India's First Vertical Lift Railway Sea Bridge at Pamban: জাহাজ এলে নিজে থেকেই উঠে যাবে, ভারতের প্রথম ভার্টিকাল লিফট সি ব্রিজ প্রায় তৈরি!
- Published by:Suman Majumder
Last Updated:
Pamban Bridge In Rameswaram: ৭০০ কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে এই সেতু। বিশ্বে ভারতীয় রেলের কাজ প্রশংসা পাবে।
advertisement
1/9

ভারতের প্রথম ভার্টিকাল লিফট রেল সেতু। তাও আবার সমুদ্রের উপর। এতদিনে নিশ্চয়ই শুনে ফেলেছেন এই সেতুর কথা!
advertisement
2/9
তামিলনাড়ুর রামেশ্বরমে এই সেতু তৈরির কাজ শুরু হয়েছিল। জানা যাচ্ছে, চলতি বছরের শেষে এই সেতুর কাজ শেষ হয়ে যাবে।
advertisement
3/9
ভার্টিকাল লিফট রেলওয়ে ব্রিজ। অর্থাত্, জাহাজ এলে এই সেতু স্বয়ংক্রিয়ভাবে উপরে উঠে যাবে। এই পামবান সেতু তৈরি করে চমক দিচ্ছে সাউদার্ন রেল।
advertisement
4/9
এই পামবান সেতু নতুন করে তৈরি করা হচ্ছে। আগে এই সেতু দিয়ে শ্রীলঙ্কায় পণ্য যেত। ষাটের দশকের প্রবল সামুদ্রিক ঝড় এই সেতুর ব্যাপক ক্ষয়ক্ষতি করে।
advertisement
5/9
নতুন করে এই সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। এখন সেই কাজ শেষের পথে। রেলমন্ত্রক এদিন পামবান সেতুর ছবি শেয়ার করেছে।
advertisement
6/9
১০৪ বছরের পুরনো সেতুর পরিবর্তে তৈরি হওয়া এই অত্যাধুনিক ব্রিজ ২ কিমি লম্বা হবে।
advertisement
7/9
ছোট বা মাঝারি আকারের জাহাজ ওই পথে গেলে রেলপথ নিজে থেকে উঠে যাবে।
advertisement
8/9
রামেশ্বরমের সাথে দক্ষিণ ভারতের সংযোগ স্থাপন করবে এই সেতু।
advertisement
9/9
জানা গিয়েছে, এই সেতু নির্মাণে মোট খরচ হচ্ছে ৭০০ কোটি টাকা।