এখনও ফাইনাল পরীক্ষা হয়নি, তার আগেই ৬৩ লক্ষ টাকা মাইনের চাকরি পেলেন তরুণ, চিনে নিন থানপামকে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ছোটবেলাতেই বাবা-মা কে হারিয়েছিলেন এই তরুণ, তাই জীবনের কঠিন পথ পেরিয়েই লড়াই করে আজ জয়...
advertisement
1/4

#নয়াদিল্লি: আইআইএম রাঁচি -র সবচেয়ে বেশি টাকা মাইনে পাওয়া ছাত্র হলেন Thanpam Kasomhung ৷ মণিপুরের ছাত্র ২২ বছরের থানপাম কাসোমহাঙ্গ বছরে ৬৭ লক্ষ টাকা পে প্যাকেজের চাকরি পেলেন৷ এই প্রথম আইআইএম রাঁচির কোনও পড়ুয়া এত বেশি টাকার চাকরি পেলেন৷
advertisement
2/4
তাঁকে এই বিশাল টাকার চাকরি দিয়েছে সিঙ্গাপুরের একটি কোম্পানি৷ এই খবরের পর থনপমের দাদু -দিদা দারুণ খুশি৷ তাঁর বাবা-মা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন৷ এই খবর পাওয়ার পর তাঁর বিশ্বাসই হচ্ছিল না যে এই ঘটনা তাঁর জীবনে এই দারুণ ঘটনা ঘটতে পারে৷ মণিপুরের উখরুল জেলার বাসিন্দা থনপম জানিয়েছেন তিনি তাঁর এলাকার সেক্রেড হার্ট স্কুলে পড়াশুনো করেছেন৷
advertisement
3/4
ম্যাঙ্গালোর থেকে গ্র্যাজুয়েশন করার পর ক্যাটের প্রস্তুতি করতে শুরু করেছিলেন৷ শুরু থেকে মার্কেটিংয়েই আকর্ষণ ছিল তাই তাতেই এমবিএ করতে চেয়েছিলেন৷ এখন সেই পড়া শেষেই তাঁর ৬৭ লক্ষ টাকা বার্ষিক বেতনের চাকরি পেলেন৷ এরজন্য থানপাম এক বছরের জন্য নাইজেরিয়াতে ট্রেনিং করবেন৷ এরপর তিনি সিঙ্গাপুরে ব্র্যান্ডিং ম্যানেজার হিসেবে কাজ করবেন৷ তাঁর সাফল্যের জন্য পরিবার ও কলেজের প্রফেসরদের কৃতিত্ব দিয়েছেন৷
advertisement
4/4
থনপমের ছোটবেলায় মা-বাবার ছায়া সরে যায়৷ তবে এই না পাওয়াটা তিনি নিজের ক্ষতি না ভেবে শক্তি বানিয়ে নেন৷ এই শক্তিতেই পড়াশোনায় একাগ্রতা ঢেলে দেন৷ আর সেই থেকেই দীর্ঘদিনের কঠিন পথ হেঁটে এতবড় সাফল্য পেলেন মণিপুরের এই তরুণ৷