India in Bangladesh Liberation war: বাংলাদেশকে স্বাধীন করতে ব্যবহার হয়েছিল কন্ডোম! বুদ্ধির জোরেও পাকিস্তানকে হারায় ভারতীয় সেনা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
India in Bangladesh Liberation war: বাংলাদেশকে স্বাধীন করার জন্য এমন এক পদক্ষেপ করেছিল ভারতীয় সেনা, যার কোনও উত্তরই ছিল না পাকিস্তানের কাছে।
advertisement
1/6

১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের কাছে হার মানে পাকিস্তান, জন্ম হয় নতুন রাষ্ট্র বাংলাদেশের। বাংলাদেশকে স্বাধীন করার পিছনে এমন এক পদক্ষেপ করেছিল ভারতীয় সেনা, যার কোনও উত্তরই ছিল না পাকিস্তানের কাছে।
advertisement
2/6
ভারতীয় সেনা যুদ্ধের সময় একটি বিশেষ কৌশলে কাজে লাগিয়েছিল কন্ডোম। অবাক লাগলেও সত্যিই ঘটেছিল এমন ঘটনা। বর্তমানে ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপড়েনের মধ্যে ফের শিরোনামে উঠে এসেছে সেই ঘটনা।
advertisement
3/6
২০২১ সালের ১৫ ডিসেম্বর ইংরেজি সংবাদমাধ্যম ‘ফার্স্টপোস্টে’ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেখানে ভারতীয় সেনার এক অবসরপ্রাপ্ত কর্নেল আরএ ক’মানেক এই যুদ্ধ নিয়ে স্মৃতিচারণা করেছিলেন।
advertisement
4/6
তিনি জানিয়েছেন, সেই সময় তিনি সেনার চিকিৎসককে দায়িত্ব দিয়েছিলেন, প্রত্যেক সেনাকর্মীর জন্য যাতে অন্তত তিনটি করে কন্ডোম জোগাড় করা হয়।
advertisement
5/6
তিনি সেই নিয়ে বলেন, “আপনারা একবার ভাবুন এটার শুনে ওনার কী মনে হয়েছিল! প্রথমে তিনি হেসেছিলেন ভেবেছিলেন আমরা মজা করছি, পরে বুঝতে পারেন সত্যিই আমাদের যুদ্ধের প্রয়োজনে গর্বনিরোধক দরকার”।
advertisement
6/6
তিনি স্মৃতিচারণায় আরও বলেছেন, “বাংলাদেশে গিয়ে ভারত-পাকিস্তান যুদ্ধের জন্য প্রচুর নিচু জলাজমি পেরোতে হত। তখন আমাদের চিন্তা ছিল অস্ত্র নিয়ে। কাদা এবং জলে পড়ে গোলাবারুদ এবং বন্দুক নিস্ক্রিয় হয়ে যেতে পারে”। তাই যখন জলাজমি পেরোতাম তখন গোলাবারুদ এবং বন্দুক কন্ডোম দিয়ে ঢেকে রাখতাম যাতে জল না ঢোকে”।