TRENDING:

Honeymoon couple missing: ৫ জুনের আগে হানিমুনে গেলে বিপদ হবে রাজা-সোনমের! লিখে দেন জ্যোতিষী, শিলঙকাণ্ডে জড়িত কোনও মহিলা?

Last Updated:
Honeymoon Couple missing: ইন্দোরের বাণগঙ্গা অঞ্চলের গোবিন্দ কলোনির বাসিন্দা সোনম রঘুবংশী তাঁর বরের সঙ্গে হানিমুনে গিয়ে ২৩ মে শিলং-এ নিখোঁজ হন। পরে সোনমের স্বামী রাজা রঘুবংশীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। সোনম-রাজাকে নিয়ে আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন জ্যোতিষী।
advertisement
1/6
৫ জুনের আগে হানিমুনে গেলে বিপদ হবে রাজা-সোনমের! লিখে দেন জ্যোতিষী, ঘটনায় জড়িত কোনও মহিলা?
ইন্দোরের বাণগঙ্গা অঞ্চলের গোবিন্দ কলোনির বাসিন্দা সোনম রঘুবংশী তাঁর বরের সঙ্গে হানিমুনে গিয়ে ২৩ মে শিলং-এ নিখোঁজ হন। পরে সোনমের স্বামী রাজা রঘুবংশীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। কিন্তু এখনও নিখোঁজ সোনম। কী ভাবে খুন হলেন সোনমের স্বামী, তা-ও জানার চেষ্টা করছে পুলিশ।
advertisement
2/6
সোনমের বাবা দেবীসিংহ রঘুবংশী মহল্লায় বসবাসকারী জ্যোতিষাচার্য পণ্ডিত এনকে পাণ্ডের কাছে সমাধান খুঁজতে গেলে তিনি মেয়ের ছবি বাড়ির বাইরে উল্টো করে লাগানোর পরামর্শ দেন। তিনি বলেন, এটি একটা টোটকা, যা সোনামকে ফিরিয়ে আনতে পারে। দেবীসিংহ বিশ্বাস করছেন মেয়েকে পাওয়া যাবে।
advertisement
3/6
৫ জুন ছিল বিদায়ের তারিখ, কিন্তু...যদিও, সোনম এবং রাজার বিয়ের কার্ড সামনে এসেছে, যা ১১ মে তারিখের। স্থানীয় একজন জ্যোতিষী এনকে পাণ্ডে জানিয়েছেন যে তিনিই বিয়ের দিনক্ষণ ঠিক করেছিলেন। ওই জ্যোতিষীই বিদায়ের মূহুর্তও নির্ধারণ করেছিলেন, যা ৫ জুন গঙ্গাদশেরার দিন। এর আগে বিদায়ের ভাল দিন ছিল না। কিন্তু, সোনম এবং রাজা এর আগে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন এবং তারা পূর্ব দিকে অর্থাৎ কামাখ্যা দর্শনের জন্য বেরিয়ে পড়েন। সেখান থেকে শিলং পৌঁছান।
advertisement
4/6
এই তিনটি বিষয় সামনে এসেছিলপণ্ডিত এনকে পাণ্ডের মতে, যখন ২২ মে এই ঘটনা ঘটে তখন ২৩ মে দেবীসিংহ আমার কাছে এসেছিলেন। তখন আমি সোনমের কুণ্ডলীও দেখেছিলাম। রাজা এবং সোনমের সন্ধান পেতে অনুমান জ্যোতিষের সাহায্য নিয়েছিলাম। তখন তিনটি বিষয়ে বিবরণ পাওয়া গিয়েছিল। প্রথমত, তারা দুজনেই পূর্ব দিকে গিয়েছেন। দ্বিতীয়ত, তাদের নিখোঁজ হওয়ার পেছনে কোনও মহিলার হাত রয়েছে। তৃতীয়ত, রাজা এবং সোনমের কাজ সম্পন্ন হতে দেরি হবে।
advertisement
5/6
মহিলা বিষয়টিও সত্য হতে পারে...পণ্ডিতজি জানিয়েছেন, যে বিবরণ সেই সময় পাওয়া গিয়েছিল, তা প্রায় সত্য। রাজা এবং সোনম পূর্ব দিকেই অর্থাৎ শিলং গিয়েছিলেন। আজ এত দিন কেটে গেছে কিন্তু সোনমের সন্ধান পাওয়া যায়নি, এর মানে কাজ সম্পন্ন হতে দেরি হচ্ছে। একইভাবে, কোনো মহিলার সম্পর্ক সোনমের পাওয়া গেলে স্পষ্টভাবে জানা যাবে। যদি দুটি বিষয় সত্য প্রমাণিত হয়, তবে মহিলার বিষয়টিও সত্য হবে।
advertisement
6/6
রঘুবংশী সমাজ CBI তদন্তের দাবি তুলেছেঅন্যদিকে, এই ঘটনায় রঘুবংশী সমাজ CBI তদন্তের দাবি নিয়ে রাস্তায় নেমেছে। খারগোনে রঘুবংশী সমাজের শত শত লোক বাইক র‍্যালি করে কালেক্টরেট পৌঁছায়। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে সম্বোধিত স্মারকলিপি ডেপুটি কালেক্টর পূর্বা মণ্ডলৌইকে জমা দেয়। সাথে জানায়, যদি তিন দিনের মধ্যে সোনমের সন্ধান পাওয়া না যায় তবে রঘুবংশী সমাজ বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে।
বাংলা খবর/ছবি/দেশ/
Honeymoon couple missing: ৫ জুনের আগে হানিমুনে গেলে বিপদ হবে রাজা-সোনমের! লিখে দেন জ্যোতিষী, শিলঙকাণ্ডে জড়িত কোনও মহিলা?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল