Train Mileage: ট্রেনে তো নিয়মিত ওঠেন, ৯৯ শতাংশ মানুষই জানেন না এক্সপ্রেস ট্রেনের মাইলেজ কত
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Diesel Engine train mileage: ট্রেন সম্পর্কে অনেক তথ্যই নিয়মিত আমাদের রেল সম্পর্কে আকৃষ্ট করে। ঠিক যেমন ইলেক্ট্রিক ট্রেন চালাতে কত খরচ হয়, বা ট্রেনের মাইলেজ।
advertisement
1/5

ট্রেন ভারতের পরিবহণ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ যানবহন। প্রতিদিন নিরাপদে এবং দ্রুত নিজের গন্তব্যে পৌঁছতে প্রচুর মানুষ ট্রেনে ওঠেন। সেই সঙ্গে ট্রেন সম্পর্কে অনেক তথ্যই নিয়মিত আমাদের রেল সম্পর্কে আকৃষ্ট করে। ঠিক যেমন ইলেক্ট্রিক ট্রেন চালাতে কত খরচ হয়, বা ট্রেনের মাইলেজ।
advertisement
2/5
এক সময় ট্রেন চালাতে ব্যবহার করাব হত কয়লার ইঞ্জিন। পরে তার বদলে এসেছে ডিজেল ইঞ্জিন, বর্তমানে দেশের একটা বড় অংশে ট্রেন চলে ইলেকট্রিক ইঞ্জিনে। তবে ইলেকট্রিক ইঞ্জিনে কত খরচ সেটা বার করা বেশ কঠিন।
advertisement
3/5
ডিজেলে চলা ১২ কোচের একটি প্যাসেঞ্জার ট্রেন প্রতি কিমি চলতে ৬ লিটার ডিজেল খরচ করে। পাশাপাশি ২৪ কোচের একটি সুপারফাস্ট ট্রেনও প্রতি কিমি চলতে একই পরিমাণ তেল খায়। অন্য দিকে, ১২ কোচের এক্সপ্রেস ট্রেন প্রতি কিমি চলতে সাড়ে ৪ কিমি তেল খরচ করে।
advertisement
4/5
তবে ট্রেনের মাইলেজ নির্ভর করে অনেকগুলি বিষয়ের উপর। যার মধ্যে রয়েছে কতগুলি কামরা রয়েছে, কতটা ওজন বহন করছে, গতিবেগ, কত বার থামছে, কতটা দূরে যাচ্ছে এবং কী ইঞ্জিন ব্যবহার হচ্ছে এই সব কিছুর উপরে।
advertisement
5/5
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একবার সাংসদদে বলেছিলেন, "ট্রেন চালাতে প্রতি কিমিতে খরচ হয় ১ টাকা ১৬ পয়সা, সেখানে রেল যাত্রীদের থেকে নেয় মাত্র ৪৮ পয়সা"।