Train Cancel: ওড়িশায় বেড়াতে যাওয়ার প্ল্যান? বেশ কিছু ট্রেন বাতিল, কিছু ট্রেন চলবে ঘুরপথে! রইল সম্পূর্ণ তালিকা
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Train Cancel: ট্রেন বাতিল, একাধিক ট্রেন ঘুরপথে।আগে থেকেই বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানিয়েছে রেল কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবে সমস্যা এড়াতে এই সিদ্ধান্ত বলেই জানা গিয়েছে রেলের তরফে।
advertisement
1/5

*প্রতিদিন সকালে অতি ব্যস্ততম এবং পরিচিত ট্রেন খড়গপুর খুরদা রোড এক্সপ্রেস। খড়গপুর, বেলদা, বালেশ্বর থেকে ওড়িশার উদ্দেশ্যে বহু মানুষ ব্যবসায়িক কিংবা কাজের প্রয়োজনে যাতায়াত করে এই ট্রেন ধরে। খুব সকালে এই ট্রেন থাকায় সুবিধা হয় সকলের।
advertisement
2/5
*তবে ইস্ট-কোস্ট ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য প্রায় দু'সপ্তাহেরও বেশি একাধিক দিন আপ এবং ডাউন দুটি ক্ষেত্রেই এই ট্রেনটিকে বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল।
advertisement
3/5
*চলতি মাসের ১১-৩০ ডিসেম্বরের মধ্যে একাধিক দিন এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক দূরপাল্লার ট্রেনকেও ঘুরপথে চালান হচ্ছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানান হয়েছে, ইস্ট-কোস্ট রেলওয়ে ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছে এবং বেশ কিছু ট্রেনকে অন্য পথে চালান হবে।
advertisement
4/5
*১৮০২১, ১৮০২২ খড়গপুর থেকে খুরদা রোড, ডাউন খুরদা রোড থেকে খড়গপুর ১১, ১২, ১৫, ১৬, ১৮, ১৯, ২২, ২৩, ২৫, ২৬, ২৯ এবং ৩০ ডিসেম্বর বাতিল করা হয়েছে। শুধু তাই নয় একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনকে অন্যপথে চালান হবে।
advertisement
5/5
*দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখার তরফে জানান হয়েছে, রাউরকেল্লা-গুনুপুর-রাউরকেল্লা ১২ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর, শালিমার-সম্বলপুর-শালিমার ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর, ভুবনেশ্বর-ধানবাদ-ভুবনেশ্বর ১১-১৯ ডিসেম্বর এবং ভুবনেশ্বর-আনন্দবিহার টার্মিনাস-ভুবনেশ্বর ১৩-১৫ ডিসেম্বর ভিন্ন রুটে চালান হবে। বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানিয়েছে রেল কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবে সমস্যা এড়াতে এই সিদ্ধান্ত বলেই জানা গিয়েছে।