IMD Weather Update: আবহাওয়ার চরম সতর্কবার্তা...! আগামী ৩ দিন ৪ রাজ্য কাঁপাবে মুষলধারে বৃষ্টি, ঘন কুয়াশা! কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
IMD Latest Weather Update: জানুয়ারির শুরুতেই ফের পশ্চিমী ঝঞ্ঝার চোট। দেশ জুড়ে চরম বদল আবহাওয়ার। ইতিমধ্যেই জাতীয় রাজধানী দিল্লিকে কাঁপাচ্ছে ঘন কুয়াশা। দেশ জুড়ে শীতের প্রকোপ বাড়ছে। হিমাচলের সিমলা-সহ গোটা রাজ্য জুড়ে মেঘের চাদরে ঠান্ডা বেড়েছে। এদিকে এরইমধ্যে বৃষ্টির রক্তচক্ষু বেশ কয়েকটি রাজ্যে।
advertisement
1/11

জানুয়ারির শুরুতেই ফের পশ্চিমী ঝঞ্ঝার চোট। দেশ জুড়ে চরম বদল আবহাওয়ার। ইতিমধ্যেই জাতীয় রাজধানী দিল্লিকে কাঁপাচ্ছে ঘন কুয়াশা। দেশ জুড়ে শীতের প্রকোপ বাড়ছে। হিমাচলের সিমলা-সহ গোটা রাজ্য জুড়ে মেঘের চাদরে ঠান্ডা বেড়েছে। এদিকে এরইমধ্যে বৃষ্টির রক্তচক্ষু বেশ কয়েকটি রাজ্যে।
advertisement
2/11
আইএমডি তার পূর্বাভাসে জানিয়েছে, পশ্চিম হিমালয় অঞ্চলে এই সপ্তাহে আর্দ্র আবহাওয়া অব্যাহত থাকবে। ৫ এবং ৬ জানুয়ারি উত্তর-পশ্চিম ভারতের সমভূমিতেও বৃষ্টি হতে পারে।
advertisement
3/11
আবহাওয়া দফতরের মতে, মধ্য ও উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে ২৪ ঘণ্টা ঘন কুয়াশা বিরাজ করতে পারে।
advertisement
4/11
ভারতীয় আবহাওয়া দফতরের মতে, উত্তর ভারতে তীব্র ঠান্ডা এবং ঘন কুয়াশা পড়বে। উত্তর প্রদেশেও তাপমাত্রা আরও কমার সঙ্গে সঙ্গে জোরালো বাতাস বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
5/11
আগামী তিন দিনে বিহারের বেশিরভাগ অংশেও হুড়মুড়িয়ে নামতে পারে ঠান্ডা। পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম রাজস্থান এবং গুজরাতের অনেক জায়গায় ঠান্ডার মাত্রা আরও বাড়তে পারে। আগামী দিনে উত্তরপ্রদেশ ও বিহারে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে।
advertisement
6/11
বৃষ্টিপাতের পূর্বাভাস:জম্মু ও তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত সঞ্চালনের পাশাপাশি দুটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। এর জেরে ৩ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত, পশ্চিম হিমালয় অঞ্চলে হালকা, বিক্ষিপ্ত বৃষ্টি প্রত্যাশিত৷
advertisement
7/11
৫ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত তীব্রতা বাড়বে বৃষ্টির। জম্মু ও কাশ্মীর, গিলগিট, মুজাফফরাবাদ, বাল্টিস্তান এবং লাদাখে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এই দু'দিন। ৫ ও ৬ জানুয়ারি বৃষ্টি হতে পারে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, গিলগিট, লাদাখ, বাল্টিস্তান এবং মুজাফফরাবাদে।
advertisement
8/11
ঘন কুয়াশার সতর্কতাআবহাওয়া দফতরের মতে, ৩ জানুয়ারি মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশে ঘন কুয়াশা বিরাজ করতে পারে। ৩ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত, ত্রিপুরা, অসম, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয় এবং মণিপুরের মতো উত্তর-পূর্ব রাজ্যগুলিতে ঘন কুয়াশা বিরাজ করবে।
advertisement
9/11
আবহাওয়া দফতরের মতে, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। হিমাচল প্রদেশ-সহ অনেক এলাকায় তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
10/11
আগামী ৫ দিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে।
advertisement
11/11
বাংলার আবহাওয়া: শনিবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বড় পরিবর্তন নেই সর্বনিম্ন তাপমাত্রার। রবিবার থেকে দক্ষিণবঙ্গে তিন দিনে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের দুই তাপমাত্রাই বাড়বে।