হোলিতে এবার মোদি পিচকারিতে কানহাইয়ার রং !
Last Updated:
হোলিতে এবার মোদি পিচকারিতে কানহাইয়ার রং !
advertisement
1/6

এবার দোল জমজমাট ৷ হোলির বাজারে এবার হাজির একেবারে নতুন ধরণের রং ৷ রঙের তালিকায় রয়েছেন ছাত্রনেতা কানহাইয়া কুমার, মহেন্দ্র সিং ধোনি, প্রিয়াঙ্কা চোপড়া ৷ রয়েছেন আরও অনেকে ৷ আর হ্যাঁ, সব রঙ কিন্তু ভেষজ ৷ নো কেমিক্যাল !
advertisement
2/6
বছরের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে জেএনউই ক্যাম্পাস ৷ তার পিছনে ছিলেন ছাত্রনেতা কানহাইয়া কুমার ৷ জাতীয় রাজনীতি কানহাইয়াকে নিয়ে উত্তাল ৷ ‘রাষ্ট্রবিরোধী’ অভিযোগে জেলেও যান কানহাইয়া ৷ সেই কানহাইয়া এবার প্রতিবাদের রঙে নয়, একেবারে দোলের রঙের প্যাকেটে ৷
advertisement
3/6
হোলির বাজারে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়াও ৷ পিগি চপসের নামেও বাজারে এল ভেষজ রং ৷ পিগি অবশ্য এখন ব্যস্ত হলিউডের রঙে ৷ তাতে কি? তাঁর অনুরাগীরা পিগি রঙে রাঙিয়ে নিতে এই সুযোগকে কাজে লাগাতেই পারেন ৷
advertisement
4/6
শুধু পিগি চপস বা কানহাইয়া নয়, রঙের তালিকায় রয়েছেন বহুজন সমাজবাদীর নেতা অখিলেশ যাদবও ৷
advertisement
5/6
তবে সবাইকে চমক দিয়ে হোলি বাজারে হাজির মোদি পিচকারি ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেওয়া পিচকারি এবার হোলিতে দারুণ হিট !
advertisement
6/6
হোলির বাজারে রয়েছেন মায়াবতীর নামে আবিরও ৷ তাহলে আপনি এবার কার রঙে খেলছেন রং ! ঝটপট বেছে নিন ৷