বিয়ের পর ঘুরে বেড়াচ্ছিলেন বর, জানাজানি হল কনের নাম! জোর করা হল, '১২ লাখ টাকা দাও...নইলে'!
- Published by:Tias Banerjee
Last Updated:
Bride: তরুণ-তরুণী প্রেমে পড়ে গিয়েছিলেন এবং একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু তাঁদের এই প্রেমের মূল্য চুকোতে হচ্ছে পরিবারের সদস্যদেরও।
advertisement
1/9

প্রেম করে বিয়ে করেছিল এক যুগল। সুখেই কাটছিল তাঁদের জীবন। কিন্তু সমস্যা তৈরি হল যখন কনের নাম প্রকাশ্যে এল। মুহূর্তের মধ্যে বদলে গেল পরিস্থিতি! সমাজের একাংশ রীতিমতো রায় দিল— ফিরতে চাইলে ১২ লাখ টাকা দাও! (Representational Image)
advertisement
2/9
প্রেম যখন হয়, তখন জাত-পাত কিংবা সমাজের রীতি-নীতি চোখে পড়ে না। দু’জন শুধু একসঙ্গে থাকার স্বপ্ন দেখে। ঠিক তেমনই এক ঘটনা ঘটেছে জালোরে। এক তরুণ-তরুণী প্রেমে পড়ে গিয়েছিলেন এবং একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু তাঁদের এই প্রেমের মূল্য চুকোতে হচ্ছে পরিবারের সদস্যদেরও। (Representational Image)
advertisement
3/9
জালোরের ভিনমালে বসবাসকারী প্রিয়াঙ্কা কুমার মেঘওয়াল প্রেমে পড়েন শ্রবণ কুমারের। প্রথমে পরিবার রাজি না থাকলেও, পরে মেনে নেয় এবং তাঁরা মন্দিরে গিয়ে বিয়ে করেন। কিন্তু এখানেই বাঁধল বিপত্তি। (Representational Image)
advertisement
4/9
তাঁদের সম্প্রদায়ের লোকেরা এই সম্পর্ক মানতে নারাজ। দ্রুত এক পঞ্চায়েত বসানো হয়, যেখানে ঘোষণা করা হয়— এই দুই পরিবার সমাজচ্যুত! এমনকি পঞ্চায়েতের নির্দেশ ছিল, যদি কেউ তাঁদের সঙ্গে সম্পর্ক রাখে, তাকেও সমাজ থেকে বের করে দেওয়া হবে। (Representational Image)
advertisement
5/9
এতেও শেষ নয়! সম্প্রতি এক সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে গেলে, প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ির লোকজনকে ঢুকতেই দেওয়া হয়নি। তাঁদের রীতিমতো রাস্তার ধারে বসিয়ে জানিয়ে দেওয়া হয়— ১২ লাখ টাকা না দিলে সমাজে ফেরার কোনও উপায় নেই! (Representational Image)
advertisement
6/9
এই অন্যায়ের বিরুদ্ধে তাঁরা পুলিশের দ্বারস্থ হন, কিন্তু এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এই ঘটনার মানসিক চাপ এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে, প্রিয়াঙ্কা আত্মহত্যার হুমকি দিয়েছেন! (Representational Image)
advertisement
7/9
রাজস্থানের ভিনমালে এই প্রেমের বিয়ে ঘিরে একটি সম্প্রদায় পঞ্চায়েত বসে। সেখানে সিদ্ধান্ত হয় যে, ওই পরিবারগুলির সঙ্গে সমাজের সব সম্পর্ক ছিন্ন করা হবে। শুধু তাই নয়, এক সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া কনের পরিবারের কাছ থেকে ১২ লাখ টাকা দাবি করা হয়। বলা হয়, যদি তাঁরা সমাজে ফিরতে চান, তাহলে এই টাকা দিতেই হবে। পঞ্চায়েতের এই সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। (Representational Image)
advertisement
8/9
প্রিয়াঙ্কা কুমার মেঘওয়াল নামে এক তরুণী ভিনমালের বাসিন্দা শ্রবণ কুমারের সঙ্গে প্রেম করে বিয়ে করেন। প্রথমদিকে তাঁদের পরিবার এই সম্পর্ক মানতে রাজি ছিল না। কিন্তু পরে সম্মতি জানালে তাঁরা মন্দিরে গিয়ে বিয়ে করেন। তবে তাঁদের সম্প্রদায়ের মানুষজন এই বিয়ে মেনে নেয়নি। দ্রুত এক পঞ্চায়েত বসিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে, এই দুই পরিবারকে সমাজ থেকে বের করে দেওয়া হবে। শুধু তাই নয়, যে কেউ যদি তাঁদের সঙ্গে সম্পর্ক রাখে, তাকেও সমাজচ্যুত করা হবে বলে জানিয়ে দেওয়া হয়। (Representational Image)
advertisement
9/9
এদিকে, প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ির লোকেরা এক সামাজিক অনুষ্ঠানে গেলে, তাঁদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি। বরং রাস্তার ধারে বসিয়ে পঞ্চায়েতের সিদ্ধান্ত স্মরণ করিয়ে দেওয়া হয়। বলা হয়, ১২ লাখ টাকা না দিলে সমাজে ফেরা যাবে না। ভুক্তভোগী পরিবারের দাবি, তাঁরা ২৭শে মার্চ জালোরের পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তাঁদের দুর্দশার কথা জানান। কিন্তু এখনও পর্যন্ত কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অপমান ও মানসিক যন্ত্রণায় কাতর হয়ে প্রিয়াঙ্কা আত্মহত্যার পথ বেছে নিতে চাইছেন। (Representational Image)