সোনায় মোড়া বউকে নিয়ে গর্বিত স্বামী! পণে পাওয়া টাকা-গয়না-গাড়ি নিয়ে যা হল...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
নববধূর শরীর জুড়ে রয়েছে গয়না৷ গয়নার ভারে তিনিও হাঁটতে পারছেন না৷
advertisement
1/6

•বিয়ে করে গর্বিত পাত্র৷ না, নববধূকে নিয়ে বা বিয়ে করে তিনি খুশি শুধু নন, শ্বশুরের থেকে পণ নিয়ে উচ্ছ্বসিত পাত্র সকলের সামনে দেখাতে শুরু করলেন কী কী পেয়েছেন তিনি৷ পণ নিয়ে কোনও লজ্জা তো নেই, উল্টে দেদার খুশি৷ যা ধরা পড়ল তার চোখে মুখে৷
advertisement
2/6
•৪১ লাখ টাকা নগদ, সোনা-রূপোর গয়না, সব কিছু একেবারে সাজিয়ে রেখে সকলের নজর কাড়তে থাকল বর বাবাজি৷ বউয়ের মোটা সোনার হার হাঁটু ছুঁইছুঁই৷ অর্থাৎ গলার হার এতটাই বড়, তা গলা থেকে নেমে প্রায় শরীর জুড়ে রয়েছে৷ সোনার মোড়া বউকে নিয়েও গর্বিত তার স্বামী! Photo Courtesy: Twitter
advertisement
3/6
•এই মর্মে একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ যেখানে দেখা গিয়েছে বউয়ের বাড়ি থেকে পাওয়া নগদ টাকা, গাড়ির চাবি, গয়না প্রদর্শন করা হচ্ছে৷ সেখানেই দেখা গিয়েছে নববধূর শরীর জুড়ে রয়েছে গয়না৷ গয়নার ভারে তিনিও হাঁটতে পারছেন না৷ স্থানীয়দের মতে এই সব সম্পত্তির মূল্য কোটি টাকার থেকেও বেশি৷ Photo Courtesy: Twitter
advertisement
4/6
•এক মুসলিম পরিবারের বিয়েতে এই ছবি ধরা পড়েছে৷ কনের বয়স ২০৷ গুজরাতের সুরতের কাপড়ের ব্যবসা রয়েছে তাদের৷ পাত্র পক্ষের ব্যবসা রয়েছে কর্ণাটকে৷ Photo Courtesy: Twitter
advertisement
5/6
•বিয়ে করে এত সম্পত্তি পাওয়া এবং তা প্রদর্শনের ফলে খুবই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ স্থানীয়দের দাবি, এমন ছবি ও ভিডিও দেখলে অন্য পাত্ররাও এত পণ দাবি করবেন৷ যা অনেক সময়ই দেওয়া সম্ভব নয় কনের বাবার পক্ষে৷ এই নিয়ে ক্ষোভ তৈরি হয়৷
advertisement
6/6
•ঘটনা স্থলে আসে পুলিশ ও প্রশাসনের কর্তারা৷ আসে আয়কর দফতর৷ কোথা থেকে এত টাকা এল, এবং এই টাকার উৎস কী, তার খোঁজ শুরু হয়েছে৷ শুরু হয়েছে তদন্ত৷