TRENDING:

কাঁধে ব্যাগ, মুখে উত্তেজনা...! ৫/৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল যুবক, 'কোথায় যাবে?' এগিয়ে এল GRP, 'সত্যি' প্রকাশ্যে আসতেই ছুটল ঘাম!

Last Updated:
Indian Railways: সম্প্রতি গাজিয়াবাদ রেলস্টেশনে এমন একটি ঘটনা ঘটল যা শুনলে আঁতকে উঠবেন আপনি। এই ঘটনা চোখ খুলে দিয়েছে রেলকর্মীদের। আর প্যাসেঞ্জারদের তো সব দেখে শুনে চক্ষুচড়কগাছ। এই ঘটনা দাবানলের মতো ছড়িয়ে পড়তেই মুহূর্তে শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়। জিআরপির নাকের ডগায় এই কাণ্ড? তাজ্জব সবাই!
advertisement
1/10
কাঁধে ব্যাগ..., ৫/৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল যুবক, 'কোথায় যাবে?' এগিয়ে এল GRP
ট্রেন আমাদের অন্যতম পছন্দের গণমাধ্যম। প্রতিদিন সকাল থেকে রাত, হাজার হাজার মানুষ রেলপথে যাতায়াত করেন। অপেক্ষাকৃত দ্রুত গন্তব্যে পৌঁছতে ট্রেনের যেমন জুড়ি নেই, ঠিক তেমনই আবার ট্রেনের মাধ্যমে ভ্রমণে অনেকসময় যাত্রা পথে ভিড় এতটাই হয়ে যায় যে ভাল করে দাঁড়ানো না বসারও উপায় থাকে না। Representative Image
advertisement
2/10
যাত্রী নিরাপত্তা বিধানে রেল নানা রকমের পদক্ষেপ নিলেও এই ভিড় ট্রেনে ভিড় বাসের মতোই এমন অনেক দুষ্কর্ম চলে যেগুলির শিকার মাঝে মধ্যেই হতে হয় নিত্যযাত্রীদের। টিকিট পরীক্ষক থেকে জিআরপি, সিআরপিএফদের সর্বদা কড়া নজরদারি সত্ত্বেও কিন্তু এই ধরণের চুরি, ছিনতাই, পকেটমারি নাগাড়ে চলতেই থাকে! Representative Image
advertisement
3/10
কিন্তু সম্প্রতি গাজিয়াবাদ রেলস্টেশনে এমন একটি ঘটনা ঘটল যা শুনলে আঁতকে উঠবেন আপনি। এই ঘটনা চোখ খুলে দিয়েছে রেলকর্মীদের। আর প্যাসেঞ্জারদের তো সব দেখে শুনে চক্ষুচড়কগাছ। এই ঘটনা দাবানলের মতো ছড়িয়ে পড়তেই মুহূর্তে শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়। জিআরপির নাকের ডগায় এই কাণ্ড? তাজ্জব সবাই! Representative Image
advertisement
4/10
কাঁধে ব্যাগ। গাজিয়াবাদ রেল স্টেশনের ৫/৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল ছেলেটি। আপাত দৃষ্টিতে কিছুটা উস্কোখুস্কো, কিছুটা যেন উত্তেজিতও। ভাবভঙ্গি দেখে সন্দেহজনক লাগতেই খবর পৌঁছয় জিআরপির কাছে। Representative Image
advertisement
5/10
সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখেই জেরা শুরু করে জিআরপি। অসংলগ্ন কথায় সন্দেহ হওয়ায় ছেলেটিকে ব্যাগ খুলতে বলে পুলিশ। কিন্তু তারপরেই অবাক হওয়ার পালা। একের পর এক বেরোতে থাকে একটি সোনার চেইন, একটি নাকের নথ, একটি মঙ্গলসূত্র, একটি মোবাইল ফোন, নগদ ৩৫০০ টাকা! দেখে মুহূর্তে চোখ কপালে ওঠে পুলিশের। Representative Image
advertisement
6/10
পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া জিনিসের মোট আনুমানিক মূল্য ২.৫৩ লক্ষ টাকা। জানা যায় যুবকটি গাজিয়াবাদ এলাকার এক কুখ্যাত চোর। সাদাসিধে মুখ করেই রেল যাত্রীদের ব্যাগ থেকে নিয়মিত গয়না, মোবাইল এবং নগদ টাকা চুরি করত এই চোর। অভিযুক্ত হামিদকে (৩৮) গ্রেফতার করেছে জিআরপি। Representative Image
advertisement
7/10
পুলিশি তদন্তে জানা গিয়েছে গাজিয়াবাদ জেলার মুসৌরির মুঘল গার্ডেন কলোনির বাসিন্দা হামিদ এর আগেও অনেকবার একই রকম চুরির সঙ্গে জড়িত ছিল। কিন্তু কোনওভাবেই ধরা পড়ছিল না, আরও অবাক কাণ্ড হল, বেশ অদ্ভুত ভাবে কাজ চালাতো এই চোর। যা শুনলে চমকে উঠবেন! Representative Image
advertisement
8/10
ট্রেন চালু হওয়ার কিছুটা আগে বা পরে ট্রেনে উঠত হামিদ। ওর নজর থাকত মহিলা বা যাত্রীদের ব্যাগের উপর। আর সুযোগ মতো মোবাইল ফোন, গয়না বা টাকা চুরি করে নিত হাতের কারসাজিতে এবং কাজ হাসিল হয়ে গেলেই চোখের পলকে ট্রেন থেকে নেমে পালিয়ে যেত। Representative Image
advertisement
9/10
জিআরপি সিও সুদেশ কুমার গুপ্তা জানান, অভিযুক্ত আগে একটি পোশাকের দোকান চালাত, কিন্তু জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়ে এবং সেই কারণেই ক্রমশ চুরির পথ বেছে নেয়। সেদিন তার প্ল্যান ছিল চুরি হওয়া ব্যাগ থেকে জিনিসপত্র আলাদা করে রেখে একই প্ল্যাটফর্মে আরও একটি চুরি করা। Representative Image
advertisement
10/10
অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। যাত্রীদের যাতে অসুবিধা না হয় সেজন্য জিআরপি ক্রমাগত এই ধরনের অভিযান এবং তল্লাশি অভিযান পরিচালনা করে চলেছে। রেলকর্মীদেরও কড়া নজর থাকে স্টেশন ও ট্রেনের কামরাগুলিতে। Representative Image
বাংলা খবর/ছবি/দেশ/
কাঁধে ব্যাগ, মুখে উত্তেজনা...! ৫/৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল যুবক, 'কোথায় যাবে?' এগিয়ে এল GRP, 'সত্যি' প্রকাশ্যে আসতেই ছুটল ঘাম!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল