TRENDING:

Amazing Facts: সবচেয়ে লম্বা রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায়, বিশ্ব কুর্নিশ করে ভারতকেই, আপনি জানেন কোথায়

Last Updated:
Indian Railways: ৯৯ শতাংশ মানুষই ভুল জানেন, আপনি কী ঠিক জানেন পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে স্টেশন কোনটি
advertisement
1/5
সবচেয়ে লম্বা রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায়,বিশ্ব কুর্নিশ করে ভারতকেই, জানেন কি
: পৃথিবীর নানা জায়গায় নানা বিশেষ জিনিস আছে। কোথাও আছে লম্বাতম বিল্ডিং, আবার কোথাও দীর্ঘতম রেলওয়ে ট্র্যাক। আবার কোথাও আছে দীর্ঘতম প্ল্যাটফর্ম। সারা পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম  কোথায় আছে জানেন! একদম ভারতীয় হিসেবে নিজের কলারটা একটু উঁচু করেই নিতেই পারেন৷ কারণ পৃথিবীর মধ্যে দীর্ঘতম প্ল্যাটফর্ম রয়েছে ভারতেই৷
advertisement
2/5
ভারতীয় রেলওয়ের দক্ষিণ পশ্চিম রেলওয়ে (SWR) জোনের হুব্বাল্লি শ্রী সিদ্ধরুধা স্বামীজি স্টেশনে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম রয়েছে৷ এবং এই দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হওয়ার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে এই স্টেশনের। হুব্বাল্লি স্টেশনটি নির্মাণ করা হয়েছে ২০.১ কোটি টাকা ব্যয়ে হুব্বাল্লি ইয়ার্ডের পুনর্নির্মাণের কাজ হয়েছে৷
advertisement
3/5
ভারতীয় রেলওয়ের সম্প্রসারণের জন্য ২০২১ সালের ফেব্রুয়ারিতে ইয়ার্ড রিমডেলিং সফলভাবে ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজ হয়৷  শ্রী সিদ্ধরুধা স্বামীজি রেলওয়ে স্টেশন হুব্বাল্লি, কর্নাটকের একটি গুরুত্বপূর্ণ জংশন।
advertisement
4/5
হুব্বাল্লি উত্তর কর্নাটকের ব্যবসা-বাণিজ্য কেন্দ্র। এই স্টেশনটি বেঙ্গালুরু (দাভানাগেরের দিক), হোসাপেতে (গাদাগ পাশ) এবং ভাস্কো-দা-গামা/বেলাগাভি (লোন্ডা পাশ) -র দিকে রেললাইন সংযোগকারী জংশনে এই জায়গাটি রয়েছে৷
advertisement
5/5
শহরের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান ৫টি প্লাটফর্মের পাশাপাশি তিনটি নতুন প্ল্যাটফর্ম যুক্ত করা হয়েছে। যার মধ্যে একটি, অর্থাৎ, ১৫০৭ মিটার লম্বা৷ এটিই  বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হিসাবে গৌরব অর্জন করেছে। দীর্ঘতম প্ল্যাটফর্ম থেকে বৈদ্যুতিক ইঞ্জিন সহ একই সঙ্গে দুটি ট্রেনকে  ধরতে পারে এই প্ল্যাটফর্ম৷
বাংলা খবর/ছবি/দেশ/
Amazing Facts: সবচেয়ে লম্বা রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায়, বিশ্ব কুর্নিশ করে ভারতকেই, আপনি জানেন কোথায়
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল