TRENDING:

IMD Weather Alert: পুড়বে চামড়া... চড়বে পারদ...! মার্চেই 'লু' সতর্কতা রাজ্যে রাজ্যে! তালিকায় বাংলা? কী বলছে পূর্বাভাস? জানিয়ে দিল IMD

Last Updated:
IMD Weather Alert: বড় সতর্কবাণী আবহাওয়ার। মৌসম ভবন দিয়েছে এই মরশুমের আবহাওয়ার আগাম পূর্বাভাস। আর তাতেই কার্যত চোখ কপালে সবার। আবহাওয়া অধিদফতর সূত্রে দেওয়া IMD-র লেটেস্ট ফোরকাস্ট বলছে, এবার গরম চাঁদি ফাটাবে মার্চ থেকেই। কী হতে চলেছে? জানুন বিস্তারিত আবহাওয়া রিপোর্ট।
advertisement
1/12
পুড়বে চামড়া... চড়বে পারদ...! মার্চেই 'লু' সতর্কতা রাজ্যে রাজ্যে! তালিকায় বাংলা?
বসন্ত আসতে না আসতেই বড় সতর্কবাণী আবহাওয়ার। মৌসম ভবন দিয়েছে এই মরশুমের আবহাওয়ার আগাম পূর্বাভাস। আর তাতেই কার্যত চোখ কপালে সবার। আবহাওয়া অধিদফতর সূত্রে দেওয়া IMD-র লেটেস্ট ফোরকাস্ট বলছে, এবার গরম চাঁদি ফাটাবে মার্চ থেকেই। কী হতে চলেছে? জানুন বিস্তারিত আবহাওয়া রিপোর্ট।
advertisement
2/12
তাপপ্রবাহের পূর্বাভাস: IMD-এর আপডেটভারতের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এল নিনোর প্রভাব দুর্বল হয়ে পড়েছে কিন্তু এখনও বেশ শক্তিশালী এবং মে মাস পর্যন্ত এর প্রভাব চলবে বলে আশা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে এবার আরও বেশি তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর।
advertisement
3/12
ভারতের আবহাওয়া দফতরের গ্রীষ্মের পূর্বাভাস : এ বছর দেশে তাপমাত্রার পারদ আরও বেশি উর্দ্ধগামী হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) এল নিনো পরিস্থিতির কারণে উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব, মধ্য এবং উপদ্বীপের ভারতের কয়েকটি বিচ্ছিন্ন এলাকা ছাড়া মার্চ থেকে মে পর্যন্ত দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিক দিন ও রাতের তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে।
advertisement
4/12
শুক্রবার আইএমডি জানিয়েছে যে দেশের বেশিরভাগ অংশে সর্বনিম্ন বা রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে। পেনিনসুলার ইন্ডিয়া, উত্তর-পূর্ব, পশ্চিম মধ্য অঞ্চল এবং উত্তর পশ্চিমের বেশিরভাগ অঞ্চলে মার্চ মাসে মাসিক সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হবে বলে আশা করা হচ্ছে।
advertisement
5/12
এবছর গরম বাড়বে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। মার্চ মাসে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কিছু রাজ্যে। থাকবে তাপপ্রবাহ। তবে এপ্রিল ও মে মাসে দাবদাহে পুড়তে পারে দেশের বেশ কিছু রাজ্য। সতর্ক করল আবহাওয়া দফতর।
advertisement
6/12
পূর্ব ও পূর্ব-মধ্য ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকতে পারে।
advertisement
7/12
আইএমডি জানিয়েছে, 'হিমালয়ের কয়েকটি বিচ্ছিন্ন এলাকা বাদে দেশের বেশিরভাগ অংশে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে।'
advertisement
8/12
মার্চ থেকে তাপপ্রবাহ অব্যাহত থাকবে :আবহাওয়া দফতরও সতর্ক করেছে যে উত্তর-পূর্ব ভারত, পশ্চিম হিমালয় অঞ্চল, দক্ষিণ-পশ্চিম উপদ্বীপ এবং পশ্চিম উপকূল ছাড়া দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিক দিনের চেয়ে বেশি উষ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
9/12
মার্চ মাসে, উত্তর-পূর্ব উপদ্বীপের ভারতের বেশিরভাগ এলাকা, মহারাষ্ট্রের অনেক এলাকা এবং ওড়িশার কিছু অংশ এবং পার্শ্ববর্তী অঞ্চল স্বাভাবিক দিনের চেয়ে বেশি উষ্ণ হতে পারে। বইতে পারে লু।
advertisement
10/12
আইএমডি মহাপরিচালক এম মহাপাত্র বলেছেন, 'এল নিনোর অবস্থা দুর্বল হয়ে পড়েছে তবে এখনও যথেষ্ট শক্তিশালী এবং মে মাস পর্যন্ত এর প্রভাব অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে এবার আরও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর।"
advertisement
11/12
তবে মরসুমের প্রথম ১৫ দিন উত্তর-পশ্চিম ভারতে সর্বাধিক তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে বলে আশা করা হচ্ছে কারণ সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার জেরে পশ্চিম হিমালয় অঞ্চল ও সংলগ্ন এলাকার আবহাওয়ায় প্রভাব থাকবে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির। আর তারই জেরে তাপমাত্রাও নামবে বলে আশা করা হচ্ছে।'
advertisement
12/12
তবে আসন্ন গ্রীষ্মকালীন মরশুমে সারা ভারত জুড়ে মার্চের গড় বৃষ্টিপাতের পূর্বাভাস স্বাভাবিকের বেশি হতে পারে (LPA এর 117%) বলে আপডেট জানিয়েছে মৌসম ভবন। 'দক্ষিণ উপদ্বীপের চরম দক্ষিণ-পূর্ব অঞ্চল এবং উত্তর-পূর্ব এবং সুদূর উত্তর-পশ্চিম ভারতের কিছু এলাকা ব্যতীত এমনই পূর্বাভাস আবহাওয়ার।'
বাংলা খবর/ছবি/দেশ/
IMD Weather Alert: পুড়বে চামড়া... চড়বে পারদ...! মার্চেই 'লু' সতর্কতা রাজ্যে রাজ্যে! তালিকায় বাংলা? কী বলছে পূর্বাভাস? জানিয়ে দিল IMD
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল