Indian Railways: হঠাৎ GRP-এর কাছে গিয়ে যুবক বলল, 'ট্রেনের টয়লেটে...', দৃশ্য দেখে কেঁপে উঠল কন্ট্রোল রুম
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Indian Railways: বুন্দেলখন্ড এক্সপ্রেসে প্রয়াগরাজ থেকে দতিয়া যাওয়ার পথে এক যাত্রীর সঙ্গে যা ঘটেছে, তা যেন কারও সঙ্গে না ঘটে। ট্রেনেই ঘটে যাচ্ছিল সর্বনাশ, তবে শেষ পর্যন্ত সৌভাগ্য বশত বাঁচলেন যাত্রী।
advertisement
1/5

গ্বালিয়র: বুন্দেলখন্ড এক্সপ্রেসে প্রয়াগরাজ থেকে দতিয়া যাওয়ার পথে এক যাত্রীর সঙ্গে যা ঘটেছে, তা যেন কারও সঙ্গে না ঘটে।
advertisement
2/5
যাত্রী ওয়াশ বেসিনে হাত ধুচ্ছিলেন, তখন তার মোবাইল টয়লেটে লাগানো প্লাইউডের ভিতরে পড়ে যায়। মোবাইলের দাম ১.৫০ লাখ টাকা ছিল। মূল্যবান মোবাইল ট্রেনের ভিতরে আটকে যাওয়ায় যাত্রী ঘাবড়ে যান।
advertisement
3/5
তিনি টয়লেট থেকে বেরিয়ে সরাসরি জিআরপি-র কাছে পৌঁছান এবং তার সমস্যার কথা জানান। তাড়াতাড়ি ট্রেন স্টাফ কন্ট্রোল রুমকে জানানো হয়। তারপর গ্বালিয়র আরপিএফকে জানানো হয়। এরপর টয়লেটের ওয়াশবেসিনের ভিতরে আটকে থাকা মোবাইলটি প্লাইউডের সিট কেটে বের করা হয়।
advertisement
4/5
সিএনডব্লিউ স্টাফের সাহায্যে মোবাইলটি বের করা হয়। যাত্রী মনোজ কুমার পাণ্ডে মোবাইল পেয়ে খুশি প্রকাশ করেন।
advertisement
5/5
যাত্রী পাণ্ডে বলেন, 'আমি ওয়াশ বেসিনে মোবাইল রেখে হাত ধুচ্ছিলাম। হঠাৎ নীচে পড়ে ভিতরে আটকে যায়।'