হাতে গভীর গর্ত, ‘ড্রাগের একটা ডোজ দাও’- শিমলা-র মেয়ের ভিডিও ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
‘গভীর অসুখ’ শিকড় ছড়াচ্ছে ...বলিউডের চকচকে জগতের তলায় যেমন জাল বিস্তার করেছে, তেমনি আপনার পাশেই রয়েছে এই জগত!
advertisement
1/4

বলিউডের ড্রাগযোগের খবর সামনে আসতেই শিউরে উঠছেন সকলেই৷ তবে বিভিন্ন রাজ্যেই তরুণ প্রজন্মের মধ্যে থাবা বসিয়েছে এই মারণ নেশা৷ পঞ্জাবের তরুণ প্রজন্মের ড্রাগাসক্তির কারণে ইতিমধ্যেই বলিউডে একাধিক সিনেমা হয়েছে৷ কিন্তু দেবভূমি হিমাচলের পবিত্র পরিবেশেও এখনও তরুণ প্রজন্মের শরীরে রক্তের বদলে এখন দৌড়য় নেশা৷ সম্প্রতি এমন একটা ঘটনা সামনে এসেছে যা নিয়ে ঘোর চাঞ্চল্য তৈরি হচ্ছে৷ হিমাচলের রাজধানী শিমলার৷ এই নিয়ে উপমন্ডলে এই অভিযোগ দায়ের হয়েছে৷ একটি বাজারের মধ্যে এক তরুণী কাঁদছিল আর চিৎকার করছিল৷ চিৎকার করে সে বলছিল, ‘চিট্টা দে দো নেহি তো ম্যায় মর যায়ুঙ্গি’ - যাঁরা জানেন না তাঁদের জন্য জানানো চিট্টা হল ড্রাগের পুরুিয়া৷ যাঁরা ড্রাগ সেবন করে তাঁদের দুনিয়াকে একে চিট্টা বলা হয়৷Photo- Representative
advertisement
2/4
স্থানীয় মানুষজন প্রথমে তাঁকে হাসাপাতালে নিয়ে যেতে হবে ভাবেন,কারণ কড়া রোদের মধ্যেও মেয়েটি ঠকঠক করে কাঁপছিল৷ মেয়েটির হাতে ইঞ্জেকশনের গভীর গর্ত ছিল৷ হাতের অবস্থাও খুব খারাপ ছিল৷ মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করতে সে অনেক কষ্টে নিজের মায়ের নাম বলে৷ মা সেখানে এলে বলেন মেয়ে প্রায় ১০-১২ দিন বাড়ি থেকে নিখোঁজ৷ মা জানান এটাই প্রথমবার নয়৷ এর আগেও মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে৷ এই মেয়েটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ভাইরাল৷Photo- Representative
advertisement
3/4
এরপর মেয়েটিকে থানায় নিয়ে যাওয়া হয়৷ থানায় ডিএসপি মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করেন৷ সেখানেও মেয়েটি বারবার বলছিল তাকে আগে একবার ড্রাগের ডোজ দেওয়া হোক৷ মেয়েটিকে কাউন্সিলিং করানো হলে সে বলে তার সঙ্গে কয়েকজন ছেলেও ছিল৷ সেখানে পুরো গ্যাং মিলে ড্রাগ পার্টি করত৷ এর আগে মেয়েটি যখন বাড়ি থেকে পালিয়েছিল তখন তার বাড়ির লোক পুলিশে অভিযোগ করেছিল৷ সে সময় পুলিশ যখন তার বন্ধুর বাড়িতে খুঁজে পায়, তখন সে পরিষ্কার জানিয়ে দিয়েছিল সে নিজের ইচ্ছায় সেখানে গেছে আর সেখান থেকে ফিরবে না৷ Photo- Representative
advertisement
4/4
এর প্রেক্ষিতে শিমলা-র এসপি জানিয়েছেন মেয়েটির কাউন্সিলিং চলছে৷ এছাড়াও মেয়েটি যে কয়েকজন ছেলের নাম বলেছে তাদেরকে থানায় ডাকা হয়েছে৷ সকলের আত্মীয়কে বলা হয়েছে ছেলেদের তাদের হাতে তুলে দিতে৷ তাদের সকলকেও কাউন্সিলিং করানো হবে৷ যদি ভাইরাল ভিডিওটির সত্যতা স্বীকার করেননি এসপি৷ Photo- Representative