TRENDING:

Indian Railways: ব্যাগ দেখাও- স্টেশনে এক যাত্রীকে বলল GRP, গন্ধ বেরোবে- বলল ওই ব্যক্তি! ব্যাগ খুলতেই ঘুম উড়ল পুলিশের

Last Updated:
Indian Railways: চারবাগ স্টেশনে টহল দিচ্ছিলেন রেল পুলিশকর্মীরা। সেই সময় প্ল্যাটফর্মে বসে থাকা একজন যাত্রীকে দেখে সন্দেহ হয়। জওয়ানরা তার কাছে গিয়ে বলেন, ব্যাগ দেখাও।
advertisement
1/5
ব্যাগ দেখাও- স্টেশনে এক যাত্রীকে বলল GRP, গন্ধ বেরোবে- বলল যাত্রী! ব্যাগ খুলতেই হতবাক GRP
লখনউ: চারবাগ স্টেশনে টহল দিচ্ছিলেন রেল পুলিশকর্মীরা। সেই সময় প্ল্যাটফর্মে বসে থাকা একজন যাত্রীকে দেখে সন্দেহ হয়। জওয়ানরা তার কাছে গিয়ে বলেন, ব্যাগ দেখাও। ওই ব্যক্তি বলে, সাহেব, নোংরা কাপড় আছে।
advertisement
2/5
কিন্তু যখন সে ঝোলা খুলল, কাপড় থেকে দুর্গন্ধ বেরোল। রেল পুলিশকর্মীরা ব্যাগ থেকে সব জিনিপত্র বের করে যা দেখলেন, তাতে সন্দেহই সত্যিই হল। জেলে যেতে হল ওই ব্যক্তিকে।
advertisement
3/5
চারবাগ স্টেশনে প্ল্যাটফর্ম একজন যাত্রীকে সন্দেহের ভিত্তিতে থামানো হয়। প্রথমে সে বলে ট্রেন এসে গেছে, তাড়া আছে, এই কথায় পুলিশকর্মীরা বলেন, কোনও ট্রেন স্টেশনে আসেনি। তুমি তোমার ঝোলা দেখাও। এই কথায় সে বলল যে নোংরা কাপড় আছে। জওয়ানরা খুলতে বলল, তখন ঘামে ভেজা কাপড় ছিল, যেগুলো থেকে গন্ধ বের হচ্ছিল। পুরো ঝোলা উল্টে দেওয়া হলে তাতে চুরি করা মোবাইল ফোন এবং ১৫০০০ টাকা নগদ পাওয়া যায়। Image: AI
advertisement
4/5
জিজ্ঞাসাবাদে পরে ওই ব্যক্তি জানায়, এই মোবাইল ৩-৪ মাস আগে রেলওয়ে স্টেশন চারবাগ-এ চলন্ত ট্রেন থেকে চুরি করেছিল, আজ এই মোবাইল বিক্রি করতে এসেছিল। এর সাথে সে আরও বলে যে প্রায় ১ মাস আগে চলন্ত ট্রেনের AC কোচ থেকে ব্যাগ চুরি করেছিল, যার মধ্যে কিছু টাকা ছিল যা খরচ হয়ে গেছে। Image: AI
advertisement
5/5
অভিযুক্তে জেরা করলে জানায়, ট্রেন-এ ঘুমিয়ে থাকা যাত্রী এবং ট্রেনে উঠার সময় যাত্রীদের ব্যাগ, মোবাইল, সামগ্রী ইত্যাদি চুরি করে। চুরি করা সামগ্রী সাধারণ মানুষকে বিক্রি করে দেয়। ওই মোবাইলটিও চুরি করা। এরপর তাকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেওয়া হয়।
বাংলা খবর/ছবি/দেশ/
Indian Railways: ব্যাগ দেখাও- স্টেশনে এক যাত্রীকে বলল GRP, গন্ধ বেরোবে- বলল ওই ব্যক্তি! ব্যাগ খুলতেই ঘুম উড়ল পুলিশের
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল