TRENDING:

Gattipally Shivpal: তাঁর উচ্চতা স্বাভাবিক নয়, ড্রাইভিং লাইসেন্স পেয়ে নজির গড়লেন এই 'ছোটখাটো মানুষ'

Last Updated:
Gattipally Shivpal From Hyderabad: দেশের প্রথম বামন ব্যক্তি হিসেবে তিনি ড্রাইভিং লাইসেন্স পেলেন।
advertisement
1/5
তাঁর উচ্চতা স্বাভাবিক নয়, ড্রাইভিং লাইসেন্স পেয়ে নজির গড়লেন এই ছোটখাটো মানুষ
তাঁর উচ্চতা আর পাঁচজনের মতো স্বাভাবিক নয়। তাই বলে তিনি স্বাভাবিক জীবনে বাঁচতে পারবেন না, এমনটা ভাবার কোনও কারণ নেই। তিনি স্পেশাল। আর স্পেশাল মানুষদের ব্যাপারই আলাদা। মনের জোর আর ইচ্ছশক্তিতে ভর দিয়ে তিনি যেটা চেয়েছিলেন, সেটাই পেলেন শেষমেশ। ড্রাইভিং লাইসেন্স হাতে পেলেন গতিপল্লী শিভপল।
advertisement
2/5
দেশের প্রথম বামন ব্যক্তি হিসেবে হিসেবে ড্রাইভিং লাইসেন্স পেলেন হায়দরাবাদের গতিপল্লী। ৪২ বছর বয়সী এই ব্যক্তির উচ্চতা মাত্র তিন ফিট। তবে তাতে তাঁর গাড়ি চালানোর ইচ্ছে থেমে থাকেনি।
advertisement
3/5
নিজে ড্রাইভিং লাইসেন্স জোগাড় করেই চুপ করে বসে থাকতে নারাজ গতিপল্লী। তিনি ঠিক করেছেন এক বছরের মধ্যে বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য ড্রাইভিং স্কুল খুলবেন। আর তার জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি।
advertisement
4/5
গতিপল্লী বলেছেন, একটা সময় অনেকে আমাকে নিয়ে ঠাট্টা করেছে। তারা বিশ্বাসই করতে পারেনি, আমি কখনও গাড়ি চালাতে পারব বলে। তবে আমি জানতাম, নিজের উপর বিশ্বাস রাখলে একদিন ঠিক পারব।
advertisement
5/5
গতিপল্লীর নাম লিমকা বুক অফ রেকর্ডস-এর জন্য মনোনিত হয়েছে। দীর্ঘদিন ধরেই লাইসেন্স হাতে পাওয়ার চেষ্টা করছিলেন তিনি। অবশেষে সেটা পেয়ে দারুন খুশি তেলেঙ্গানার এই ছোটখাটো মানুষ।
বাংলা খবর/ছবি/দেশ/
Gattipally Shivpal: তাঁর উচ্চতা স্বাভাবিক নয়, ড্রাইভিং লাইসেন্স পেয়ে নজির গড়লেন এই 'ছোটখাটো মানুষ'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল