'আমার বাচ্চা... আমার বাচ্চাকে কে নিয়ে গেল..?' জেনারেল কোচের টয়লেট থেকে বেরিয়েই চিৎকার করছিলেন মহিলা! পরক্ষণেই যা সামনে এল, GRP-র ছুটল ঘাম!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: সোমবার বিহারের পটনা জংশনে এমনই একটি ঘটনা ঘটে যায় যা রীতিমতো কাঁপিয়ে দিয়েছে জিআরপি থেকে আরপিএফ-জওয়ানদের। শুরু হয়ে যায় তুমুল চিৎকার। যা ঘটেছে তা শুনলে শিউরে উঠবেন!
advertisement
1/13

ভারতীয় রেল যেন দেশের ধমনী। প্রতিদিন লাখ লাখ মানুষ এই গণমাধ্যমেই নিজ নিজ গন্তব্যে পৌঁছে থাকেন যাত্রীরা। কারণ নিরাপদে ও নির্ঝঞ্ঝাটে অল্প খরচে গন্তব্যে পৌঁছতে ট্রেনের মতো ভাল মাধ্যম আর দুটি নেই।
advertisement
2/13
রেলপথে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে, বিনা টিকিটে যাত্রা নিয়ন্ত্রণ করতে অথবা অপরাধমূলক কাজ এড়াতে রেলের তরফে একাধিক পদাধিকারী নিযুক্ত থাকেন। টিটি থেকে টিটিই, অর্থাৎ টিকিট পরীক্ষকরা থাকেন স্টেশন ও ট্রেনের কামরায় টিকিট না কেটে যাত্রা নিয়ন্ত্রণ করতে। বিনা টিকিটের যাত্রীদের ধরপাকড় চলে দফায় দফায়।
advertisement
3/13
আবার আরপিএফ, জিআরপি-রা থাকেন যে কোনও ধরণের অপরাধমূলক কাজ নিয়ন্ত্রণ করতে। কিন্তু তা সত্ত্বেও রেলপথে স্টেশন থেকে ট্রেন সর্বত্র ভিড়ের আড়ালে চলে একাধিক দুষ্কৃতীমূলক কাজ।
advertisement
4/13
সোমবার বিহারের পটনা জংশনে এমনই একটি ঘটনা ঘটে যায় যা রীতিমতো কাঁপিয়ে দিয়েছে জিআরপি থেকে আরপিএফ-জওয়ানদের। শুরু হয়ে যায় তুমুল চিৎকার। যা ঘটেছে তা শুনলে শিউরে উঠবেন!
advertisement
5/13
১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল কোটা-পটনা এক্সপ্রেস। ট্রেনের টয়লেট থেকে বেরোলেন এক মহিলা । কিন্তু টয়লেট থেকে বেরিয়েই হঠাৎ চিৎকার করতে শুরু করে দেন। চিৎকার শুনে আশপাশের লোকজন তার কাছে ছুটে গেলে, তিনি কাঁপতে কাঁপতে বলেন যে তার ছ' বছরের ছেলে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছে।
advertisement
6/13
কিছুক্ষণের মধ্যেই ভিড় জমে যায় স্টেশন চত্বরে। বার বার প্রশ্ন করতে জানা যায় মহিলাটি তাঁর বছর ছয়েকের ছেলেকে নিয়ে ট্রেনের জেনারেল কামরায় যাত্রা করছিলেন। তিন মাস আগেই তাঁর স্বামী পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন। আর মহিলা তাঁর ছেলেকে নিয়ে তার বাপেরবাড়ি যাচ্ছিলেন।
advertisement
7/13
সেদিন পটনা জংশনে ট্রেন থামার পর মহিলার হঠাৎ ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু একা ছেলে নিয়ে যাত্রা করছিলেন তাই ছেলেকে কার কাছে রেখে টয়লেট যাবেন বুঝে উঠতে পারছিলেন না মহিলা।
advertisement
8/13
মহিলা জানান, যাত্রাপথে আলাপ হওয়া একজন অপরিচিত ব্যক্তির সঙ্গে মহিলা বেশ বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন এবং তাঁকে তাঁর বিস্বস্ত মনে হচ্ছিল বলেই তাঁর কাছে ছেলেকে রেখেই ওয়াশরুমে চলে যান তিনি।
advertisement
9/13
কিন্তু মহিলাটি যখন বেরিয়ে আসেন তখন সামনের দৃশ্য দেখে তাঁর মেরুদণ্ড দিয়ে বয়ে যায় ঠান্ডা স্রোত। ছেলে কোথায় তাঁর? যেখানে তাঁর ছেলে বসেছিল, সেই সিট সম্পূর্ণ খালি। ছেলে ভ্যানিশ। এমনকি সেই ট্রেন যাত্রায় সদ্য আলাপ হওয়া অপরিচিত 'বন্ধুসুলভ' ব্যক্তিও ভোঁ ভা!
advertisement
10/13
আতঙ্কে দিশাহারা হয়ে প্ল্যাটফর্মে ছুটোছুটি করতে থাকেন মহিলা। চিৎকার করে ছেলেকে খুঁজতে থাকেন পাগলের মতো। মুখে খালি এক রা- " আমার বাচ্চা... কেউ আমার বাচ্চাকে নিয়ে গেল!" মহিলার চিৎকার, কান্নাকাটি শুনে ছুটে আসেন অন্যান্য যাত্রীরা। কানে যায় জিআরপি-র।
advertisement
11/13
জিআরপি ঘটনাস্থলে পৌঁছে মহিলার অবস্থা দেখে দ্রুত স্টেশন চত্বরে সতর্কতা জারি করে দেয়। মুহূর্তের মধ্যে স্টেশনের প্রতিটি গেট সিল করে দেওয়া হয় এবং সিসিটিভি ফুটেজও স্ক্যান করার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু কোত্থাও ছেলেটিকে বা ওই লোকটিকে দেখতে পাওয়া যায়নি।
advertisement
12/13
জিআরপি এখনও ওই শিশুটিকে খুঁজছে। প্রাথমিক ভাবে শিশুটিকে অপহরণ করা হয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ঘটনার পরপরই খবর পৌঁছয় কন্ট্রোল রুমে। এমনকি আশেপাশের এলাকাগুলিও ব্যারিকেড করে তল্লাশি চালাচ্ছে স্থানীয় পুলিশ।
advertisement
13/13
রেল পুলিশও তদন্ত শুরু করে ছেলেটি-সহ ওই অভিযুক্ত ব্যক্তি ট্রেনের অন্য কোনও বগিতে লুকিয়ে আছে কিনা তা খুঁজে দেখছে। বর্তমানে, পুলিশের বেশ কয়েকটি দল শিশুটিকে তন্ন তন্ন করে খুঁজছে।