাহখানেক ধরে চলে চুল নিয়ে চলে কেরামতি। ডি-ডে-তে চুলের রং-ঢঙেই সুপারহিট বামদেব ক্লাবের কালীপুজোর ভাসান।