India's Newest Mammal|| অরুণাচলের জঙ্গলে লুকিয়ে ছিল এই বাঁদর, ভারতে আরও এক অদ্ভুত প্রাণীর খোঁজ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
India's Newest Mammal 'White-cheeked Macaque': ভারতে দেখা মিলল এক নতুন প্রজাতির স্তন্যপায়ীর। জ্যুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার একটি দল অরুণাচল প্রদেশে সম্প্রতি এই প্রজাতির বাঁদরের সন্ধান পান। নাম-হোয়াইট চেক ম্যাকাকু।
advertisement
1/6

*ভারতে দেখা মিলল এক নতুন প্রজাতির স্তন্যপায়ীর। জ্যুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (Zoological Survey of India) একটি দল অরুণাচলপ্রদেশে সম্প্রতি এই প্রজাতির বাঁদরের সন্ধান পান। নাম-হোয়াইট চেক ম্যাকাকু (White Cheeked Macaque)। যাদের বৈজ্ঞানিক নাম ম্যাকাকা লিউকজেনসি (Macaca leucogenys)।
advertisement
2/6
*ম্যাকাকুরা সম্পূর্ণভাবে বাঁদর (true monkeys) প্রজাতির। তাদের সঙ্গে 'এপ'-র (apes) কোনও সম্পর্ক নেই। Credit- news18 creative
advertisement
3/6
*সম্প্রতি অরুণাচল প্রদেশের পশ্চিম সিয়াং জেলায় প্রথমবারের জন্য তাদের দেখা মেলে। নতুন এই প্রজাতিকে নিয়ে অত্যন্ত উৎসাহী বিজ্ঞানীরা। Credit- news18 creative
advertisement
4/6
*অরুণাচল প্রদেশে রেড পান্ডাদের নিয়ে খোঁজ চালাচ্ছিলেন জ্যুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (Zoological Survey of India)-র গবেষকরা। সেই সময়েই তাঁদের নজরে আসে বিশেষ প্রজাতির এই স্তন্যপায়ী। পরে ডিএনএ (DNA) টেস্টের পরে তাঁরা বুঝতে পারেন সেগুলি সাদা চেক ম্যাকাকু (White-cheeked Macaques) প্রজাতির বাঁদর। Credit- news18 creative
advertisement
5/6
* সাদা চেক ম্যাকাকু (White-cheeked Macaques) প্রজাতির বাঁদরের বিশেষত্ব তাদের গাল সাদা। ঘাড় এবং গলা পুরু লোমে ঢাকা। লম্বা লেজ। তবে সেই লেজের দৈর্ঘ্য অন্য প্রজাতির বাঁদরদের তুলনায় বেশি। গায়ের রঙ হলদে ব্রাউন বা চকোলেট ব্রাউন। তাতে ধূসর-সাদা ডোরা দাগ। Credit- news18 creative
advertisement
6/6
*উল্লেখ্য, হোয়াইট চেক ম্যাকাকু (White Cheeked Macaque) প্রথম দেখা গিয়েছিল চিনে ২০১৫ সালে। যদিও ভারতে তার কোনও অস্তিত্ব মেলেনি এতদিন। এই প্রথম নতুন এই প্রজাতির দেখা মিলল ভারতে।