TRENDING:

IMD Monsoon Forecast: দেশে আগে ঢুকেছে বর্ষা! জুনে ভাসবে দেশ, স্বাভাবিকের চেয়ে বেশি হবে বৃষ্টি, সতর্ক করল IMD...

Last Updated:
IMD Monsoon Forecast: ২০২৫ সালের জুন মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাল আইএমডি। দক্ষিণ ও মধ্য ভারতে অতিরিক্ত বৃষ্টি হতে পারে। আগেভাগে বর্ষা ঢুকছে বলে হিটওয়েভের দিন কম থাকবে বলেও জানানো হয়েছে...
advertisement
1/9
দেশে আগে ঢুকেছে বর্ষা! জুনে ভাসবে দেশ, স্বাভাবিকের চেয়ে বেশি হবে বৃষ্টি, সতর্ক করল IMD
ভারতের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (সাউথওয়েস্ট মনসুন) এ বছর আট দিন আগেই কেরালায় প্রবেশ করেছে। এর ফলে আগামী চার মাস ধরে গোটা দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে চলেছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)।
advertisement
2/9
আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশের গড় বৃষ্টিপাত দীর্ঘমেয়াদি গড় (LPA)-এর ১০৬ শতাংশ পর্যন্ত হতে পারে। এই হারকে 'Above Normal' বা স্বাভাবিকের চেয়ে বেশি হিসাবে ধরা হয়।
advertisement
3/9
আগের পূর্বাভাসে বৃষ্টিপাতের পরিমাণ ১০৫ শতাংশ বলা হলেও, তা এখন ১০৬ শতাংশে উন্নীত করা হয়েছে। পূর্বাভাসে ৪ শতাংশ পর্যন্ত ঊর্ধ্ব বা নিম্ন বিচ্যুতির সম্ভাবনাও রাখা হয়েছে।
advertisement
4/9
জুন মাসের জন্য বিশেষভাবে বৃষ্টিপাতের সম্ভাব্য হার ধরা হয়েছে LPA-এর ১০৮ শতাংশ, অর্থাৎ এই মাসে দেশের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে।
advertisement
5/9
আইএমডি প্রধান ডঃ এম মোহাপাত্র জানিয়েছেন, “জুনে বেশি বৃষ্টি হবে বলে অনুমান, তাই এই মাসে তাপপ্রবাহ বা হিটওয়েভের দিনও স্বাভাবিকের চেয়ে কম থাকবে। আমরা জুনে খুব বেশি হিটওয়েভের দিন আশা করছি না।”
advertisement
6/9
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বিভিন্ন রকম হতে পারে। দক্ষিণ এবং মধ্য ভারতের রাজ্যগুলোতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে সাধারণত মৌসুমী বৃষ্টির মূল কেন্দ্র থাকে।
advertisement
7/9
উত্তর-পশ্চিম ভারতে স্বাভাবিক পরিমাণ বৃষ্টি হতে পারে, যদিও উত্তর-পূর্বাঞ্চলে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
advertisement
8/9
কেরালায় নির্ধারিত সময়ের আট দিন আগেই বর্ষা ঢুকে পড়েছে। তারপর থেকেই বর্ষা দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে।
advertisement
9/9
মুম্বইতেও বর্ষা নির্ধারিত সময়ের প্রায় দুই সপ্তাহ আগেই পৌঁছে গেছে। অতি শীঘ্রই এই মৌসুমি বায়ু তেলেঙ্গানা এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশেও প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/দেশ/
IMD Monsoon Forecast: দেশে আগে ঢুকেছে বর্ষা! জুনে ভাসবে দেশ, স্বাভাবিকের চেয়ে বেশি হবে বৃষ্টি, সতর্ক করল IMD...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল