Train accident news: শিয়ালদহ আসার পথে এক্সপ্রেস ট্রেনে দুর্ঘটনা! হঠাৎ কামরা থেকে বেরোল ধোঁয়া, প্রবল আতঙ্কে যাত্রীরা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Train accident news: শিয়ালদহ আসার পথে দুর্ঘটনার মুখোমুখি হল বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস। ঘটনাটি ঘটেছে বিদুপুর এবং চক সিকান্দরের মাঝে ৪৪ নম্বর ক্রসিংয়ের কাছে।
advertisement
1/5

শিয়ালদহ আসার পথে দুর্ঘটনার মুখোমুখি হল বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস। ঘটনাটি ঘটেছে বিদুপুর এবং চক সিকান্দরের মাঝে ৪৪ নম্বর ক্রসিংয়ের কাছে। প্রতীকী ছবি।
advertisement
2/5
হঠাৎ ট্রেনের কিছু যাত্রী দুটি কোচে ধোঁয়া দেখতে পান। তারপরেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার ভয়ে অনেকে সেই সময় চিৎকারও করতে শুরু করেন।
advertisement
3/5
ঘটনার পরে উপস্থিত যাত্রীরা আরপিএফে খবর দেন। আরপিএফ দুর্ঘটনার খবর পেয়ে রেলের মেকানিকাল টিমকে খবর দেয় সমস্যা সমাধানের জন্য।
advertisement
4/5
এই প্রসঙ্গে আরপিএফের ইন্সপেক্টর ইন-চার্জ সাকেত কুমার বলেন, শুক্রবার সন্ধেবেলায় হাজিপুর স্টেশন থেকে ছেড়ে বিদুপুরের দিকে যাচ্ছিল বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস। তখন ট্রেনে উপস্থিত আরপিএফ কর্মী শাহির আলি ট্রেনটির দুটি কোচে ধোঁয়া দেখতে পান। সঙ্গে সঙ্গে বিদুপুরের ট্রেন ম্যানেজারকে খবর দেওয়া হয়। প্রতীকী ছবি।
advertisement
5/5
এই ঘটনার জেরে ১ ঘণ্টা সেখানে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ব্রেক বাইন্ডিংয়ে সমস্যার জন্যই এই বিপত্তি বলে জানা গিয়েছে। বালিয়া এক্সপ্রেসে ত্রুটির জন্য বহু ট্রেন দাঁড়িয়ে পড়ে। প্রতীকী ছবি।