TRENDING:

Cat Garden: মনিবের মন, বাড়িতেই তৈরি হল ২০০ বিড়ালের বাগান! তাজ্জব হয়ে যাবেন দেখলে...

Last Updated:
বিশ্বে নানা ধরনের বিলাসী গার্ডেনের কথা শোনা গেলেও, ক্যাট গার্ডেন (Cat Garden) অর্থাৎ বিড়াল বাগানের কথা এই প্রথম শোনা গেল।
advertisement
1/7
মনিবের মন, বাড়িতেই তৈরি হল ২০০ বিড়ালের বাগান! তাজ্জব হয়ে যাবেন দেখলে...
বিশ্বে নানা ধরনের বিলাসী গার্ডেনের কথা শোনা গেলেও, ক্যাট গার্ডেন (Cat Garden) অর্থাৎ বিড়াল বাগানের কথা এই প্রথম শোনা গেল। গুজরাতের গান্ধিধামের কাস্টম এজেন্ট উপেন্দ্র গোস্বামী এমনই কাণ্ড করে তাক লাগিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে। বাড়িতেই তৈরি করেছেন ক্যাট গার্ডেন।
advertisement
2/7
বাড়ির এই গার্ডেনে মোট ২০০ টি বিড়াল রয়েছে। তার মধ্যে ২৮ টি পার্সিয়ান। সঙ্গে রয়েছে ৬ টি কুকুরও।
advertisement
3/7
ক্যাট গার্ডেনের কর্তা গোস্বামীবাবু মনে করেন, তাঁর প্রয়াত বোনই এই বিড়ালগুলির মাধ্যমে তাঁদের কাছে ফিরে এসেছেন। সে কারণে, এই বিড়াল ও কুকুরের প্রতি এত যত্ন ও ভালোবাসায় ক্যাট গার্ডেন তৈরি করেছেন তিনি।
advertisement
4/7
বাড়ির কাছেই একটি জমি কিনে সেখানে বিড়ালদের জন্য ক্যাট গার্ডেন তৈরি করা হয়েছে। একসঙ্গে ২০০ টি বিড়াল ও ৬ টি কুকুর সেখানেই থাকে। মাসে প্রায় দেড় লক্ষ টাকা খরচ হয় এই পোষ্যদের লালনপালনে।
advertisement
5/7
উপেন্দ্রবাবুর স্ত্রী পূজাও এই বিড়াল-কুকুরদের যত্ন নেন। পেশায় একটি স্কুলের প্রিন্সিপাল পূজা গোস্বামী জানিয়েছেন, 'সকাল ৫টায় উঠে প্রতিদিন ওদের খাওয়াই। দেড়টায় স্কুল থেকে ফিরে ফের ওদের খেতে দিই। প্রায় দেড় লক্ষ টাকা খরচ হয় ওদের পিছনে প্রতি মাসে।'
advertisement
6/7
রবিবার করে গার্ডেনটি খুলে দেওয়া হয় বিড়ালপ্রেমীদের জন্য। যে কেউ গিয়ে সেখানে সময় কাটাতে পারেন পোষ্যদের সঙ্গে।
advertisement
7/7
এয়ার কন্ডিশন ঘরে আলাদা আলাদা তাক করে তাদের থাকার ও ঘুমনোর ব্যবস্থাও করা হয়েছে এই গার্ডেনে।
বাংলা খবর/ছবি/দেশ/
Cat Garden: মনিবের মন, বাড়িতেই তৈরি হল ২০০ বিড়ালের বাগান! তাজ্জব হয়ে যাবেন দেখলে...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল