IMD Heavy Rainfall Alert: ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি...! বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা রাজ্যে রাজ্যে! কী হতে চলেছে বাংলায়? জানিয়ে দিল IMD
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
IMD Heavy Rainfall Alert: দেশের আবহাওয়ার বড় রদবদল। শীতের স্পেলে ফের ঘূর্ণাবর্তের ধাক্কা। এবার বৃষ্টির সতর্কতা একাধিক রাজ্যে। কী হতে চলেছে বাংলার হাল? পূর্বাভাস দিয়ে দিল IMD
advertisement
1/11

দেশের আবহাওয়ার বড় রদবদল। শীতের স্পেলে ফের ঘূর্ণাবর্তের ধাক্কা। দেশের বেশ কিছু জায়গায় প্রচণ্ড শৈত্যপ্রবাহ জারি। তবে তারইমধ্যে গত কয়েকদিন কিছুটা কমেছে ঠান্ডার বাড়বাড়ন্ত। এরইমধ্যে এবার বৃষ্টির সতর্কতা একাধিক রাজ্যে। কী হতে চলেছে বাংলার হাল? পূর্বাভাস দিয়ে দিল IMD
advertisement
2/11
আজকের আবহাওয়ার পূর্বাভাস বলছে, দেশের রাজধানী দিল্লিতেও গত ১-২ দিন ধরে স্বস্তির সূর্য দেখা দিয়েছে। সকালে ঘন কুয়াশা দেখা দিলেও বেলা বাড়তেই কুয়াশার চাদর সরিয়ে মুখ দেখিয়েছে সূর্যদেব। আর তাতেই বেড়েছে এবং শীত। সন্ধ্যার দিকেও ঠান্ডা অব্যাহত।
advertisement
3/11
ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেশের আবহাওয়ায়। তাই মৌসম ভবনের পূর্বাভাস (IMD) ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি করেছে।
advertisement
4/11
হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। রিপোর্ট বলছে, ঠান্ডা বাড়বে এবং তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি নামবে। আইএমডি-র ফোরকাস্ট অনুসারে, উত্তর প্রদেশ এবং পঞ্জাবে শৈত্যপ্রবাহের প্রকোপ অব্যাহত থাকতে পারে।
advertisement
5/11
৩১ জানুয়ারি দিল্লিতে বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের মতে, দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ, পঞ্জাব, চণ্ডীগড়, উত্তর রাজস্থান, বিহার, ঝাড়খণ্ড, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
advertisement
6/11
আবহাওয়া দফতর পঞ্জাবে ঘন কুয়াশার কারণে একটি হলুদ সতর্কতা জারি করেছে। অন্যদিকে আগামী ২৪ ঘন্টায় কুয়াশা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তর প্রদেশ এবং বিহারে।
advertisement
7/11
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া:স্কাইমেট ওয়েদারের মতে, আগামী ২৪ ঘণ্টায় গিলগিট-বালতিস্তান, মুজাফফরাবাদ, লাদাখ, জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের কিছু জায়গায় ভারী বৃষ্টির সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাত হতে পারে। উত্তরাখণ্ডের কিছু জায়গায় হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে।
advertisement
8/11
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, সিকিম, অসম, অরুণাচল প্রদেশ এবং তামিলনাড়ুতে হালকা বৃষ্টি হতে পারে। উত্তর প্রদেশের বেশ কিছু অংশে এবং রাজস্থান, পঞ্জাব এবং হরিয়ানার বিচ্ছিন্ন এলাকায় সকাল এবং রাতে ঘন থেকে অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।
advertisement
9/11
বিহার, উত্তর মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্ন এলাকায় ঘন কুয়াশা পড়তে পারে। উত্তর প্রদেশের কিছু অংশে শীতল দিন থেকে অতি শীতল দিনের অবস্থা দেখা যেতে পারে। বিহারের কিছু অংশে এবং উত্তরাখণ্ডের দু-একটি জায়গায় এমন পরিস্থিতির সম্ভাবনা রয়েছে।
advertisement
10/11
এদিকে পূবালী হাওয়ায় রাতের তাপমাত্রা বাড়ল রাজ্যে। উত্তর পশ্চিমের হওয়ার বদলে পূবালী হাওয়ার প্রভাব আরও বাড়বে বাংলায়। আজ, মঙ্গলবার থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
11/11
আজ, মঙ্গলবার সকালে হালকা কুয়াশা, পরে আংশিক মেঘলা আকাশ। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই। পশ্চিমের জেলাগুলিতে শীতের প্রভাব একটু বেশি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস।