TRENDING:

Bank Money: 'আমার লক্ষ লক্ষ টাকা কই...?' নাতনির বিয়ের টাকা তুলতে ব্যাঙ্কে গিয়েছিলেন ঠাকুমা, ফিরলেন কাঁদতে কাঁদতে, আসরে নেমেছে প্রশাসন

Last Updated:
Shivpuri News: বৃদ্ধা ঠাকুমা সাহায্যের অনুরোধ নিয়ে কালেক্টরেটের অফিসে হাজির হন। তার কথা শুনে অফিসাররাও অবাক! ফতেপুরের এক বৃদ্ধা সরজুবাঈ শিবহারে তাঁর নাতনির বিয়ের জন্য এফডি করেছিলেন।
advertisement
1/6
'আমার লক্ষ লক্ষ টাকা কই?' নাতনির বিয়ের টাকা তুলতে ব্যাঙ্কে যান ঠাকুমা, ফিরলেন কেঁদে...
*মধ্যপ্রদেশের শিবপুরী জেলার এক বৃদ্ধা ঠাকুমা সাহায্যের অনুরোধ নিয়ে কালেক্টরেটের অফিসে হাজির হন। তার কথা শুনে অফিসাররাও অবাক! ফতেপুরের এক বৃদ্ধা সরজুবাঈ শিবহারে তাঁর নাতনির বিয়ের জন্য এফডি করেছিলেন। কিন্তু ব্যাঙ্ক থেকে টাকা না পাওয়ায় মহিলা জেলা কালেক্টরের কাছে সাহায্য চেয়ে স্মারকলিপি জমা দেন।
advertisement
2/6
*বৃদ্ধার অভিযোগ, বিয়ের তারিখ চলে এলেও সংশ্লিষ্ট ব্যাঙ্ক টাকা দিতে অস্বীকার করছে। পরিবারের তরফে জানানো হয়েছে, সরজুবাঈয়ের ছেলে পরমল শিবহারে ২০২৪ সালের ২২ অক্টোবর মেয়ের বিয়ের জন্য ৫ লক্ষ টাকার এফডি করেন। ২০২৫ সালের ৯ জুন বিয়ে ঠিক হয়। কিন্তু সময় শেষ না হওয়ায় এফডি ভাঙার অনুমোদন দিচ্ছে না ব্যাঙ্ক। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*পরমল একজন সবজি বিক্রেতা। তিনি অনেক পরিশ্রম করে অর্থ সংগ্রহ করেছিলেন। টাকা না পেয়ে ক্ষুব্ধ ওই মহিলা কালেক্টরের অফিসে যান। সেখানে নালিশ করেন কালেক্টরের কাছে। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*সরজুবাঈ শিবহারের পরিবার বলছে, এই এফডি ছাড়া তাদের বিয়ের জন্য অন্য কোনও সংস্থান নেই। বিয়ের প্রস্তুতিতে বিলম্ব পুরো অনুষ্ঠানকে প্রভাবিত করতে পারে। শিবপুরীর ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ সেন্ট্রাল ব্যাঙ্ক, ব্রাঞ্চ কোর্ট রোডে ইতিমধ্যেই ১০০ কোটি টাকারও বেশি কেলেঙ্কারির হদিশ মিলেছে। এতে আটকে পড়েছে হাজার হাজার গ্রাহকের আমানত। সংগৃহীত ছবি।
advertisement
5/6
*সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার প্রচেষ্টায় ব্যাঙ্কও ৫০ কোটি টাকা পেয়েছে। ভোক্তারা আশাবাদী, এখন পেমেন্ট শুরু হবে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাঙ্ক এখনও গড়িমসি করছে। সরজুবাইয়ের পরিবার কালেক্টরকে অনুরোধ করেছে অবিলম্বে এফডি ভেঙে পুরো অর্থ যেন তাদের দেওয়ার ব্যবস্থা করা হয়। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*স্মারকলিপির সঙ্গে বিয়ের নিমন্ত্রণপত্র ও এফডির একটি অনুলিপিও পরিবারের তরফে দেওয়া হয়েছে কালেক্টরকে। বর্তমানে শিবপুরীর কালেক্টর কো-অপারেটিভ ব্যাঙ্ক ম্যানেজারকে অবিলম্বে বিষয়টি মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/দেশ/
Bank Money: 'আমার লক্ষ লক্ষ টাকা কই...?' নাতনির বিয়ের টাকা তুলতে ব্যাঙ্কে গিয়েছিলেন ঠাকুমা, ফিরলেন কাঁদতে কাঁদতে, আসরে নেমেছে প্রশাসন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল