TRENDING:

Miss Universe 2021 Harnaaz Sandhu: ২১ বছর পর ২১-এর হারনাজ দেশে ফেরালেন মিস ইউনিভার্স খেতাব! দেখুন...

Last Updated:
সুস্মিতা সেন, লারা দত্তের পর তৃতীয় ভারতীয় হিসাবে ব্রহ্মাণ্ড সুন্দরীর খেতাব জিতলেন হারনাজ (Miss Universe 2021 Harnaaz Sandhu)। বয়স ২১।
advertisement
1/10
২১ বছর পর ২১-এর হারনাজ দেশে ফেরালেন মিস ইউনিভার্স খেতাব! দেখুন...
মিস ইউনিভার্সের মঞ্চে ভারতের ২১ বছরের মুকুট খরা কাটল চণ্ডীগড়ের হারনাজ সান্ধুর হাত ধরে (Miss Universe 2021 Harnaaz Sandhu)। সুস্মিতা সেন, লারা দত্তের পর তৃতীয় ভারতীয় হিসাবে ব্রহ্মাণ্ড সুন্দরীর খেতাব জিতলেন হারনাজ (Miss Universe 2021 Harnaaz Sandhu)। বয়স ২১।
advertisement
2/10
সোমবার সাত সকালে ইজরায়েলের এইলাতে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় গোটা বিশ্বের ৭৯টি দেশের প্রতিযোগিকে পিছনে ফেলে দেন হারনাজ (Miss Universe 2021 Harnaaz Sandhu)।
advertisement
3/10
পঞ্জাবের চন্ডীগড়ে জন্ম তাঁর। পড়েছেন শিবালিক পাবলিক স্কুলে। ভালোবাসেন অভিনয় করতে। হবি সাঁতার কাটা, ঘোড়ায় চড়া আর নাচ। এর আগেও মিস চন্ডীগড় হয়েছেন তিনি। ফেমিনা মিস ইন্ডিয়ার খেতাবও জুটেছে তাঁর।
advertisement
4/10
ফাইনাল স্পিচের বাজিমাত করেন হারনাজ। হারনাজ বলেন, 'এই সময়ের যুবরা যে সমস্যার মুখে পড়েছে তা হল নিজেদের উপর আস্থা হারিয়ে ফেলা। নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করো। তার চেয়ে বরং বিশ্বব্যাপী কী হচ্ছে তা নিয়ে কথা বলো। তুমি নিজেই তোমার আওয়াজ। আমি নিজেকে বিশ্বাস করি আর বিশ্বাস করি বলেই আজ এই মঞ্চে আমি দাঁড়িয়ে রয়েছি।'
advertisement
5/10
ভারতীয় সময় সকাল সাড়ে আটটা নগদ যখন মিস ইউনিভার্সের নাম ঘোষণা করা হয়, মঞ্চের মধ্যে দাঁড়িয়েই ঝরঝর করে কেঁদে ফেলেন হারনাজ।
advertisement
6/10
সুস্মিতা সেন, লারা দত্তের পর তৃতীয় ভারতীয় সুন্দরী হিসাবে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন হারনাজ।
advertisement
7/10
হরনাজের ইনস্টাগ্রাম বায়ো-তে লেখা রয়েছে, 'তুমি এমনভাবে জ্বলে ওঠো যাতে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার হয়'। আর যেমন কথা তেমনই কাজ, এদিন সত্যিই নিজের রূপ, লাস্য আর বুদ্ধিমত্তার জাদুতে গোটা ব্রহ্মাণ্ডের সেরা সুন্দরী নির্বাচিত হলেন তিনি।
advertisement
8/10
২০১৭ সালে টাইমস ফ্রেশ ফেস মিস চণ্ডীগড়ের খেতাব জেতে হারনাজ, তখন তাঁর বয়স মাত্র ১৭। পরের বছরই মিস ম্যাক্স ইমার্জিং স্টার ইন্ডিয়ার মুকুট ওঠে হারনাজের মাথায়। পরের বছরই ফেমিনা মিস ইন্ডিয়া পঞ্জাবের তাজ জেতেন, গত ৩১ সেপ্টেম্বর মিস ইন্ডিয়া ইউনিভার্স-এর মুকুট উঠেছিল হরনাজের মাথায়। চলতি বছর মিস ডিভা ২০২১-র খেতাবও জিতেছেন হারনাজ।
advertisement
9/10
পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থায় ছক ভাঙার অনুপ্রেরণা হারনাজ পেয়েছেন মায়ের কাছ থেকে। পেশায় তাঁর মা এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ। মা-ই তাঁর সব শক্তির উত্সস্থল জানিয়েছেন হারনাজ।
advertisement
10/10
প্রিয়াঙ্কা চোপড়ার অনুরাগী হারনাজ। ২০০০ সালের মিস ওয়ার্ল্ডই হারনাজের অনুপ্রেরণা। হারনাজের মাথায় এদিন মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা।
বাংলা খবর/ছবি/দেশ/
Miss Universe 2021 Harnaaz Sandhu: ২১ বছর পর ২১-এর হারনাজ দেশে ফেরালেন মিস ইউনিভার্স খেতাব! দেখুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল