Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার জোড়া-ফলা! সপ্তাহান্তে হতে পারে বৃষ্টি, চরম শৈত্যপ্রবাহ কোথায়? জানুন 'লেটেস্ট আপডেট'
- Published by:Rachana Majumder
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
চরম শৈত্যপ্রবাহের পরিস্থিতি শুধু রাজস্থানে।
advertisement
1/5

ঘন কুয়াশার চাদরে মোড়া উত্তর-পশ্চিম ভারত। পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং উত্তরাখন্ডে আগামী তিন দিন ঘন থেকে অতি ঘন কুয়াশার চাদর থাকবে। এই রাজ্যগুলিতে কুয়াশার সতর্কতা থাকছে। ঘন কুয়াশা থাকবে মধ্যপ্রদেশ, বিহার, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে।
advertisement
2/5
নতুন করে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে । ৭ ও ১০ জানুয়ারি দুটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। এর প্রভাবে শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকা ও হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তাপমাত্রা নামবে পূর্ব ভারতের রাজ্যগুলিতে। পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী ২৪ ঘণ্টা পরিস্থিতি একই থাকবে তারপর ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। চরম শৈত্যপ্রবাহের পরিস্থিতি শুধু রাজস্থানে।
advertisement
3/5
শৈত্যপ্রবাহ রয়েছে জম্মু ডিভিশন পঞ্জাব, হরিয়ানা, হিমাচলপ্রদেশে। কিছুটা কম হলেও শৈত্যপ্রবাহের পরিস্থিতি চন্ডিগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশের কিছু অংশে। রাজস্থানের কোথাও কোথাও চরম শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। এছাড়াও গ্রাউন্ড ফ্রস্ট হতে পারে রাজস্থানের বেশ কিছু এলাকায়।
advertisement
4/5
আগামী দুই দিন উত্তরপ্রদেশের বেশ কিছু অংশে শীতল দিনের পরিস্থিতি থাকবে।
advertisement
5/5
আগামী ৪৮ ঘণ্টায় ঠান্ডা থাকবে পঞ্জাব এবং হরিয়ানাতেও। আগামী ২৪ ঘণ্টায় শীতল দিনের পরিস্থিতি উত্তরাখণ্ড, বিহার, রাজস্থানে।