যাত্রী সেজে বসেছিল লোকটা...ভেন্ডারকে ডেকে বলল, ‘একটা দিন তো’! এরপর যে এটা ঘটতে পারে..ভাবতে পারেনি কেউ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
রাজস্থানের একটি ট্রেনের কামরায় সেরকমই জলের বোতল বিক্রি করছিলেন এক ভেন্ডার৷ কামরার লোয়ার বার্থে বসে থাকা এক যাত্রী বললেন, ‘‘দাদা, একটা জলের বোতল দেবেন৷’’Generated image
advertisement
1/6

ট্রেনের সফরে খাবার আর পানীয় অত্যন্ত জরুরি একটা জিনিস৷ আগেকার দিনে মানুষকে হল্ট স্টেশনে নেমে নেমে জলের বোতল ভরতে হত৷ এখন সে সবের সুবিধা হয়েছে৷ রেলের তরফে রেল নীর নিরবচ্ছিন্ন ভাবে বিক্রি হয় দূরপাল্লার ট্রেনে৷ এছাড়া, অন্য বেসরকারি সংস্থার জলের বোতল তো রয়েছেই৷ Generated image
advertisement
2/6
রাজস্থানের একটি ট্রেনের কামরায় সেরকমই জলের বোতল বিক্রি করছিলেন এক ভেন্ডার৷ কামরার লোয়ার বার্থে বসে থাকা এক যাত্রী বললেন, ‘‘দাদা, একটা জলের বোতল দেবেন৷’’Generated image
advertisement
3/6
জলের বোতল যাত্রীর হাতে দিয়ে দিলেন ওই ভেন্ডার৷ যাত্রী জিজ্ঞেস করলেন, ‘‘কত দেব?’’, উত্তর এল, ‘‘২০ টাকা’’৷ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন যাত্রী৷ Generated image
advertisement
4/6
আসলে, দূরপাল্লার ওই ট্রেনের লোয়ার বার্থে যিনি বসে জলের বোতল কিনছিলেন, তিনি আসল যাত্রী নন৷ তিনি ছিলেন সাদা পোশাকে থাকা IRCTC-র আধিকারিক৷ Generated image
advertisement
5/6
দূরপাল্লার ট্রেনের সফরে জলের বোতল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র চড়া দামে বিক্রির অভিযোগ দীর্ঘদিনের৷ সম্প্রতি রাজস্থানের বেশ কয়েকটি রেল স্টেশন মিলিয়ে ২৩টি ট্রেন চেকিং করা হয়। যাত্রীদের বিশুদ্ধ খাবার, রেল নীর সরবরাহের জন্য IRCTC একটি অভিযান শুরু করে৷ সেখানে উঠে আসে একের পর এক ঘটনা৷ তল্লাশিতে বন্দে ভারত ট্রেনে নিম্নমানের জিনিসপত্র দেওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে। এমন অনেক ব্র্যান্ডের জল এবং দুধজাত পণ্য পাওয়া গেছে যা IRCTC দ্বারা অনুমোদিত নয়। Generated image
advertisement
6/6
তদন্তে জানা গেছে, ট্রেনে ১৫ টাকার জলের বোতল ২০ টাকায় দেদার বিক্রি হচ্ছিল। যাত্রীদের ঠান্ডা জলখাবার পরিবেশন করা হয়েছে। IRCTC বিভিন্ন বিক্রেতাদের বিরুদ্ধে ২৫ হাজার টাকারও বেশি জরিমানা করেছে। ২১ জুলাই থেকে এই পদক্ষেপ শুরু হয়েছে। দুই দিনে অজমের, জয়পুর, যোধপুর স্টেশনে ২৩টি ট্রেন চেক করা হয়েছে। বন্দে ভারত ট্রেনে চেকিংয়ের সময় সর্বাধিক সংখ্যক মামলা সামনে এসেছে। এখানে চায়ের জন্য দেওয়া কাপগুলিও নিম্নমানের বলে জানা গিয়েছে পাওয়া গেছে। Generated image