TRENDING:

Indian Railways: পাশে পড়ে কিছুটা কাদা আর পাথর...দেখেই দৌড়ে গেলেন রেলকর্মী! আর একটু হলেই যা হত...ভয়ঙ্কর

Last Updated:
ট্র্যাক মেইন্টেইনার তৎপরতার সঙ্গে জুনিয়র ইঞ্জিনিয়ার/পি.ওয়ে/জাটিঙ্গা লামপুর এবং গ্যাং নং ২৩ এবং ২৪-এর সংশ্লিষ্ট সঙ্গীদের বিষয়টি জানান৷ স্ট্যান্ডার্ড সেফটি প্রোটোকল অনুসারে ব্যানার পতাকা ব্যবহার করে ট্র্যাকের ক্ষতিগ্রস্ত অংশটি তাৎক্ষণিকভাবে সুরক্ষিত করেন। তার সময়োপযোগী হস্তক্ষেপের ফলে রেল প্রশাসন যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে, যার ফলে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধ করা সম্ভব হয়। 
advertisement
1/8
পাশে পড়ে কিছুটা কাদা আর পাথর...দেখেই দৌড়ে গেলেন রেলকর্মী! আর একটু হলেই যা হত...ভয়ঙ্কর
আমাদের মধ্যে অনেকরই ধারণা রয়েছে সরকারি কর্মীরা প্রায়শই নিজেদের কাজে গাফিলতি করে থাকে এবং বসে বসে মাইনে নেয়৷ কিন্তু, বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা যে নিঃসাড়ে নিজের কাজ করে যান তা সবসময় সামনে আসে না৷ Generated image
advertisement
2/8
ঘটনা হচ্ছে উত্তর-পূর্ব রেলের অসমে৷ সেখানেই স্টেশনারি ওয়াচম্যানের কাজ করেন শ্রী অক্ষয় রাজ নামের এক ব্যক্তি৷ গত ২৩ জুন, প্রবল বৃষ্টি চলছে৷ চোখের সামনে সব ঝাপসা, প্রায় কিছু দেখাই যায় না৷ তা-ও বৃষ্টি একটু ধরতেই নিজের কাজ করতে বেরিয়ে পড়লেন অক্ষয়৷ Generated image
advertisement
3/8
তাঁর প্রতিদিনের কাজ রেল ট্র্যাক মাঝেমধ্যেই চেক করা৷ ভাল করে দেখা যাতে ট্র্যাক বা ট্র্যাকের আশপাশে কোনও সমস্যা না থাকে৷ সেদিন রেলওয়ে ট্র্যাক ধরে হাঁটছিলেনই, হঠাৎ তাঁর চোখে পড়ল খুব সমান্য একটা দৃশ্য৷ যে দৃশ্য দেখে আপনি আমি হয়ত অনায়াসেই এড়িয়ে যেতাম৷ কিন্তু, তিনি যাননি, বরং নিজের কাজটা ঠিক করে করেছেন৷ Generated image
advertisement
4/8
অক্ষয় রাজ হঠাৎ দেখেন ০৮/৭-৮-এ বাম দিকের রিটেইনিং ওয়াল এবং রেলওয়ে ট্র্যাকের সংলগ্ন পাশের ড্রেনের উপর কাদা এবং পাথরের টুকরো পড়ে রয়েছে৷ বিষয়টা এমন কিছু হয়ত নয়৷ কিন্তু, ওই স্টেশনারি ওয়াচম্যান বুঝলেন বিপদ আসন্ন৷ Generated image
advertisement
5/8
কারণ, জায়গাটা হল লামডিং-বদরপুর পার্বত্য অঞ্চল৷ ওই ক’টা কাদা এবং ইটপাথর দেখেই ট্র্যাক মেইন্টেইনার অক্ষয় বুঝে গিয়েছিলেন, এখানে ভূমিধস নামতে পারে যে কোনও মুহূর্তে৷ বিষয়টা বোঝামাত্রই দ্রুত ব্যবস্থা নেন অক্ষয়৷ Generated image
advertisement
6/8
ট্র্যাক মেইন্টেইনার তৎপরতার সঙ্গে জুনিয়র ইঞ্জিনিয়ার/পি.ওয়ে/জাটিঙ্গা লামপুর এবং গ্যাং নং ২৩ এবং ২৪-এর সংশ্লিষ্ট সঙ্গীদের বিষয়টি জানান৷ স্ট্যান্ডার্ড সেফটি প্রোটোকল অনুসারে ব্যানার পতাকা ব্যবহার করে ট্র্যাকের ক্ষতিগ্রস্ত অংশটি তাৎক্ষণিকভাবে সুরক্ষিত করেন। তার সময়োপযোগী হস্তক্ষেপের ফলে রেল প্রশাসন যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে, যার ফলে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধ করা সম্ভব হয়।  Generated image
advertisement
7/8
দায়িত্ব পালনকালে অনুকরণীয় কর্মপ্রদর্শনের স্বীকৃতিস্বরূপ, শ্রী অক্ষয় রাজকে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব সংবর্ধনা দেন। তাঁর প্রশংসনীয় সতর্কতা এবং নিষ্ঠার কথা উল্লেখ করে, জেনারেল ম্যানেজার তাঁর পদক্ষেপগুলিকে ট্রেন পরিচালনায় সুরক্ষা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করার ক্ষেত্রে সম্মুখ সারির রেলওয়ে কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার একটি উজ্জ্বল উদাহরণ হিসাবে বর্ণনা করেন। Generated image
advertisement
8/8
তিনি উল্লেখ করেন যে এই ধরনের দ্রুত এবং দায়িত্বশীল আচরণ রেলওয়ে পরিষেবার প্রকৃত চেতনাকে প্রতিফলিত করে। সতর্কতার এই পদক্ষেপের প্রশংসা করার পাশাপাশি, জেনারেল ম্যানেজার সমস্ত রেলওয়ে কর্মী এবং কর্মচারীদের তাদের কর্তব্য পালনের সময় সতর্ক এবং সক্রিয় থাকার আহ্বান জানান, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা রোধ করা যায় এবং যাত্রী সুরক্ষার সর্বোচ্চ মান বজায় রাখা যায়। Generated image
বাংলা খবর/ছবি/দেশ/
Indian Railways: পাশে পড়ে কিছুটা কাদা আর পাথর...দেখেই দৌড়ে গেলেন রেলকর্মী! আর একটু হলেই যা হত...ভয়ঙ্কর
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল