TRENDING:

হাতি, ঘোড়া নয় বর যেভাবে বর বিয়ে করতে এল! তাই দেখে পড়ে গেল শোরগোল! 'থ' হয়ে গেল সবাই

Last Updated:
ওই ভিডিওতে দেখা যাচ্ছে জেসিবি মেশিনে একটি বালতির দাঁড়িয়ে রয়েছে বর। আর তাই দেখেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
1/7
হাতি, ঘোড়া নয় বর যেভাবে বর বিয়ে করতে এল! তাই দেখে পড়ে গেল শোরগোল! 'থ' হয়ে গেল সবাই
বিয়ে মানেই সবার কাছেই একটা বিশেষ দিন হয়ে থাকে। বর হোক বা বউ, বিয়ে মানেই নতুন করে জীবনের পথচলা হিসাবে ধরা হয়। সেই জন্যই বিবাহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হিসাবে ধরা হয়।
advertisement
2/7
কিন্তু, এই সময় বর এবং বউ দুই পক্ষই চান নিজেদের বিয়ে একটু আলাদা একটু অন্যরকম করতে।
advertisement
3/7
তাই অনেকেই একটু অন্যরকম ভাবে নিজেদের বিয়ে উদযাপন করতে চান। অনেকেই, ঘোড়া, হাতির উপরে চেপে রাজার মতন বিয়ে করতে আসেন।
advertisement
4/7
অনেক সময়েই দেখা যায় কনেরা পালকি চেপে রানির মতন আসছেন। কিন্তু বরপক্ষের ক্ষেত্রে বিষয়টি অনেকটাই আলাদা।
advertisement
5/7
কিন্তু, গুজরাতের নভসারির একটি ভিডিও সামনে এসেছে যা ইতিমধ্যেই রীতিমত ভাইরাল হয়েছে। যা দেখে সবাই রীতিমত অবাক হয়ে গিয়েছে। কারণ, হাতি বা ঘোড়া নয়, বর বিয়ে করতে আসছেন জেসিবিতে চেপে!
advertisement
6/7
ওই ভিডিওতে দেখা যাচ্ছে জেসিবি মেশিনে একটি বালতির দাঁড়িয়ে রয়েছে বর। আর তাই দেখেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
7/7
কেউ কেউ এই ভিডিও দেখে ইনস্টাগ্রাম দেখে কেউ কেউ মন্তব্য করেছেন, "ভাই নিশ্চয় সিভিল ইঞ্জিনিয়ার", আরও একজন লেখেন, "আলট্রা প্রো ম্যাক্স এন্ট্রি" আরও একজন লেখেন, "জেসিবির ওয়াইল্ড কার্ড এন্ট্রি" আর একজন লেখেন, "এ তো বাহুবলী"
বাংলা খবর/ছবি/দেশ/
হাতি, ঘোড়া নয় বর যেভাবে বর বিয়ে করতে এল! তাই দেখে পড়ে গেল শোরগোল! 'থ' হয়ে গেল সবাই
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল