Train Ticket: ওয়েটিং লিস্টে ট্রেনের টিকিট? কত নম্বর পর্যন্ত ‘কনফার্ম’ হতে পারে? নিজেই দেখতে পারবেন, পদ্ধতি জানিয়ে দিল রেল, এখনই চেক করুন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Train Ticket: অপেক্ষমাণ তালিকা থেকে কোন টিকিট কনফার্ম হবে? আগে থেকে বুঝতে পারলে সুবিধা হয় সমস্ত যাত্রীদের। এবার কত নম্বর পর্যন্ত টিকিট কনফার্ম হবে তা আগে থেকেই জেনে নেওয়া যাবে।
advertisement
1/11

বছরের শেষে বাড়ি ফেরাই হোক বা ভ্রমণ, ট্রেনের টিকিট কাটতে ব‍্যস্ত বেশিরভাগ সকলে। কারণ আলাদা হলেও এই সময় ট্রেনের টিকিট কাটার হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ‍্যে। সেইসঙ্গে বাড়ে টিকিটের চাহিদা।
advertisement
2/11
অনেক সময়ই দেখা যায়, টিকিট ওয়েটিং হয়ে রয়েছে। টিকিট কনফার্ম হবে কিনা জানা নেই। এমন পরিস্থিতিতে চিন্তায় পড়ে যান যাত্রীরা।
advertisement
3/11
বেড়াতে যেতে আদৌ পারব তো? চিন্তায় পড়ে যান যাত্রীরা? ভ্রমণের পরিকল্পনায় একরকম জল ঢালা হয়ে যায়। ছুটির দিনে যেতে হয় বলে অফিসে কর্মরত লোকজন বেশি সমস্যায় পড়েন।
advertisement
4/11
অপেক্ষমাণ তালিকা থেকে কোন টিকিট কনফার্ম হবে? আগে থেকে বুঝতে পারলে সুবিধা হয় সমস্ত যাত্রীদের। এবার কত নম্বর পর্যন্ত টিকিট কনফার্ম হবে তা আগে থেকেই জেনে নেওয়া যাবে।
advertisement
5/11
যাত্রীদের বিভ্রান্তি দূর করতে, টিকিট কনফার্ম হবে কি হবে না, তার জেনে নেওয়ার ফর্মুলা নিজেই জানাল রেল কতৃপক্ষ। কত নম্বর পর্যন্ত নিশ্চিত করা যেতে পারে, তা নিজেই দেখে নিতে পারবেন যাত্রীরা।
advertisement
6/11
রেলওয়ের দ্বারা প্রকাশিত ত‍থ‍্য অনুযায়ী, ওয়েটিং টিকিট দুটি উপায়ে নিশ্চিত করা হয়, প্রথমটি সাধারণ পদ্ধতির মাধ্যমে এবং দ্বিতীয়টি রেলওয়ের জরুরি কোটার মাধ্যমে।
advertisement
7/11
গড়ে, ২১ শতাংশ মানুষ ট্রেনে রিজার্ভেশন করার পরে তাদের টিকিট বাতিল করে। এইভাবে, নিশ্চিত হওয়ার সম্ভাবনা ২১ শতাংশ। এর মানে হল একটি স্লিপার কোচের ৭১টি আসনের মধ্যে গড়ে ১৪টি আসন নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
8/11
এছাড়া প্রায় ৪ থেকে ৫ শতাংশ মানুষ টিকিট কেটেও ট্রেনে যাতায়াত করেন না। যদি এটিও যোগ করা হয়, তবে প্রায় ২৫ শতাংশ অর্থাৎ একটি কোচে ১৪ টি আসন নিশ্চিত করা যেতে পারে।
advertisement
9/11
উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেকোনও ট্রেনে ১০ টি স্লিপার কোচ থাকে। ১০ টি কোচে ১৮ টি আসন নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এভাবে ওয়েটিং ১৮০ নিশ্চিত করা যাবে। একই সূত্র তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম ক্ষেত্রেও প্রযোজ্য।
advertisement
10/11
রেলপথ মন্ত্রণালয়ের জরুরি কোটা রয়েছে। এর আওতায় ১০ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে। এভাবে স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি এবং ফার্স্ট এসির আলাদা আলাদা নম্বর থাকে।
advertisement
11/11
তবে ৫% অপেক্ষমাণ তালিকা নিশ্চিত হওয়ার সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। অঙ্ক কষে দেখে নিন আপনার টিকিটের নম্বর নিশ্চিত হতে পারে কিনা।