advertisement
1/5

নোটবন্দির পর বারে বারেই নতুন রঙের, নতুন ঢঙের নোট হাতে পেয়েছিল মানুষ ৷ কখনও ২০০০ টাকার নতুন নোট তো কখনও ৫০০ টাকার ৷ বাজারে এসেছে নতুন ১০ টাকার নোটও৷ তবে এবার নোটের দিন শেষ ৷ বরং এবার নোট সরিয়ে বাজারে আসতে চলেছে ২০ টাকার কয়েন!
advertisement
2/5
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বুধবার ঘোষণা করে জানানো হয়েছে এই ২০ টাকার কয়েনের কথা ৷ জানানো হয়েছে নতুন এই ২০ টাকার কয়েন দেখতে হবে বহুভূজের ডিজাইনে ৷ তাই কয়েনটি দেখতে একেবারেই গোলাকার হবে না ৷ এটি হবে বহুভুজ আকারের৷
advertisement
3/5
২০ টাকার কয়েনটি অনেকটা দেখতে হবে ১০ টাকার কয়েনের মতোই ৷
advertisement
4/5
কয়েনটি তৈরি হয়েছে ৬৫ শতাংশ কপার, ১৫ শতাংশ জিঙ্ক, ২০ শতাংশ নিকেল৷
advertisement
5/5
তবে শুধুই ১০ টাকার নোট নয়, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন ১ টাকা, ২ টাকা, ৫ টাকা ও ১০ টাকার নতুন কয়েনও খুব শীঘ্রই আসবে ৷