আসছে Android 10 ! এবার একেবারে বদলে যাবে আপনার মোবাইল ফোন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এতোদিন অ্যানড্রয়েড ভার্সানের নাম কোনও না কোনও মিষ্টির নামের উপর রাখা হতো। এই প্রথম সেই প্রথা বেঙ্গে সরাসরি সংখ্যা ব্যবহার করে Android Q-এর নাম রাখল ‘Android 10’।
advertisement
1/12

আনুষ্ঠানিকভাবে Android Q-এর অফিশিয়াল নাম ঘোষণা করল গুগল (Google)। এতোদিন অ্যানড্রয়েড ভার্সানের নাম কোনও না কোনও মিষ্টির নামের উপর রাখা হতো। এই প্রথম সেই প্রথা বেঙ্গে সরাসরি সংখ্যা ব্যবহার করে Android Q-এর নাম রাখা হল ‘Android 10’। ইতিমধ্যে নতুন এ অপারেটিং সিস্টেম কয়েক দফা ডেভেলপার ও পাবলিক বিটা সংস্করণে প্রকাশিত হয়েছে। তার জেরে সামনে এসেছে এই OS-এর বেশ কিছু ফিচার। জেনে নিন কী কী নতুন ফিচার থাকছে -
advertisement
2/12
Dark Mode: এই ফিচারটিকে প্রথমে পাবলিক বিটা ভার্সনে রিলিজ করা হয়েছিল, পরে গুগলের IO ডেভেলপার সম্মেলনে ফিচার নিশ্চিত করা হয়। সেটিংসে ব্যাটারি ট্যাব থেকে ডার্ক থিম চালু করা যাবে। গুগল গত কয়েক মাসে তাদের বেশ কিছু অ্যাপে এ মোড যুক্ত করেছে।
advertisement
3/12
Location: অ্যান্ড্রয়েড টেন সংস্করণে প্রাইভেসি সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে গুগল। অ্যাপে লোকেশন অ্যাকসেস যাতে ব্যবহারকারীরা নিয়ন্ত্রণ কোরতে পারে সে বিষয়টি যুক্ত করা হচ্ছে। এ ছাড়া লোকেশন সেবাটি চালু বা বন্ধ করার সুবিধার পাশাপাশি কোনো অ্যাপে অনুমতি ছাড়া লোকেশন সেবা চালু হবে না, সেটাও নিশ্চিত করা হয়েছে।
advertisement
4/12
Fast Share: Android 10-এর সঙ্গে নতুন একটি ফিচার নিয়ে আসছে গুগল। এই ফিচারের সাহায্যে ইউজাররা খুব সহজেই ফাইল শেয়ার কোরতে পারবে। এই ফিচারটির নাম Fast Share রেখেছে।
advertisement
5/12
Battery Indicator: এই মুহূর্তে বাজারে যতো স্মার্টফোন আসছে ফোনে কতো ব্যাটারি আছে সেটা শতাংশ (%)-ে দেখায়। কিন্তু Android 10-এ আপনি জানতে পারবেন আপনার ফোন কতক্ষণ চলবে।
advertisement
6/12
Colorful themes: ইউজার ইন্টারফেসে (ইউআই) পরিবর্তন আনার পাশাপাশি বিভিন্ন রঙের থিম ব্যবহার করার সুযোগ দিতে পারে অ্যান্ড্রয়েড ১০।
advertisement
7/12
Wifi: ব্যবহারকারীকে প্রতিবার পাসওয়ার্ড টাইপ করতে হবে না। কিউআর কোড ব্যবহার করেই ওয়াই-ফাই ব্যবহার করা যাবে। এতে ওয়াই-ফাই সেবাদাতাকে বারবার পাসওয়ার্ড বলার প্রয়োজনও পড়বে না।
advertisement
8/12
Third Party Apps Camera: থার্ড পার্টির অ্যাপ ব্যবহার করে উন্নত ছবি তোলার সুযোগ থাকবে। অ্যান্ড্রয়েড টেনে ডেভেলপাররা ছবির ডেপথ কন্ট্রোল করতে পারবেন। বোকেহ বেশি কম করতে পারবে আর নিজের ইচ্ছে মতো সেটও করতে পারবেন।
advertisement
9/12
Audio-Video Format: অ্যান্ড্রয়েড টেনে আরও বেশি ভিডিও কোডেক সমর্থন করবে। এতে ব্যবহারকারীরা তাঁদের মোবাইল ফোনে বিভিন্ন ধরনের ভিডিও ও অডিও শুনতে পারবেন।
advertisement
10/12
Alert Option: এখন কোনো অ্যাপ সহজেই বন্ধ করতে পারবেন ব্যবহারকারীরা। অ্যাপ নোটিফিকেশনে বেশিক্ষণ চাপ দিলে তা ব্লক করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এ ছাড়া নোটিফিকেশন সাইলেন্ট করার সুবিধাও থাকবে।
advertisement
11/12
Desktop Mode: অ্যান্ড্রয়েড টেনে থাকবে বিশেষ ডেস্কটপ মোড, যা হ্যান্ডসেটকে সহজে ডেস্কটপের সঙ্গে যুক্ত করা যাবে। এতে কাজকর্মে আরও বেশি গতিশীলতা বাড়বে।
advertisement
12/12
Foldable Phone UI:অ্যান্ড্রয়েড টেনে ভাঁজ করা স্ক্রিনের জন্য বিশে ইউজার ইন্টারফেস থাকবে। গত বছরেই গুগল এ তথ্য প্রকাশ করেছিল। নতুন এই ওএস সংস্করণ ইউজার ইন্টারফেসে বিভিন্ন উপাদান ও নকশাকে ডিসপ্লের হার্ডওয়্যার অনুযায়ী বদলে ফেলতে পারবে।