মধুচন্দ্রিমার রাতেই...! চরম লজ্জাজনক 'কাজ' করে বসল স্বামী, চিৎকার করে উঠল কনে! পায়ের তলা থেকে সরল মাটি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Honeymoon: একে অপরকে ভালোবাসতেন এমন এক দম্পতি বিয়ে করেন। বিয়ের পর প্রথম রাত, অর্থাৎ হানিমুন, প্রতিটি দম্পতির জন্যই বিশেষ। এমনকি আগে থেকে সম্পর্ক থাকলেও প্রত্যেক দম্পতিই এই বিশেষ রাতের অপেক্ষায় থাকেন। আসলে মধুচন্দ্রিমা এমনই এক বিশেষ মুহূর্ত যা নিয়ে প্রত্যেক সঙ্গীর মনেই থাকে নানা স্বপ্ন।
advertisement
1/9

বিয়ের মরশুম অব্যাহত। আর এই মরসুমেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক ঘটনা ও ছবি-ভিডিও ভাইরাল হচ্ছে বিয়ে সংক্রান্ত। এর মধ্যে কিছু কিছু বেশ মজাদার হলেও কয়েকটি এমন যে আপনিও শুনলে চমকে উঠবে। এবার এমনই একটি ঘটনা সম্প্রতি নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে দাবানলের মতো।
advertisement
2/9
গল্পে একে অপরকে ভালোবাসতেন এমন এক দম্পতি বিয়ে করেন। বিয়ের পর প্রথম রাত, অর্থাৎ হানিমুন, প্রতিটি দম্পতির জন্যই বিশেষ। এমনকি আগে থেকে সম্পর্ক থাকলেও প্রত্যেক দম্পতিই এই বিশেষ রাতের অপেক্ষায় থাকেন। আসলে মধুচন্দ্রিমা এমনই এক বিশেষ মুহূর্ত যা নিয়ে প্রত্যেক সঙ্গীর মনেই থাকে নানা স্বপ্ন।
advertisement
3/9
কিন্তু এই গল্পে ছিল ট্যুইস্ট। প্রেমের বিয়ে করা এই দম্পতির মধ্যে যা ঘটেছিল সেটা নিঃসন্দেহে আর পাঁচটা হানিমুনের সঙ্গে মেলে না। পরে কনে নিজেই তার বরের সম্পর্কে সবকিছু জানিয়েছেন। তাঁর হানিমুনের গল্প শুনে পুলিশও হতবাক হয়ে গেল।
advertisement
4/9
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কানপুর জেলায়। এখানকার বুশরা নামের এক মহিলার ২০২৩ সালে নায়েব আলি নামে এক ব্যক্তির সঙ্গে দেখা হয়। তারপর তাঁরা দুজনেই ফোনে কথা বলতে শুরু করেন। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়ে। অচিরেই তারা দুজনেই একে অপরের প্রেমে পড়ে যায়।
advertisement
5/9
নায়েব বুশরাকে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও পরিচয় করিয়ে দেন। এরপর বুশরা তাঁর বাসা থেকে ৫ লক্ষ টাকা এনে নায়েবকে দেন। ক্রমে নায়েব বুশরাকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করে। অবশেষে, দুজনে আদালতে গিয়ে বিয়ে করেন। এরপর দুজনেই একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন।
advertisement
6/9
এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। কিন্তু বিয়ের পরই ঘটে অন্য কিছু। নায়েব বুশরার সঙ্গে বিয়ের পর এমন কিছু করছিল যা সে কখনও স্বপ্নেও ভাবেনি। তাদের বিয়ের প্রথম রাত থেকেই, নায়েব বুশরার সঙ্গে এমন কিছু করতে শুরু করে যা সে কখনই করতে চায়নি।
advertisement
7/9
বাধ্য হয়ে শেষে বুশরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগে তিনি বলেন, তাঁদের বিয়ের প্রথম রাত থেকেই তার স্বামী নায়েব তাঁকে ঘুমের ওষুধ খাওয়াতে শুরু করে। তিনি আরও অভিযোগ করেন যে শুধু তাই নয়, স্বামী তাঁর ফোন এবং গয়নাও কেড়ে নিয়েছিলেন।
advertisement
8/9
এরপর যখন সে তাঁর গয়না এবং ফোন ফেরত চায়, তখন স্বামী তাঁকে মারধর করতে শুরু করে। তারপর এই নিয়ে দুজনের মধ্যে প্রতিদিন ঝগড়া চলতে থাকে। শুধু মারধোরই নয় রীতিমতো বুশরাকে সমানে গালিগালাজ করতে শুরু করে তাঁর স্বামী। AI Created Image
advertisement
9/9
এরপর কিছুদিন এক সঙ্গে থাকার পর, নায়েব বুশরাকে ছেড়ে চলে যায়। বুশরা বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন এবং শেষ পর্যন্ত পুলিশের কাছে ছুটে যান তিনি। অবশেষে তিনি স্থানীয় চাকেরি থানায় মামলা দায়ের করেন। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।