লকডাউনের বাইরে থাকবে কোন কোন পরিষেবা, জানাল গৃহমন্ত্রক
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কী কী পরিষেবা খোলা থাকবে এই লকডাউনে ?
advertisement
1/6

করোনা ভাইরাস রুখতে এবার ২১ দিনের দেশজুড়ে লকডাউনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আতঙ্কে কাঁপছে দেশ ৷ খনও পর্যন্ত এই দেশ স্টেজ-২ সংক্রমণ স্তরে রয়েছে । যাতে কোনওভাবেই সেই সংক্রমণ কমিউনিটি স্তরে বা স্টেজ-৩ স্তরে না পৌঁছয়, সে কারণেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে নেমেছে গোটা দেশ।কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সর্বস্তরে চেষ্টা চালাচ্ছে এই সংক্রমণ রোখার । সেই উদ্দেশ্য়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে লকডাাউন জারি হয়েছে । কয়েকটি রাজ্যে ১৪৪ ধারাও জারি হয়েছে । বাংলাতেও গতকাল বিকেল ৫টা থেকে জারি হয়েছ লকডাাউন । এবার সেই নিয়ম আরও জোরদার করতে গোটা দেশেই লকডাউন ঘোষণা করলেন প্রধামন্ত্রী ।
advertisement
2/6
করোনা রুখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফে ৷ কেন্দ্রীয় সরকারি অফিসগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তবে লকডাউনের সময়ও প্রতিরক্ষা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, ট্রেজারি, পেট্রোল পাম্প, বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা, পোস্ট অফিস, ন্যাশনাল ইনফর্মেটিক্স সেন্টার খোলা থাকবে ৷
advertisement
3/6
রাজ্য সরকারি অফিস, কেন্দ্রীয়শাসিত অঞ্চলের অফিস বন্ধ থাকবে , বন্ধ থাকবে পুরসভার অফিস ৷ তবে পুলিশ, হোমগার্ড, সিভিল ডিফেন্স, দমকল, বির্পযয় মোকাবিলা বাহিনী, সংশোধনাগার খোলা থাকবে ৷ খোলা থাকবে জেলা প্রশাসনের অফিস ও কোষাগার ৷ বিদ্যুৎ, জল পরিষেবা খোলা থাকবে ৷ পুরসভার সেই সমস্ত কর্মীরা কাজ করবেন যারা এমারজেন্সি পরিষেবা যেমন জল বা স্যানিটেশনের সঙ্গে যুক্ত ৷
advertisement
4/6
হাসপাতাল এবং হাসপাতালের সঙ্গে যুক্ত ইউনিট যেমন ডিসপেন্সরি, কেমিস্ট এবং মেডিকেল ইক্যুইপমেন্টের দোকান, ল্যাব, ক্লিনিক, নার্সিং হোম, অ্যাম্বুলেন্স পরিষেবা কাজ করবে ৷ সমস্ত মেডিকেল স্টাফদের যাতায়াতের জন্য বিশেষ পরিবহনের ব্যবস্থা করতে হবে ৷
advertisement
5/6
কী কী খোলা থাকবে এই লকডাউনে ? ১. রেশনের দোকান ৷ মুদি ও সবজির দোকান ৷ ডেয়ারি ও দুধের দোকান ৷ ২. ব্যাঙ্ক, ইনস্যুরেন্স সংস্থা ও এটিএম ৷ ৩. প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়া ৷ ৪. টেলিকম, ইন্টারনেট পরিষেবা, ব্রডকাস্টিং এবং কেবল পরিষেবা ৷ তবে যতটা সম্ভব ওয়ার্ক ফর্ম হোম করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ ৫. খাবার ও ওষুধ ডেলিভারি ই-কমার্সের মাধ্যমে ৷ ৬. পেট্রোল পাম্প, এলপিজি পরিষেবা চালু থাকবে ৷
advertisement
6/6
পাশাপাশি জানানো হয়েছে যে এমারজেন্সি পরিষেবা ছাড়া বিমান, রেল ও সমস্ত রকমের পরিবহন পরিষেবা বন্ধ থাকবে ৷ হোটেল পরিষেবা বন্ধ থাকবে ৷ কেবল যেখানে মানুষজন আটকে পড়েছে সেই সমস্ত খোলা থাকবে ৷ সমস্ত শিক্ষামূলক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ শুধু তাই নয় মন্দির, তীর্থ স্থান সমস্ত কিছু বন্ধ রাখা নির্দেশ দেওয়া হয়েছে ৷ কোনও রকম উৎসব পালন করা যাবে না এই সময় ৷ এই সময় কেউ মারা গেলে শেষকৃত্যের সময় ২০ জনের বেশি জমায়েত করা যাবে না ৷ সরকারের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে কেউ যদি এই নিয়ম অমান্য করে তাহলে তার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷