TRENDING:

Indian Railways: বার্থে চাদর টেনে ঘুমোচ্ছিল, একটা হাত এগিয়ে এল আস্তে আস্তে....খপাৎ করে ধরল! জ্বলল আলো, চেঁচামেচি..ছুটে এল GRP

Last Updated:
বিষয়টি তদন্ত করা হচ্ছে। এই ঘটনার পর যাত্রীরা ট্রেনে নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করা যায়।
advertisement
1/10
বার্থে চাদর টেনে ঘুমোচ্ছিল, একটা হাত এগোচ্ছিল আস্তে আস্তে....খপাৎ করে ধরল! ছুটে এল GRP
অনেকেরই ট্রেনের দুলুনিতে ঘুম আসে৷ আবার এমনও অনেকে রয়েছেন যাঁদের বিশেষ করে ট্রেনেই ঘুম হয় না৷ Generated image
advertisement
2/10
[caption id="" align="aligncenter" width="1200"] ইনদওর থেকে হরিদ্বার ট্রেনে সফর করছিলেন বিজেপি নেতা৷ সাদা চাদর টেনে শুয়ে পড়েছিলেন রাত ১০টা বাজতে না বাজতেই৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
3/10
[caption id="" align="aligncenter" width="1200"] তাঁর মাথার গোড়ায় রাখা ছিল একটি চকচকে নতুন পিতলের ঘটি৷ মুখটা লাল কাপড় দিয়ে মোড়া৷ মাঝরাতে ঘটে সেই অদ্ভুত ঘটনা৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
4/10
[caption id="" align="aligncenter" width="1200"] হঠাৎ ওই বিজেপি নেতা ঘুমের মধ্যেও স্পষ্ট অনুভব করলেন, তাঁর মুখের খুব কাছে এগিয়ে আসছে একটা হাত৷ কিন্তু, ভয়ে সিঁটিয়ে যাওয়ার বদলে মুখের চাদর চাপা সরিয়ে খপাৎ করে ধরলেন হাত৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
5/10
[caption id="" align="aligncenter" width="1200"] তারপর চিৎকার চেঁচামেচি করে কামরার আলো জ্বালতেই দেখতে পেলেন এক ব্যক্তিকে৷ সে আসলে তাঁর মাথার গোড়ায় রাখা লাল কাপড় মোড়া পিতলের ঘটির ব্যাগটা হাতানোর চেষ্টা করছিল generated image</dd> <dd>[/caption]
advertisement
6/10
ইনদওর থেকে হরিদ্বার যাচ্ছিলেন ইনদওর বিধানসভার ক্ষেত্র ১ এর বিজেপির মিডিয়া ইনচার্জ দেবেন্দ্র ইনানি৷ ইনানি তাঁর মায়েরা চিতাভস্ম বিসর্জনের জন্য ঋষিকেশ এক্সপ্রেসে রওনা দিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন তাঁরই পরিবারের ৮ সদস্য৷ ঘটনাটি ঘটে ২০ জুলাই রাতে৷ Generated image
advertisement
7/10
[caption id="" align="aligncenter" width="1200"] তথ্য অনুযায়ী, দেবেন্দ্র ইনানি তাঁর পরিবারের আট সদস্যকে নিয়ে হরিদ্বার যাচ্ছিলেন। তিনি তাঁর মা সহ পরিবারের তিনজন মৃত সদস্যের চিতাভস্ম নিয়ে যাচ্ছিলেন। ইনদওর থেকে ট্রেনটি উত্তর প্রদেশের লক্ষ্মীবাঈ নগর স্টেশন থেকে ছেড়েছিল। জানা গিয়েছে, চোর গভীর রাতে মোরেনা এবং আগ্রার মধ্যে ট্রেনে উঠেছিল। Generated image</dd> <dd>[/caption]
advertisement
8/10
[caption id="" align="aligncenter" width="1200"] প্রথমে সে S-1 থেকে চুরি করে, চোর S-4 কোচ থেকে ট্রেনে ওঠে। এর পরে সে S-2 কোচে পৌঁছয়, যেখানে সে ইনানির মায়ের অস্থিভস্ম পূর্ণ ব্যাগটা রাখার জন্য হাত বাড়ায়। ঠিক সেই মুহূর্তে দেবেন্দ্র ইনানি জেগে ওঠে এবং চোরকে হাতেনাতে ধরে ফেলে। Generated image</dd> <dd>[/caption]
advertisement
9/10
[caption id="" align="aligncenter" width="1200"] শব্দ শুনে আশেপাশের যাত্রীরা জেগে ওঠে এবং চোরকে ঘটনাস্থলেই মারধর করে। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অভিযুক্ত ব্যক্তি এর আগের বগিতেও চুরি করার চেষ্টা করেছিল। নিউজ১৮-এর সাথে কথা বলতে গিয়ে দেবেন্দ্র ইনানি আবেগপ্রবণ হয়ে বলেন, "যদি আমার মায়ের ভস্ম নষ্ট হয়ে যায়, তাহলে আমার মায়ের আত্মাকে আমি কী জবাব দেব"। এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে বর্ণনা করে তিনি বলেন, এটা কেবল চুরি নয়, বরং ধর্মীয় ও পারিবারিক অনুভূতিতে আঘাত করার মতো ঘটনা। Generated image</dd> <dd>[/caption]
advertisement
10/10
চোরকে জিআরপির কাছে হস্তান্তরিত করা হয়েছে। বর্তমানে চোরকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এই ঘটনার পর যাত্রীরা ট্রেনে নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করা যায়। Generated image
বাংলা খবর/ছবি/দেশ/
Indian Railways: বার্থে চাদর টেনে ঘুমোচ্ছিল, একটা হাত এগিয়ে এল আস্তে আস্তে....খপাৎ করে ধরল! জ্বলল আলো, চেঁচামেচি..ছুটে এল GRP
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল