IMD Weather: এপ্রিল, মে, জুন...৩ মাস ধরে আকাশ থেকে ঝরবে আগুন! তাপপ্রবাহ, লু, গরম নিয়ে অশনি সঙ্কেত দিল IMD
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
IMD Weather: মার্চ থেকেই প্রবল গরমে নাজেহাল বঙ্গবাসী। বসন্তেই ভ্যাপসা গরমে ঘেমে নেয়ে একসা সকলে। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে মার্চের গরম কিছুই নয়, এপ্রিল, মে, জুন মাসে ভয়ঙ্কর হারে চড়বে তাপের পারদ। অশনি সঙ্কেত দিল মৌসম ভবন।
advertisement
1/7

মার্চ থেকেই প্রবল গরমে নাজেহাল বঙ্গবাসী। বসন্তেই ভ‍্যাপসা গরমে ঘেমে নেয়ে একসা সকলে। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে মার্চের গরম কিছুই নয়, এপ্রিল, মে, জুন মাসে ভয়ঙ্কর হারে চড়বে তাপের পারদ। অশনি সঙ্কেত দিল মৌসম ভবন।
advertisement
2/7
IMD প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানালেন প্রচণ্ড হারে চড়বে তাপের পারদ। ভারতে এপ্রিল থেকে জুন পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মধ্য ও পূর্ব ভারত সহ উত্তর-পশ্চিমের সমতল এলাকায় অনেক দিনই লু বইতে পারে।
advertisement
3/7
IMD প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র আরও জানিয়েছেন, পশ্চিম এবং পূর্ব ভারতের কিছু অঞ্চল ছাড়া দেশের অধিকাংশ অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। এই দুই অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে।
advertisement
4/7
তিনি আরও জানান, ‘‘এপ্রিল থেকে জুন পর্যন্ত উত্তর এবং পূর্ব ভারতের অধিকাংশ অংশ, মধ্য ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের সমতল এলাকায় স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার দিন বেশি লু বইতে পারে।’’ সাধারণত ভারতে এপ্রিল থেকে জুন পর্যন্ত চার থেকে সাত দিন পর্যন্ত লু চলে।
advertisement
5/7
অধিকাংশ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। IMD-এর একজন কর্মকর্তা আগে বলেছিলেন যে উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে লু-এর দিনের সংখ্যা দ্বিগুণ হতে পারে। এই অঞ্চলে গ্রীষ্মকালে সাধারণত পাঁচ থেকে ছয় দিন লু চলে।
advertisement
6/7
যে রাজ্যগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি দিন লু চলার সম্ভাবনা রয়েছে তাদের মধ্যে রয়েছে রাজস্থান, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক ও তামিলনাড়ুর উত্তর অংশ।
advertisement
7/7
এপ্রিল মাসে ভারতের অধিকাংশ অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার আশঙ্কা রয়েছে। তবে,দক্ষিণ এবং উত্তর-পশ্চিম অঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।