Sukhoi SU-57: ভয়ে কাঁপবে চিন-পাকিস্তান! ভারতেই তৈরি হোক ভয়ঙ্কর যুদ্ধবিমান সুখোই এসইউ-৫৭, দিল্লিকে প্রস্তাব রাশিয়ার
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Sukhoi SU-57: ভারতকে এবার পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান সুখোই এসইউ-৫৭ যৌথভাবে উৎপাদনের প্রস্তাব দিল রাশিয়া।
advertisement
1/3

ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চিরকালীন। বহু যুগ ধরেই ভারতের বৃহত্তর প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী দেশ রাশিয়া। এর আগেও সুখোই, মিগের নিয়েছে ভারত।
advertisement
2/3
দীর্ঘ সময় ধরে ভারতকে পরিষেবা দিয়েছে রাশিয়ান জেটগুলি। তবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান না থাকা ভারতকে সবসময়ই কিছুটা পিছিয়ে রেখেছে। এবার তাই ভারতকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সরবরাহ করতে উদ্যোগী রাশিয়া।
advertisement
3/3
বেঙ্গালুরুর বায়ুসেনা ঘাঁটিতে আগেই পৌঁছেছিল আমেরিকার যুদ্ধবিমান ‘এফ-৩৫ লাইটনিং টু’। এরপরেই রাশিয়া সুখোই পাঠায় বেঙ্গালুরুতে। আমেরিকার এফ-৩৫ লাইটনিং টু বা রাশিয়ার সুখোই এসআই-৫৭ এর মধ্যে কোনও একটি যুদ্ধবিমান বেছে নিতে পারে প্রতিরক্ষা মন্ত্রক।
advertisement