TRENDING:

Indian Railways: ট্রেন যাত্রাকে আরও নিরাপদ ও সুরক্ষিত করতে ভারতীয় রেলের বড় পদক্ষেপ! থাকছে নানা চমক

Last Updated:
Indian Railways: ট্রেন যাত্রাকে আরও নিরাপদ ও সুরক্ষিত করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ট্র্যাক সিগনালিং সিস্টেম আপগ্রেড ও রক্ষণাবেক্ষণের জন্য উন্নত ব্যবস্থার সাহায্য নেওয়া হচ্ছে। দুর্ঘটনা এড়াতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে পাঁচটি ডিভিশন তিনসুকিয়া, লামডিং, রঙিয়া, আলিপুরদুয়ার ও কাটিহারে এই প্রক্রিয়া চালাচ্ছে।
advertisement
1/9
ট্রেন যাত্রাকে আরও নিরাপদ ও সুরক্ষিত করতে ভারতীয় রেলের বড় পদক্ষেপ!
ট্রেন যাত্রাকে আরও নিরাপদ ও সুরক্ষিত করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ট্র্যাক সিগনালিং সিস্টেম আপগ্রেড ও রক্ষণাবেক্ষণের জন্য উন্নত ব্যবস্থার সাহায্য নেওয়া হচ্ছে। দুর্ঘটনা এড়াতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে পাঁচটি ডিভিশন তিনসুকিয়া, লামডিং, রঙিয়া, আলিপুরদুয়ার ও কাটিহারে এই প্রক্রিয়া চালাচ্ছে।
advertisement
2/9
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে মানুষের ত্রুটি পরীক্ষা করা এবং তা নির্মূল করতে নিয়মিতভাবে সিগনালিং সিস্টেমে একাধিক স্বয়ংক্রিয় পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও, যখন যেখানে প্রয়োজন হয়েছে সেখানে সিগনালিং সিস্টেমে আপ-গ্রেডেশনের পাশাপাশি প্রতিস্থাপন করা হচ্ছে।    
advertisement
3/9
ভারতীয় রেলওয়ের এই পদক্ষেপের অংশ হিসেবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে একাধিক ডিভিশনাল স্টেশন ও সেকশনে বিভিন্ন সিগনালিং আপ-গ্রেডেশন সিস্টেম চালিয়েছে। লংকা স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলকিং বা প্যানেল ইন্টারলকিং-এর “সিস্টেম ইন্টিগ্রিটি টেস্ট” চালানো হয়েছে।
advertisement
4/9
৪৭৫৯ পরিকল্পিত অঙ্কনের মধ্যে লজিক ইন্টারফেস, কেবল রুট প্ল্যান, কেবল টার্মিনেশন চার্ট, ট্র্যাক বন্ডিং প্ল্যান ইত্যাদির সঙ্গে সম্পর্কযুক্ত ৪৬২৮টি অঙ্কন ২০২৪-এর জানুয়ারি মাসে সম্পূর্ণ ভাবে করা হয়েছে।
advertisement
5/9
এছাড়াও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে তিনসুকিয়া ডিভিশনের অন্তর্গত তিতাবর, ফরকাটিং ও পানিতোলা রেলওয়ে স্টেশনে ৩.২৬০ কিমি সিগনালিং কেবল প্রতিস্থাপনের পাশাপাশি লামডিং ডিভিশনের অন্তর্গত সাব্রুম, গুয়াহাটি ও নারেঙ্গি স্টেশনে ২.০৬ কিমি নতুন সিগনালিং কেবল স্থাপন করা হয়েছে।
advertisement
6/9
ছয়টি স্টেশন, যথা- লামডিং ডিভিশনের নিউ করিমগঞ্জ, করিমগঞ্জ, ধর্মনগর, রঙিয়া ডিভিশনের নলবাড়ি এবং কাটিহার ডিভিশনের রায়গঞ্জ ও কালীয়াগঞ্জ স্টেশনে ইন্টিগ্রেটেড টাইপ এলইডি দিয়ে সিগনাল এলইডি প্রতিস্থাপন করা হয়েছে।
advertisement
7/9
ছয়টি স্টেশন, যথা- লামডিং ডিভিশনের নিউ করিমগঞ্জ, করিমগঞ্জ, ধর্মনগর, রঙিয়া ডিভিশনের নলবাড়ি এবং কাটিহার ডিভিশনের রায়গঞ্জ ও কালীয়াগঞ্জ স্টেশনে ইন্টিগ্রেটেড টাইপ এলইডি দিয়ে সিগনাল এলইডি প্রতিস্থাপন করা হয়েছে।
advertisement
8/9
লামডিং ডিভিশনের অধীনে করিমগঞ্জ-মহিষাসন ব্লক সেকশনের মধ্যে ইউএফএসবিআই চালু করার সঙ্গে সম্পর্কযুক্ত করিমগঞ্জ ও নিউ করিমগঞ্জ স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলিঙ্কের পরিবর্তনও করা হয়েছে।
advertisement
9/9
রেলওয়ে সিগনালিং, ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করতে এবং চালক ও অপারেটরকে তথ্য প্রদান করতে সাহায্য করে। অন্যদিকে, ইন্টারলিঙ্ক হল এমন একটি ব্যবস্থা যা সিগনাল, সুইচ ও অন্যান্য উপকরণের পদ্ধতিগত কার্যকলাপের সমন্বয় সাধন করে সংঘাতপূর্ণ গতিবিধ প্রতিরোধ করে এবং ট্রেনের নিরাপদ চলাচল সুনিশ্চিত করে।
বাংলা খবর/ছবি/দেশ/
Indian Railways: ট্রেন যাত্রাকে আরও নিরাপদ ও সুরক্ষিত করতে ভারতীয় রেলের বড় পদক্ষেপ! থাকছে নানা চমক
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল