TRENDING:

পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া যুদ্ধবিমান মিরাজ-২০০০ এতটাই শক্তিশালী, জানুন কিছু তথ্য

Last Updated:
advertisement
1/8
পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া যুদ্ধবিমান মিরাজ-২০০০ এতটাই শক্তিশালী, জানুন কিছু তথ্য
♦ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে আক্রমণ চালাল ভারতীয় বাহিনী। এমনই রিপোর্ট এসে পৌঁছেছে। রাত সাড়ে তিনটে নাগাদ এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে ১২ টি যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০’(Air Strike) এই অপারেশনে অংশ নেয়।
advertisement
2/8
♦ এই যুদ্ধবিমান সম্পর্কে কিছু জরুরি তথ্য জেনে নেওয়া যাক ৷ প্রায় তিন দশক ধরে ভারতীয় বাযুসেনার অন্যতম যুদ্ধবিমান মিরাজ-২০০০।
advertisement
3/8
♦ মূলত বোমারু বিমান হিসেবেই কাজ করে মিরাজ-২০০০। এটিতে রয়েছে মারাত্মক শক্তিশালী রেডার। যার ফলে লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারে সহজেই, ডপলার বিমিং প্রযুক্তির মাধ্যমে মাটিতে থাকা যে কোনও বস্তুর নিখুঁত মানচিত্র এঁকে ফেলতে সক্ষম।
advertisement
4/8
♦ এই যুদ্ধবিমানটি ৪৭ ফুট লম্বা ৷ ওজন প্রায় ৭ হাজার ৫০০ কিলো ৷ বিমানটি ১৩ হাজার ৮০০ কিলো গোলা-বারুদ সমেত ২৩৩৬কিলোমিটার প্রতিঘণ্টা স্পিডে উড়তে সক্ষম ৷
advertisement
5/8
♦ বিমানটি ফ্রান্সের বায়ুসেনার জন্য তৈরি করে দাসাল্ট নামের অস্ত্র নির্মাণকারী সংস্থা। তারপর দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ভারতের হাতে আসে বিমানটি। এই সংস্থাটির কাছ থেকেই ৩৬টি রাফালে যুদ্ধবিমানও কিনেছে ভারত।
advertisement
6/8
♦ শত্রুপক্ষের বিমানকে মাঝ আকাশে ধবংস করতে এতে রয়েছে ‘অটো ক্যানন’ বা কামান। পাশাপাশি রকেট থেকে শুরু করে লেজার গাইডেড বম্ব বহন করতে পারে বিমানটি। এই জেটের চালকের হেলমেটের মধ্যেই থাকে ডিসপ্লে। যার ফলে সুপারইমপোজড রেডার ডেটা দেখতে পারেন তিনি। ককপিটে ডিসপ্লে থাকার প্রয়োজন হয় না।
advertisement
7/8
♦ কারগিল যুদ্ধে টলোলিং ও বাটালিক সেক্টরে পাকিস্তানের ত্রাস হয়ে উঠেছিল এই মিরাজ। মঙ্গলবার পুলওয়ামার বড়সড় প্রত্যাঘাত নিল এই যুদ্ধবিমান ৷
advertisement
8/8
♦ যুদ্ধবিমান মিরাজ-২০০০ প্রতি মিনিটে ১২৫ রাউন্ড গুলি এবং ১৮টি রকেট ছুঁড়তে সক্ষম ৷
বাংলা খবর/ছবি/দেশ/
পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া যুদ্ধবিমান মিরাজ-২০০০ এতটাই শক্তিশালী, জানুন কিছু তথ্য
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল