TRENDING:

IMD Weather Update: ১৫, ১৬, ১৭ জানুয়ারি...! শৈত্যপ্রবাহের ডবল 'ডোজ' ৮ রাজ্যে, কুয়াশা কাঁপাবে ১৪ রাজ্য, ভারী বৃষ্টির হুঁশিয়ারি কোন কোন রাজ্যে? কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

Last Updated:
IMD Weather Update: ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) ১৫, ১৬ এবং ১৭ জানুয়ারি দেশের অনেক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আর সেইসঙ্গে আবহাওয়ার পূর্বাভাসে ইঙ্গিত, দক্ষিণভারতে বর্ষা বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে।
advertisement
1/16
১৫, ১৬, ১৭ জানুয়ারি..! শৈত্যপ্রবাহের ডবল ডোজ ৮ রাজ্যে, কুয়াশা কাঁপাবে ১৪, কী হবে বাংলায়?
এই মরশুমে 'বর্ষা' যেন নাছোড়বান্দা! শীতকাল এসে গেলেও দেশের বেশ কিছু অংশে বৃষ্টির দাপটে নাজেহাল অবস্থা হয়েছে জনজীবনের। যদিও বর্ষাকাল জুড়ে সারা দেশেই প্রায় ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছে। তবে বর্ষা শেষেও বৃষ্টির ব্যাটিং অব্যাহত থেকে গিয়েছে দেশের একাধিক রাজ্যে।
advertisement
2/16
এমন পরিস্থিতিতে, ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) ১৫, ১৬ এবং ১৭ জানুয়ারি দেশের অনেক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আর সেইসঙ্গে আবহাওয়ার পূর্বাভাসে ইঙ্গিত, দক্ষিণভারতে বর্ষা বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে।
advertisement
3/16
অর্থাৎ, দক্ষিণের রাজ্যগুলিতে এবার কিছুটা স্বস্তির খবর। আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর-পূর্ব মৌসুমি বৃষ্টিপাত এখন তামিলনাড়ু, পুদুচেরি, কেরল এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ধীরে ধীরে থেমে যাওয়ার পথে। তবে, গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুর কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দু'তিন আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই রাজ্যগুলিতে।
advertisement
4/16
কেরলে আবহাওয়া কেমন থাকবে?একাধিক সিস্টেমের উপস্থিতির কারণে বর্ষা শেষেও কেরলের আবহাওয়া আবার পরিবর্তিত হয়েছে। ফলস্বরূপ, আবহাওয়া বিভাগ একটি সতর্কতা জারি করেছে যে ১৫, ১৬ এবং ১৭ জানুয়ারি বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হবে। একই পূর্বাভাস রয়েছে তামিলনাড়ু ও মাহেতেও।
advertisement
5/16
এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা:দেশের আবহাওয়া আবার বদলেছে। ফলস্বরূপ, আবহাওয়া বিভাগ ১৫, ১৬ এবং ১৭ জানুয়ারি অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলঙ্গানার উপকূলীয় অঞ্চল এবং মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।
advertisement
6/16
এছাড়াও, আবহাওয়া বিভাগ ১৫, ১৬ এবং ১৭ জানুয়ারি জম্মু ও কাশ্মীর, লাদাখ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, মাহে, পুদুচেরি এবং করাইকাল-এ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।
advertisement
7/16
আবহাওয়ার সিস্টেম:বর্ষাশেষের শুরু। উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর শেষের দিন শুরু। দক্ষিণ ভারতে মৌসুমি বায়ু প্রত্যাহারের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। তামিলনাড়ু, পণ্ডিচেরি, করাইকাল থেকে আগামী দু-দিনের মধ্যে সরে যাচ্ছে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু।
advertisement
8/16
একইভাবে কেরল, মাহে এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, রায়লসীমা ইয়ানাম এবং দক্ষিণ কর্নাটক থেকেও আগামী দু'দিনের মধ্যে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রত্যাহার ঘটবে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
advertisement
9/16
উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা হিমাচল প্রদেশের উপরে অবস্থান করছে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে ১৫ জানুয়ারি বৃহস্পতিবার।
advertisement
10/16
সাব ট্রপিক্যাল ওয়েষ্টার্লি জেট স্ট্রীম রয়েছে উত্তর ভারত ও সংলগ্ন এলাকায়। উত্তর পশ্চিম উত্তর প্রদেশ এবং কোমরিন সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে।
advertisement
11/16
ভিন রাজ্যের আবহাওয়া:চরম শৈত্যপ্রবাহের সর্তকতা রয়েছে রাজধানী দিল্লি, পঞ্জাব, চণ্ডীগড় ও হরিয়ানাতে। শৈত্যপ্রবাহের সাধারণ সতর্কতা রয়েছে হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা ও রাজস্থানে।
advertisement
12/16
উত্তরাখণ্ডে রয়েছে শীতল দিনের পরিস্থিতি। গ্রাউন্ড ফ্রস্ট-এর সতর্কতা রয়েছে বেশ কিছু এলাকায়।
advertisement
13/16
ঘন কুয়াশার চরম সতর্কতা থাকছে রাজধানী দিল্লি, পঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা এবং পশ্চিম উত্তর প্রদেশে। ঘন কুয়াশা থাকবে বিহার, ওড়িশা, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, লাদাখ মুজাফফরাবাদ, উত্তরাখণ্ড, অসম এবং মেঘালয়ে।
advertisement
14/16
সমুদ্র উত্তাল থাকবে কোমোরিন এলাকায়। সমুদ্রে ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
advertisement
15/16
আইএমডি-র পূর্বাভাস অনুসারে, আগামী ৫-৬ দিন ধরে উত্তর-পশ্চিম ভারত এবং বিহারে ঘন কুয়াশা অব্যাহত থাকার সম্ভাবনা। আগামী দু'দিন উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তর প্রদেশের কিছু অংশে ঠান্ডা আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। অনেক রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৬ ডিগ্রি কমে নেমে গিয়েছে।
advertisement
16/16
বাংলার আবহাওয়া:কলকাতায় পারা কিছুটা উর্দ্ধমুখী হলেও দক্ষিণবঙ্গের বাকি জেলায় কনকনে শীতে মোটেই ভাটা পড়েনি। হাড়কাঁপানো ঠান্ডা চলছে উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী শনিবার পর্যন্ত রাজ্যের সব জেলায় থাকবে কুয়াশার দাপট। উত্তরবঙ্গের কয়েক জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বাংলা খবর/ছবি/দেশ/
IMD Weather Update: ১৫, ১৬, ১৭ জানুয়ারি...! শৈত্যপ্রবাহের ডবল 'ডোজ' ৮ রাজ্যে, কুয়াশা কাঁপাবে ১৪ রাজ্য, ভারী বৃষ্টির হুঁশিয়ারি কোন কোন রাজ্যে? কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল