TRENDING:

ট্রেনের সব্বাই দেখছিল...স্লিপার কোচের আপার বার্থে যা করছিল ওরা! ভিডিও ভাইরাল হতেই ছি ছি করছে লোকে

Last Updated:
ভিডিয়োয় দেখা গিয়েছে ওই যাত্রী কামরার প্যাসেজ দিয়ে যাওয়া প্রতিটি ভেন্ডারের মাথায় নেওয়া বাস্কেট থেকে কখনও কেক, কখনও বিস্কিট, কখনও অন্য কোনও স্ন্যাক্সের প্যাকেট তুলে নিচ্ছেন৷ আর গোটা বিষয়টি ভিডিও করছে ওই যাত্রীর পাশে থাকা একজন৷
advertisement
1/8
ট্রেনের সব্বাই দেখছিল...আপার বার্থে যা করছিল ওরা! ভিডিও ভাইরাল হতেই ছি ছি করছে লোকে
খেয়াল করে দেখবেন, ট্রেনে সফরকালে একটা অদ্ভুত ব্যাপার হয়৷ মনে হয়, সবসময় যেন মুখটা চলতে থাকে৷ মধ্যবিত্তদের অনেকেই রাতের দিকে ট্রেনে সফর কালে বাড়ি থেকে টিফিন বক্স ভর্তি করে খাবার দাবার নিয়ে ট্রেনে ওঠে৷ তারপরে বার্থে খবরের কাগজ বিছিয়ে গুছিয়ে খায় পরিবারের সকলে মিলে৷ বিষয়টার মজাটাই যেন আলাদা৷
advertisement
2/8
কিন্তু, রাত গড়িয়ে দিন হতে না হতেই বদলে যায় ছবিটা৷ প্রথমে শুরু হয় সকালের চা দিয়ে৷ তারপর একে একে ব্রেকফাস্টে ব্রেড-অমলেট, চপ, শিঙাড়া...দুপুরে শশা..বিকেলে ঝালমুড়ি৷ মাঝে কেক-বিস্কুট-চিপস...মুখ যেন চলতেই থাকে৷
advertisement
3/8
এই স্ন্যাকস ঘিরেই ট্রেনে ঘটে যাওয়া একটি ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়৷ যা নিয়ে বিরাট বিতর্ক সৃষ্টি হয়েছে৷ নেটিজেনরা ভাগ হয়ে গিয়েছে দু’পক্ষে৷
advertisement
4/8
ভিডিওটি, যা প্রথমে রেডিটের 'r/IndianRailways' কমিউনিটিতে পোস্ট করা হয়েছিল৷ ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনের কামরার প্যাসেজ দিয়ে যাচ্ছেন এক স্ন্যাকস বিক্রেতা, অর্থাৎ ভেন্ডার৷ আর ট্রেনের আপার বার্থে বসে এক যাত্রী করে যাচ্ছেন যাচ্ছেতাই একটা কাজ৷
advertisement
5/8
ভিডিয়োয় দেখা গিয়েছে ওই যাত্রী কামরার প্যাসেজ দিয়ে যাওয়া প্রতিটি ভেন্ডারের মাথায় নেওয়া বাস্কেট থেকে কখনও কেক, কখনও বিস্কুট, কখনও অন্য কোনও স্ন্যাক্সের প্যাকেট তুলে নিচ্ছেন৷ আর গোটা বিষয়টি ভিডিও করছে ওই যাত্রীর পাশে থাকা একজন৷
advertisement
6/8
৪৩ সেকেন্ডের এই ভিডিওতে ভিডিয়োয় দেখা গিয়েছে ট্রেনের স্লিপার কোচের ওই যাত্রীর কাণ্ড কারখানা দেখে হাসছেন তাঁর আশপাশে থাক যাত্রীরা৷ কেউ প্রতিবাদ করছেন না৷ বাধাও দিচ্ছেন না৷
advertisement
7/8
এই ঘটনায় বিরক্ত হয়েছেন নেটিজেনদের একাংশ৷ প্রতিটা ছোট ব্যবসায়ী অনেক কষ্টে সৎ পথে জীবন নির্বাহ করার জন্য ব্যবসা করে থাকেন৷ তাঁদের জিনিস এভাবে চুরি করা, অত্যন্ত ঘৃণ্য কাজ৷ কেউ কেউ তো ওই ব্যক্তির গ্রেফতারির দাবিও জানায়৷
advertisement
8/8
এই ভাইরাল ভিডিওটি কেবল একজন ব্যক্তির অন্যায় কাজই প্রকাশ করেনি, বরং যাঁরা কঠোর পরিশ্রম করেন তাঁদের প্রতি অসম্মান করা হয়েছে এখানে। আপনার মতামত কী? এই ধরনের চুরি দেখলে আপনার প্রতিক্রিয়া কেমন হবে? এই ধরনের লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কার? মন্তব্যে আপনার মতামত জানান! ভিডিওটি আপনি https://www.reddit.com/r/indianrailways/comments/1m5gpuy/he_thinks_stealing_from_poor_vendors_is_comedy/ লিঙ্কে দেখতে পারেন।
বাংলা খবর/ছবি/দেশ/
ট্রেনের সব্বাই দেখছিল...স্লিপার কোচের আপার বার্থে যা করছিল ওরা! ভিডিও ভাইরাল হতেই ছি ছি করছে লোকে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল