IMD Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কাঁপাবে ১০ রাজ্য...! তুষারপাত হুঁশিয়ারি ৪ রাজ্যে! আগামী ২৪ ঘণ্টা কী হতে চলেছে বাংলায়? জানিয়ে দিল IMD
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
IMD Weather Update: ৩০ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে উত্তর তামিলনাড়ুর পুদুচেরির কাছে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ফেনজল। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৯ থেকে ৮০ কিলোমিটার, যা দমকা হাওয়া-সহ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে।
advertisement
1/17

ডিসেম্বর মাস শুরু হয়ে গিয়েছে। আর মাসের শুরুতেই দেশের কয়েকটি রাজ্যে শীতের তীব্রতা ইতিমধ্যেই প্রবল ভাবে জানান দিচ্ছে। তাপমাত্রা ধীরে ধীরে আরও কমবে বলেই ইঙ্গিত আবহাওয়া দফতরের।
advertisement
2/17
ঘূর্ণিঝড় ফেনজল ৩০ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে উত্তর তামিলনাড়ুর পুদুচেরির কাছে উপকূলে আঘাত হানে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৯ থেকে ৮০ কিলোমিটার, যা দমকা হাওয়া-সহ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে।
advertisement
3/17
প্রসঙ্গত, অক্টোবর ও নভেম্বরে রাজধানীর আবহাওয়া ছিল সম্পূর্ণ শুষ্ক। প্রায় সর্বত্রই তাই ছিল। সাধারণত ভারতে শৈত্যপ্রবাহের তীব্রতা ডিসেম্বরে শুরু হয় এবং ফেব্রুয়ারি পর্যন্ত চলতে থাকে। কিন্তু এই বছর এখনও নিম্নচাপের জেরে একাধিক জায়গায় শীতের পথে আবহাওয়ার নতুন কাঁটা।
advertisement
4/17
রাজধানী দিল্লি এবং এনসিআরে তাপমাত্রা অবশ্য কমতে শুরু করেছে। তারইমধ্যে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের একাধিক জায়গায় ভারি বর্ষণ চলছে। এদিকে, দেশের অনেক জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর।
advertisement
5/17
ঘূর্ণিঝড় ফেনজল ইতিমধ্যে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং আশেপাশের এলাকায় ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে। ভারতের আবহাওয়া দফতর তামিলনাড়ু, কারিয়াকাল এবং পুদুচেরিতে ভারী বৃষ্টির বিষয়ে সতর্ক করেছে।
advertisement
6/17
কেরল, অন্ধ্রপ্রদেশ, মাহে, রায়ালসিমা এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
7/17
পরবর্তী ২৪ ঘণ্টার সম্ভাব্য আবহাওয়া কার্যকলাপ:পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে, উপকূলীয় এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর কিছু অংশে বিচ্ছিন্ন ও ভারী বর্ষণ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
8/17
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, উপকূলীয় ওড়িশা, কেরল, কর্ণাটক এবং লাক্ষাদ্বীপে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
advertisement
9/17
অভ্যন্তরীণ ওড়িশা, দক্ষিণ ছত্তিশগড় এবং তেলেঙ্গানায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
10/17
জম্মু ও কাশ্মীর, গিলগিট-বালতিস্তান এবং মুজাফফরাবাদে হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে।
advertisement
11/17
বৃষ্টির বিশেষ সতর্কতা:আবহাওয়া দফতরের মতে, ১ ডিসেম্বর তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকের বিভিন্ন জায়গায় ভারী বর্ষণ দেখা যেতে পারে।
advertisement
12/17
এছাড়া ২ ও ৩ ডিসেম্বর মাহে ও উপকূলীয় অন্ধ্রপ্রদেশের ইয়ানামে বৃষ্টি হতে পারে। রায়ালসীমাতে ১ ডিসেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
13/17
লাক্ষাদ্বীপেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, মাহে এবং কেরলে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
14/17
এই রাজ্যগুলিতে তুষারপাতের সতর্কতা:আবহাওয়া দফতরের মতে, উত্তর ভারতের পার্বত্য অঞ্চলে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জম্মু ও কাশ্মীর, লাদাখেও এক দফা তুষারপাত দেখা যাবে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
15/17
এছাড়াও পঞ্জাব, হরিয়ানা এবং দিল্লি এনসিআরে ঘন কুয়াশা দেখা যাবে। কুয়াশার কারণে দৃশ্যমানতা খুবই কম হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
16/17
উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান এবং মধ্যপ্রদেশের অনেক জায়গা ঘিরে রাখবে কুয়াশার সাদা চাদর।
advertisement
17/17
রাজ্যে মূলত আংশিক মেঘলা ও মোটের উপর পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। উপকূলের কিছু জেলায় মেঘলা আকাশ রয়েছে। বৃষ্টির বড় কোনও সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণবঙ্গের ৬ জেলায় কুয়াশার সম্ভাবনা। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে পারা পতনের ইঙ্গিত। জমিয়ে শীতের আমেজ ফেরার সম্ভাবনা। এই সপ্তাহে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।