TRENDING:

Nuclear Capable Ballistic Missile Agni P: ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি পি’-র সফল উৎক্ষেপণ, শত্রুদের শক্তি দেখাল ভারত

Last Updated:
Agni P: আণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি পি’। এদিন শত্রু দেশকে কড়া বার্তা দিল ভারত।
advertisement
1/6
ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি পি’-র সফল উৎক্ষেপণ, শত্রুদের শক্তি দেখাল ভারত
আণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি পি’-র (DRDO successfully tests ballistic missile Agni P) সফল উত্ক্ষপণ হল। পরীক্ষার দ্বিতীয় ধাপেও সফলভাবে উতরে গেল ভারতের এই মিসাইল।
advertisement
2/6
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও এদিন ওড়িশার বালাসোরে ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে আণবিক ক্ষেপনাস্ত্র বহনকারী এই মিসাইল উতক্ষেপ করে।
advertisement
3/6
এদিন সকাল ১১টা বেজে ৬ মিনিটে অগ্নি পি মিসাইলের সফল উতক্ষেপন হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও-কে শুভেচ্ছা জানিয়েছেন। এদিন দ্বিতীয় ধাপের পরীক্ষায় সফলভাবে উত্ক্ষেপন হয়েছে অগ্নি পি মিসাইলের।
advertisement
4/6
প্রোপেলান্ট ব্যালিস্টিক মিসাইল অগ্নি পি-তে দুই স্তরের চেম্বার রয়েছে। এতে রয়েছে রেডানডান্ট নেভিগেশন ও গাইডেন্স সিস্টেম। এই মিসাইলের রেঞ্জ এক থেকে দুহাজার কিলোমিটার। মাটি থেকে মাটিতে হানা দিতে পারবে এই মিসাইল।
advertisement
5/6
ডিআরডিওর চেয়ারম্যান ডক্টর জি সতীশ রেড্ডি এদিন জানিয়েছেন, অগ্নি পি-র গতিপথ ও বিভিন্ন প্যারামিটার-এ নজর রাখার জন্য এদিন পূর্ব সমুদ্র উপকূলে ডাউনরেঞ্জ জাহাজ মোতায়েন করা হয়েছিল। এছাড়া ইলেক্ট্রো অপটিক্যাল স্টেশন, রাডার, টেলিমিটার নজর রাখছিল। তবে সাফল্যের সঙ্গে পরীক্ষায় উতরে গিয়েছে অগ্নি পি।
advertisement
6/6
ডিআরডিও চেয়ারম্যান ডক্টর জি সতীশ রেড্ডি এদিন অগ্নি পির সফল উত্ক্ষেপনের পর গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ডিআরডিওর গোটা দল অক্লান্ত পরিশ্রম করেছিল।
বাংলা খবর/ছবি/দেশ/
Nuclear Capable Ballistic Missile Agni P: ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি পি’-র সফল উৎক্ষেপণ, শত্রুদের শক্তি দেখাল ভারত
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল