IMD Weather Update: আসছে বড় দুর্যোগ...! ১৮ থেকে ২১ অক্টোবর ভারী বৃষ্টির সতর্কবার্তা রাজ্যে রাজ্যে! কী পূর্বাভাস বাংলায়? জানিয়ে দিল আইএমডি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় কাঁটা! লণ্ডভণ্ড করবে সাইক্লোন? রাজ্যে রাজ্যে ভারী বৃষ্টির সতর্কবার্তা! কী প্রভাব বাংলায়? জানুন IMD-র লেটেস্ট আপডেট!
advertisement
1/19

ফের ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঝড়টি আজ পুদুচেরি এবং নেলোরের মধ্যবর্তী উপকূলের কাছে আঘাত হানতে পারে বলে আবহাওয়াবিদদের পূর্বাভাস।
advertisement
2/19
বর্তমানে আবহাওয়ার এই মৌসুমী গতিবিধির কারণে দেশের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
3/19
ভারতীয় আবহাওয়া দফতরের দেওয়া সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। আবহাওয়া দফতরের মতে, এই সিস্টেমটি আজ অর্থাৎ বৃহস্পতিবার ১৭ অক্টোবর সকালে পুদুচেরি এবং নেলোরের মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে।
advertisement
4/19
দক্ষিণাঞ্চলে ঝড় প্রবেশের কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশজুড়ে। অনেক জায়গায় ভারী বৃষ্টির পাশাপাশি চলবে দমকা হাওয়া। আইএমডি জানাচ্ছে এই ঝড়ের সর্বোচ্চ প্রভাব দেখা যাবে কেরল, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে। এছাড়া আরও অনেক রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
5/19
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে যে বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপের এলাকাটি চেন্নাইয়ের প্রায় ৩৬০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, পুদুচেরির ৩৯০ কিলোমিটার পূর্বে এবং অন্ধ্র প্রদেশের নেলোরের ৪৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
advertisement
6/19
মৌসম বিভাগের মতে, ১৭ অক্টোবরই নিম্নচাপ এলাকাটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে যেতে পারে এবং চেন্নাইয়ের কাছে পুদুচেরি এবং নেলোরের মধ্যে উত্তর তামিলনাড়ু-দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
advertisement
7/19
আজকের আবহাওয়া:স্কাইমেট ওয়েদারের রিপোর্ট অনুযায়ী, আজ, বৃহস্পতিবার তামিলনাড়ু, কেরল, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তেলঙ্গানা, কোঙ্কন এবং গোয়ায় বৃষ্টির একটি বা দুটি ভারী স্পেল-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
8/19
বিদর্ভ, মারাঠওয়াড়া, মধ্য মহারাষ্ট্র, দক্ষিণ গুজরাত এবং দক্ষিণ মধ্যপ্রদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। উত্তর-পূর্ব ভারত, সিকিম, ওড়িশা, ছত্তিশগড়, দক্ষিণ-পূর্ব রাজস্থান, লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হালকা বৃষ্টি হতে পারে।
advertisement
9/19
বেঙ্গালুরুতে চলছে বৃষ্টি:আবহাওয়ার এই পরিবর্তন কর্ণাটকে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। রাজধানী বেঙ্গালুরুতে কার্যত নতুন করে যেন বর্ষাকাল চলছে। বুধবারও অনেক জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। অনেক এলাকা জলমগ্ন হয়েছে ও যানজটের সমস্যা দেখা দিয়েছে।
advertisement
10/19
ইতিমধ্যেই বেঙ্গালুরুতে পরিস্থিতি সামাল দিতে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। অন্যদিকে লাগাতার বৃষ্টির কারণে মঙ্গলবার একধিক স্থানীয় এলাকা ডুবে গিয়েছে।
advertisement
11/19
বৃষ্টির কারণে বুধবার বেঙ্গালুরুতে ভারত ও নিউজিল্যান্ড-এর মধ্যে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলাটি বাতিল হয়ে যায়। ট্র্যাকে জল ঢুকে যাওয়ায় দক্ষিণ-পশ্চিম রেলওয়ে বেশ কয়েকটি ট্রেন বাতিল করেছে।
advertisement
12/19
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন থেকে চার দিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। উডুপি, উত্তর কন্নড়, শিবমোগা, চিক্কামাগালুরু, চিত্রদুর্গা, দাভাঙ্গেরে এবং তুমাকুরু জেলায় আজ অর্থাৎ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আন্দামান ও নিকোবরেও ভারী বৃষ্টি হতে পারে।
advertisement
13/19
আবহাওয়া দফতর অরেঞ্জ অ্যালার্ট (IMD অরেঞ্জ অ্যালার্ট) জারি করেছে:ভারতের আবহাওয়া বিভাগ কেরলের দুটি জেলা - উত্তর মালাপ্পুরম এবং কান্নুরের জন্য একটি কমলা সতর্কতা জারি করেছে। আবহাওয়া দফতর রাজ্যের দশটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
advertisement
14/19
বাংলার আবহাওয়ার পূর্বাভাস:একের পর এক নিম্নচাপ বঙ্গোপসাগরে। ফলে দখিনা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়েই।
advertisement
15/19
দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে আপাতত ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
advertisement
16/19
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হওয়ার সম্ভাবনা।
advertisement
17/19
তবে নিম্নচাপের জেরে শুক্রবার রাতের মধ্যে সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা তৈরি হচ্ছে। দেড় মিটার পর্যন্ত বাড়তে পারে ঢেউয়ের উচ্চতা। সর্তকতা আলিপুর আবহাওয়া দফতরেরর।
advertisement
18/19
শহর কলকাতাতে আজ দুপুর বা বিকেলের মধ্যে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দু-এক পশলা সামান্য সময়ের হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা।
advertisement
19/19
এরইমধ্যে বুধবারের হালকা মাঝারি বৃষ্টিতে তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমেছে কলকাতায়। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য নীচে যাচ্চে। সকালে হেমন্তের হওয়ার আর মনোরম আবহাওয়া দেখা যাচ্ছে। তবে বেলা বাড়লে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা বাড়বে।