IMD Kalbaisakhi Alert: ত্রিফলা অ্যালার্ট! ধেয়ে আসছে প্রবল ঝোড়ো হাওয়া, তোলপাড় হবে বৃষ্টিতে, ১৭ রাজ্যে দুর্যোগের অশনি, বাংলার ভাগ্যে কী, রইল লেটেস্ট ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
IMD Kalbaisakhi Alert: স্বস্তির ঝড় -বৃষ্টির ইঙ্গিত রয়েছেই , তীব্র গরম থেকে খানিকটা রেহাই!
advertisement
1/15

: ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বৃষ্টির অপেক্ষার অবসান হয়েছে৷ কিন্তু যেটা নেই সেটা হল স্বস্তি। বৃষ্টির পরেই ফের চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা৷ আর তার জেরেই সাধারণ মানুষ চৈত্রেই দহন জ্বালা অনুভব করছে৷ বাতাসে হুড়মুড়িয়ে ঢুকছে জলীয় বাষ্প ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিও আছে৷ কিন্তু হাওয়া অফিস এখনও আশ্বাস দিচ্ছে৷ ফের হানা দেবে কালবৈশাখী পশ্চিমবঙ্গের জেলায়-জেলায়৷ Photo- Represnetative (Meta AI)
advertisement
2/15
অন্যদিকে দুটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে পাশাপাশি বিস্তৃত রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা৷ এই তিনের ফলায় রাজ্যে রাজ্যে ঝড়-বৃষ্টি তোলপাড়ের আশঙ্কা৷
advertisement
3/15
উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লিতে দমকা ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি রয়েছে৷ ঘণ্টায় ৪০-৫০ কিমি গতিতে বইবে হাওয়া৷
advertisement
4/15
পূর্ব ভারতের প্রতিটা রাজ্যেই আগামী পাঁচদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, সর্বোচ্চ ৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে বইবে হাওয়া৷ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও জারি এই পরিস্থিতি৷
advertisement
5/15
মধ্য ভারত ও মহারাষ্ট্রেও ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে৷ ভারী বৃষ্টির পরিস্থিতি রয়েছে তামিলনাড়ু, হিমালয় পার্বত্য সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে৷ এছাড়া অসম, অরুণাচল প্রদেশ, ওড়িশাতেও আগামী ১৫ তারিখ পর্যন্ত বৃষ্টির পরিস্থিতি জারি রয়েছে৷
advertisement
6/15
এছাড়াও ইতঃস্তত -বিক্ষিপ্ত শিলাবৃষ্টির পরিস্থিতি জারি রয়েছে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে৷ আঁধির পরিস্থিতি রয়েছে পূর্ব রাজস্থানে৷
advertisement
7/15
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পরিস্থিতি। বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায়-জেলায় । পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
advertisement
8/15
এমনকি ঘণ্টায় ৬০ কিমি বেগেও ঝোড়ো হাওয়া বইতে পারে পশ্চিমের জেলাগুলিতে৷ ইতিমধ্যেই ঝেঁপে বৃষ্টি হতে দেখা গেছে জেলা পুরুলিয়াতেও। তবে সকাল হতেই চড়া রোদে মুছে গিয়েছে রাতের বৃষ্টির আমেজ।
advertisement
9/15
পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পারদ থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সুত্রে । রোদের ঝলকানি থেকে মেঘে ঢাকা কালো আকাশ এর মধ্যে আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার।
advertisement
10/15
বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্ত জেরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। হু হু তরে ঢুকছে জলীয় বাষ্প৷ পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে মধ্যপ্রদেশের উপর দিয়ে, অন্যদিকে অন্য ঘূর্ণাবর্তটি বিস্তৃত রয়েছে অসম ও বাংলাদেশের উপর দিয়ে৷
advertisement
11/15
এছাড়াও একটি সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে৷ এই ত্রিফলার কারণেই ফের একবার হিমালয় পার্বত্য সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা৷ ঝড় বৃষ্টিতে তোলপাড় হচ্ছে উত্তরবঙ্গ । উত্তরের পার্বত্য এলাকা গুলিতে বৃষ্টির সম্ভাবনা অব্যাহত রয়েছে।
advertisement
12/15
দার্জিলিং, কালিম্পং সহ আলিপুরদুয়ার , কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের তুলনায় উত্তরে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।
advertisement
13/15
বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সহ দক্ষিণের সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে অধিকাংশ জেলাতেই আকাশ আংশিক মেঘলা থাকবে।
advertisement
14/15
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে আগামী ১৫ তারিখ পর্যন্ত রোজই ঝড়-বৃষ্টির পরিস্থিতি জারি থাকছে৷ আলাদা আলাদা জেলায় জারি হয়েছে ঝড়-বৃষ্টির ইয়েলো ও অরেঞ্জ অ্যালার্ট৷
advertisement
15/15
ঝড় বৃষ্টির ফলে কিছুটা হলেও সত্যি পাচ্ছে বঙ্গবাসী। তীব্র গরম থেকে খানিকটা রেহাই মিলেছে। জেলা পুরুলিয়াতেও বৃষ্টি হতে দেখা গিয়েছে। এই দিনও বৃষ্টি বহাল থাকতে জেলায়। Input- Sharmistha Banerjee