Indian Citizen: ঘরে বসেই কীভাবে পাবেন ভারতীয় নাগরিকত্ব...? কারা করতে পারবেন আবেদন? কীভাবে করবেন? জানুন 'সঠিক' পদ্ধতি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Citizen: নাগরিকত্ব সংশোধন আইন (CAA ) কার্যকর হওয়ার পরে সোমবার সন্ধ্যায় এই সংক্রান্ত একটি পোর্টালও চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই পোর্টালের মাধ্যমে বাড়ি থেকেই অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। কীভাবে এবং কারা কারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, কী কী নথি লাগবে, কত টাকা লাগবে, বিস্তারিত তথ্য জেনে নিন এই প্রতিবেদনে...
advertisement
1/21

দেশ জুড়ে লাগু হল সিএএ (CAA) বা নাগরিকত্ব সংশোধনী আইন। আইন পাস হওয়ার চার বছর পর গতকাল সোমবার বিকেলে এই আইন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। বাড়িতে বসেই অনলাইনে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন আপনিও।
advertisement
2/21
নাগরিকত্ব সংশোধন আইন (CAA ) কার্যকর হওয়ার পরে সোমবার সন্ধ্যায় এই সংক্রান্ত একটি পোর্টালও চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই পোর্টালের মাধ্যমে বাড়ি থেকেই অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। কীভাবে এবং কারা কারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, কী কী নথি লাগবে, কত টাকা লাগবে, বিস্তারিত তথ্য জেনে নিন এই প্রতিবেদনে:
advertisement
3/21
কারা ভারতীয় নাগরিক?CAA আইন অনুযায়ী, ১৯৫০-এর ২৬ জানুয়ারি থেকে ১৯৮৭-র ৭ জানুয়ারির মধ্যে যাঁদের জন্ম হয়েছে, তাঁরা জন্মসূত্রেই ভারতীয় নাগরিক। এ ক্ষেত্রে তাঁদের বাবা-মায়ের নাগরিকত্বের প্রয়োজন হয় না।
advertisement
4/21
আবার ১৯৮৭ থেকে ২০০৪ সালের মধ্যে যাঁদের জন্ম, তাঁদের জন্মের সময় বাবা-মায়ের নাগরিকত্ব ভারতীয় হলে, তবেই তাঁরা ভারতীয় হিসেবে চিহ্নিত হবেন।
advertisement
5/21
আর ২০০৪ সালের পর যাঁরা জন্মেছেন, তাঁদের ক্ষেত্রে দেখা হবে, হয় বাবা-মাকে ভারতীয় নাগরিক হতে হবে অথবা যে কোনও একজন ভারতীয় ও অপরজন অবৈধ অনুপ্রবেশকারী নন।
advertisement
6/21
আবেদন করার জন্য যা যা লাগবে?১) বৈধ বিদেশি পাসপোর্ট। ২) বাসস্থানের পারমিট। ৩) বাবা-মায়ের জন্মের শংসাপত্র অথবা তাঁদের ভারতীয় পাসপোর্ট। ৪) ৫০০ টাকার একটি ব্যাঙ্ক চালান, যা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় জমা করতে হবে।
advertisement
7/21
৫) আবেদনকারীর স্বামী বা স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট।৬) বিয়ের শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট। ৭) ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসেবে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট থাকতে হবে ( অন্য দেশ থেকে এলে)।
advertisement
8/21
৮) ভারতে ব্যবহৃত যে কোনও একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে, তার প্রমাণ হিসেবে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র থাকতে হবে, অথবা আবেদনকারীর জেলায় বসবাসকারী দুজনকে মান্যতা দিতে হবে।৯) আবেদনকারীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে দুজনকে।
advertisement
9/21
এক্ষেত্রে খুব সহজেই আবেদন করা যেতে পারে অনলাইনে। সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যাঁরা আবেদন করতে চান, তাঁদের জন্য রয়েছে আলাদা আলাদা ফর্ম। যেমন, শিশুদের ক্ষেত্রে আলাদা ফর্ম, অন্য দেশ থেকে এসে আবেদন করলে আলাদা ফর্ম। আবার বাব বা মা, কেউ ভারতীয় বলে যাঁরা নাগরিকত্বের দাবি জানাতে চান তাঁদের জন্য পৃথক আবেদনের প্রক্রিয়া।
advertisement
10/21
কীভাবে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করবেন?১) ভারতীয় নাগরিকত্ব প্রদানের জন্য ভারত সরকারের তৈরি ওয়েবসাইট indiancitizenshiponline.nic.in-এ যেতে হবে।
advertisement
11/21
২) হোমপেজেই ‘INDIAN CITIZENSHIP ONLINE FORMS’-এর নীচে একাধিক অপশন রয়েছে। যে ক্যাটেগরিতে আপনি আবেদন করতে চাইছেন, সেখানে ক্লিক করতে হবে। যেমন – ‘Registration As a Citizen of India Under Section 5(1)(a) of the Citizenship Act, 1955 Made by a person of Indian Origin’ ক্যাটেগরিতে আবেদন করতে চাইলে, ওই লিঙ্কে ক্লিক করতে হবে।
advertisement
12/21
৩) নয়া একটি পেজ খুলে যাবে। কারা আবেদন করতে পারবেন, কী কী নথি লাগবে, পাসপোর্ট সংক্রান্ত তথ্য পড়ে নিতে হবে। তারপর ‘Apply Online’-এ ক্লিক করতে হবে আবেদনকারীদের।
advertisement
13/21
৪) একটি নতুন পেজ খুলে যাবে। সেই পেজের শুরুতেই একটি ‘Temporary Application Id’ থাকবে। সেটি লিখতে হবে। তারপর যাবতীয় তথ্য পূরণ করতে হবে আবেদনকারীদের। অনেক কিছু তথ্য দিতে হবে। ‘Save and Next’ বাটনে ক্লিক করে একে-একে ঠিকানা, পরিবার, অপরাধ সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে হবে।
advertisement
14/21
৫) এরপর আসবে ‘Photo/Documents’-এর জায়গা। সেখানে নিজের ও নথির ছবি আপলোড করতে হবে। ‘আপলোড ফোটো’ অপশনে গিয়ে আবেদনকারীর ছবি আপলোড করতে হবে। আপনি যে যে তথ্য দিয়েছেন, তা সঠিক হয়েছে কিনা, সেটা দেখার জন্য ‘View Application’-তে ক্লিক করতে হবে আবেদনকারীদের। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে ‘FINAL SUBMIT TO THE MINISTRY’ বাটনে ক্লিক করতে হবে। এই প্রক্রিয়ার পরে আবেদনপত্রে কোনও ভুল থাকলেও, তা আর সংশোধন করা যাবে না।
advertisement
15/21
৬) ‘FINAL SUBMIT TO THE MINISTRY’ বাটনে ক্লিক করার পরে একটি ‘MHA File Number’ (কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফাইল নম্বর) পাওয়া যাবে। সেই নম্বর রেখে দিতে হবে আবেদনকারীকে। যে ‘ডায়লগ বক্সে’ ওই নম্বর দেখাবে, তা ‘Close’ করে, নথি আপলোড করতে হবে। স্ক্যান করা পিডিএফ নথি লাগবে। সেই নথি আপলোড হয়ে যাওয়ার পরে ‘Print Application’ বাটনটা কার্যকর হবে। তারপর প্রিন্ট-আউট করে নিজের আবেদনপত্র রেখে দিতে হবে।
advertisement
16/21
৭) এবার ‘Online Payment’-র ট্যাবে যেতে হবে। সেখানে আবেদনকারীর নাম, ফর্ম, টাকা, MHA ফাইল নম্বর থাকবে। নীচেই ‘Payment Gateway’-র ‘Payment’ আছে। তাতে ক্লিক করতে হবে। অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দিতে পারবেন। টাকা দেওয়ার প্রক্রিয়া সফল হলে একটি রশিদ মিলবে। সেটা নিজের কাছে রেখে দিতে হবে।
advertisement
17/21
৮) অনলাইনে যে আবেদনপত্র জমা দিয়েছেন এবং সেটার স্বপক্ষে বিভিন্ন নথি জমা দিতে হবে জেলাশাসক বা ডেপুটি কমিশনারের অফিসে।৯) যদি নাগরিকত্বের আবেদন গৃহীত হয়, তাহলে আবেদনপত্রে দেওয়া ঠিকানায় একটি চিঠি পাঠানো হবে। সেইসঙ্গে রেজিস্টার্ড ইমেল আইডি ও মোবাইল নম্বরে মেসেজ পাঠানো হবে।
advertisement
18/21
১০) সেই চিঠি পাওয়ার পরে indiancitizenshiponline.nic.in-তে গিয়ে নিজের ক্যাটেগরি অনুযায়ী ‘Form X’ বা ‘Form XI’ বা ‘Form XII’ পূরণ করতে হবে এবং জেলাশাসকের অফিসে সব অরিজিনাল কপি জমা দিতে হবে। আবেদনকারীদের ক্লিক করতে হবে ‘Apply Form X/XII’ বাটনে।
advertisement
19/21
১১) তারপর আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য দিতে হবে। ‘Modify/Print Form X/XII’ বাটনে ক্লিক করতে হবে তাঁদের। রেজিস্টার্ড ইমেল আইডিতে ওটিপি আসবে। সেটা ‘Submit and Continue’-তে ক্লিক করতে হবে।১২) একটি নয়া পেজ খুলে যাবে। সেখানে যাবতীয় তথ্য পূরণ করে ‘Save and Next’ বাটনে ক্লিক করতে হবে।
advertisement
20/21
১৩) এবার আবেদনকারীর ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আপলোড করার পরে ফর্ম জমা দেওয়ার জন্য ‘Form X Final submit to the Ministry’-তে ক্লিক করতে হবে। ‘Close’ বাটনে ক্লিক করতে হবে এবং অনলাইন ফি জমা দিতে হবে।
advertisement
21/21
১৪) অনলাইনে টাকা দেওযার পরে, পূরণ করা ফর্মটি নিয়ে জেলাশাসকের অফিসে জমা দিতে হবে। সঙ্গে অরিজিনাল সার্টিফিকেট, টাকা দেওয়ার রশিদ, ছবি, স্বাক্ষর-সহ যাবতীয় নথি নিয়ে যেতে হবে।১৫) নাগরিকত্বের আবেদন গৃহীত হলে সংশ্লিষ্ট রাজ্য সরকার বা জেলাশাসকের কাছে নাগরিকত্বের শংসাপত্র পাঠিয়ে দেওয়া হবে।